Rajinikanth Birthday: 73 তম জন্মদিন সেলিব্রেট করলেন রজনীকান্ত, কেক কাটলেন পুরো পরিবারের সাথে, রইলো ছবি

Priyankush Maity
3 Min Read

Rajinikanth Birthday: সবচেয়ে বেশি সংখ্যক ইন্ডাস্ট্রি হিট, ভারতের সবথেকে বড় ফ্যানস ক্লাব, পদ্ম বিভূষণ, পদ্ম ভূষন ও দাদা সাহেব ফালকে সম্মানে সন্মানিত এই ব্যক্তির নাম রজনীকান্ত…

কিন্তু জানেন কি? জীবনে এতো কিছু অর্জন করা এই ব্যক্তি প্রথম জীবনে কী করতেন? তিনি ছিলেন সাধারণ একজন বাস কন্ডাকটর। আর সেই বাস কন্ডাকটর থেকে আজ উপ মহাদেশের সবথেকে বড় সুপারস্টারদের মধ্যে একজন হওয়া মোটেও চাট্টিখানি কথা নয়। লাখো মানুষের অনুপ্রেরণা তিনি।

Rajinikanth Birthday Celebration

কোনোদিন হয়তো শোনেননি, মুভি দেখার জন্য অফিসে ছুটি দেয়া হয়েছে। কিন্তু এটা ঘটে তামিল রাজ্যে, তার মুভি রিলিজের প্রথম দিন যাতে অডিয়েন্স ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পারে, সে কারণে ওইদিন অফিস বাধ্য হয়ে ছুটি দেয়া লাগে। এমনকি বড় বড় কোম্পানি তাদের ওয়ার্কারদের জন্য টিকিট সংগ্রহ করে রাখে।

ভাবতে পারছেন তো তার ক্রেজ কতোটা?

আর এই ক্রেজের ফলস্বরূপ, কলিউডে সবথেকে বেশি সংখ্যক ইন্ডাস্ট্রি হিট রয়েছে তার আন্ডারে। এছাড়া তিনি একমাত্র ভারতীয় অভিনেতা যার চারটা ফরম্যাটেই সিনেমা রয়েছে। অর্থাৎ, সাদাকালো, রঙিন, থ্রিডি এবং অ্যানিমেশন – চার ফরম্যাটেই থালাইভার মুভি রয়েছে।


Thalaiva Birthday

কলিউডসহ পুরো সাউথ ইন্ডাস্ট্রিতে তার অবদানের শেষ নেই। কিন্তু তারপরও তার চেহার নিয়ে অনেকেই ট্রল করে, হাসি মজা করে। যারা এই কাজ করেন তারা একবার “ দরবার ” সিনেমাটি দেখে আসুন। ৭০ বছর বয়সেও সে এই সিনেমায় জিম করে দেখিয়েছেন। সিনেমার প্রতি কতোটা ভালোবাসা ও ডেডিকেশন থাকলে এই বয়সে, এমন শারীরিক পরিস্থিতি নিয়ে মুভিতে জিম করে দেখাতে পারে??

সিনেমার প্রতি এই ভালোবাসার জন্যই মানুষ তাকে এতো ভালোবাসে। তাকে থালাইভা বলে ডাকে। তার মুভি রিলিজের সময় পাগলামি করে। তার “ শিবাজি দ্য বস ” ছিল তামিল ইন্ডাস্ট্রির প্রথম ১০০ কোটি ক্লাবে প্রবেশ করা সিনেমা! এমনকি কলিউডের সর্বোচ্চ গ্রোসার ২.০ ও তারই সিনেমা।

Rajinikanth Birthday Images 2023

কয়েক বছর ধরে মুভির স্ক্রিপ্ট বাজে হচ্ছিল, কিন্তু তার স্টারডম কেউ দমিয়ে রাখতে পারেনি। বাজে স্ক্রিপ্ট, বাজে মেকিং, নেগেটিভ রিভিউ পাওয়া সত্ত্বেও তার দরবার, কাবালি মুভি ২০০ কোটি প্রবেশ করে। একুশে মুক্তি পাওয়া আন্নাথেও বেশ ব্যবসা করে গেছে বক্সঅফিসে। আর এগুলো সম্ভবই হয়েছে শুধুমাত্র তার স্টারডমের কারণে।

কিন্তু এখন তার স্টারডম নিয়ে কেউ আর কোনো প্রশ্নই করতে পারবে না। তার রিসেন্ট রিলিজ জেলার বক্সঅফিসে রীতিমতো ভাঙচুর চালায় এবং ৬০০ কোটি ক্লাবে প্রবেশ করে।

রাতারাতি জাতীয় ক্রাশ তৃপ্তি, অ্যানিমালের বোল্ড সিন কিভাবে বদলে দিয়েছে তার জীবন? রইলো তার তথ্য

Jailer Movie Review, Rating

বাংলাদেশে ‘তুফান’ নিয়ে আসছে শাকিব – রায়হান জুটি,

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.