Yash Toxic Movie: অবাক করা 10 টি আপডেট টক্সিক সিনেমার, নতুন চমক নিয়ে পর্দায় আসছে রকি ভাই ‘ ইয়াশ ‘

Priyankush Maity
2 Min Read

Yash Toxic Movie: KGF সিনেমা রিলিজের পর Yash এখন শুধুমাত্র দক্ষিণ ভারতের নয়, পুরো দেশের সুপারস্টার। KGF এর পর সমস্ত দর্শককুল অপেক্ষায় ছিলো তার পরবর্তী সিনেমা দেখার । যদিও বেশ কিছুদিন থেকেই তার রণবীর কাপুরের সঙ্গে একটি সিনেমার কথা বারবার শোনা যাচ্ছিলো, তবে সবাইকে চমকে ঘোষনা হয়ে গেলো Toxic এর।
Yash 19 প্রজেক্টে তার ছবির টাইটেল Toxic । আর সেই ছবির বেশ কিছু আপডেট উঠে এসেছে। তো, চলুন দেখে নেওয়া যাক….

Yash Toxic Movie Updates

Toxic সিনেমার কিছু আপডেট :

১.টক্সিক মুভির গল্প গ্লোবাল ড্রাগ মাফিয়া টাইপের হবে।
২.ইয়াশকে গ্রে শেডে দেখা যাবে
৩.মালায়ালাম অভিনেতা টভিনো থমাস,নিভিন পৌলিকে দেখা যাবে ভিলেন হিসেবে। (পছন্দের অভিনেতা। ব্যাপার টা জোশ হবে)

Toxic Movie Yash Actress


৪.নায়িকা হিসেবে ৩ জনকে দেখা যেতে পারে। সাই পল্লবী (Sai Pallavi),শ্রুতি হাসান (Shruti Haasan) , সম্যুক্ত মেনোন (Samyuktha Menon) ৩ জনই অনেক প্রিয় নায়িকা।ইয়াশ আর সাই পল্লবী লিডে থাকবেন।ইয়াশের বিপরীতে সাই লীডে থাকবে এটাতেই খুশি আমি।পুজা থাকবে জেনে খারাপ লাগছিল প্রথমে।

রাতারাতি জাতীয় ক্রাশ তৃপ্তি, অ্যানিমালের বোল্ড সিন কিভাবে বদলে দিয়েছে তার জীবন? রইলো তার তথ্য

Yash Toxic Movie Cast

  • Nawazuddin Siddiqui
  • Dhananjay
  • Shine Tom Chacko

এছাড়া ও থাকবে বলিউডের নাওয়াজুদ্দিন সিদ্দিকি,কন্নড়ের ধনঞ্জয়,মলিউডের শীনে টম চাকো।

স্টার কাস্ট হিউজ।দারুন সব অভিনেতা।

কন্নড় আর মালায়ালাম ভাষায় নির্মিত হবে সিনেমা টা।আর বাকি যে কয়টা ভাষায় মুক্তি পাবে সব ডাবিংয়ে।ন্যাশনাল এওয়ার্ড প্রাপ্ত মালায়ালামের গীতু মোহানদাস টক্সিকের ডিরেকশনে থাকবেন।KVN প্রডাকশন থেকে নির্মিত হবে সিনেমা টা।শুটিং দ্রুত শুরু হবে।লন্ডন,গোয়া,শ্রীলঙ্কায় শুটিং হবে।

Yash Toxic Movie Release Date

টক্সিক মুক্তি পাবে ১০ এপ্রিল,২৫ সালে।

ভাল কিছুর অপেক্ষায়।শুভ কামনা রইল টক্সিকের জন্য।

অর্জুন-মালাইকার বিয়ে কবে? করণ জোহরের শোয়ে জানালেন Arjun Kapoor

দেব, সৌমিতৃষার রোমান্স শুরু ‘হয়েছে কি বলি শোন’ গান দিয়ে!

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.