Koffee With Karan: অর্জুন-মালাইকার বিয়ে কবে? করণ জোহরের শোয়ে জানালেন Arjun Kapoor

Priyankush Maity
4 Min Read

Koffee with Karan এর চ্যাট শো এর সিজন 8 এ সম্প্রতি গেস্ট হিসেব উপস্থিত ছিলেন অর্জুন কাপুর আদিত্য রয় কাপুর । এই শোতে এসেই অর্জুন তার রিলেশনশিপ নিয়ে এমন কিছু কথা বলে যে, তার পর থেকেই পুরো নেট দুনিয়ায় ট্রেন্ড হচ্ছে এই এপিসোডের নানা ক্লিপ ।

Arjun Kapoor at Koffee With Karan Season 8


অর্জুন কাপুর ও মালাইকা আরোরার সম্পর্ক নিয়ে এমনিতেই নেটিজেনদের উৎসাহের শেষ নেই ।
নিজের থেকে 12 বছরের বড় একজনের সঙ্গে ডেট ও লিভ ইন সম্পর্কে থেকে এমনিতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অর্জুন কাপুর ।
দীর্ঘদিন থেকে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন বিভিন্ন সময়ে শোনা গিয়েছে । মাঝে শোনা গিয়েছিলো, যে অর্জুন ও মালাইকা বিচ্ছেদের দিকে যাচ্ছে ।
কিন্তু সমস্ত খবরকে বুড়ো আংগুল দেখিয়ে এখনো তারা একসঙ্গে ।

Malaika Arora And Arjun Kapoor Marrige

কফি উইথ করণের লেটেস্ট এপিসোডে তাদের বিয়ে নিয়ে বেশ কিছু কথা উঠে আসে । এমনিতেই এই শোতে বেশিরভাগ সেলিব্রিটির কাছে এমন কিছু জানতে চান করন জোহর যে পরবর্তী তে তা আলোচনার শীর্ষে চলে আসে ।
সাম্প্রতিক এই এপিসোডে করন জোহর অর্জুনকে জিজ্ঞেস করে, ‘ তোমরা তোদের সম্পর্ক নিয়ে কি ভাবছো ? পরবর্তী কোন ধাপে কি এই সম্পর্ক নিয়ে যাওয়ার কথা ভেবেছ ?’
কথা যাই জিজ্ঞেস করুক করণ, কিন্তু আদতে যে ঘুরিয়ে বিয়ের কথাই জিজ্ঞেস করে সেটা বুঝতে বাকি থাকে না অর্জুনের ।
উত্তরে অর্জুন কাপুর জানায় যে সে এই বিষয়ে ভাবছে এবং যেহেতু সে এই শোয়ে উপস্থিত, তাই তাকে সততার সঙ্গে উত্তর দেওয়া উচিত।
আরো বলে, মালাইকা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের সম্পর্ক যেভাবে মসৃণ ভাবে চলছে তারা আপাতত এই সম্পর্ককে এভাবেই এগিয়ে নিয়ে যেতে চায় ।
অর্জুন আরো বলে যে, যেহেতু সে এই শোয়ে মালাইকা কে ছাড়া একা এসেছে, তাই তার অনুপস্থতিতে বিয়ে নিয়ে এমন কিছু মন্তব্য না করাই উচিত ।
একরাশ হেসে অর্জুন বলে, ভবিষ্যতে এই শোয়ে মাইলকা ও অর্জুন দুজনে একসঙ্গে এসে এই বিষয়ে কথা বলবে ।
অর্জুন জানায়, সে এই মুহূর্তে তার জীবনে খুব শান্তিতে ‘ হ্যাপি স্পেস’ এ আছে । আর সে এভাবেই থাকতে চায় । তবে বিয়ে নিয়ে সে বিশ্বাসী এবং ভবিষ্যতে কোন এক সময় সে নিশ্চই সাত পাকে বাঁধা পড়বে।

আরো পড়ুন, দেব, সৌমিতৃষার রোমান্স শুরু ‘হয়েছে কি বলি শোন’ গান দিয়ে!

মালাইকা আরোরা অর্জুন কাপুর

Arjun Kapoor Girlfriend

কিছুদিন আগেই তাদের সম্পর্ক নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছিল যে, দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পর তারা আলাদা হয়ে গিয়েছে । কিন্তু কিছুদিন আগেই মালাইকার জন্মদিনে বেশ কিছু রোমান্টিক ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করে সমস্ত গুজব উড়িয়ে দেয় অর্জুন ।

এই শোতে অর্জুনের সঙ্গে উপস্থিত ছিলো আদিত্য রায় কাপুর । তাকে নিয়েই বেশ কিছু মজাদার কথা জিজ্ঞেস করে করণ জোহর ।
করণ আদিত্য কে জিজ্ঞেস করে, ‘ তুমি কি অনন্য পান্ডে কে ডেট করছো ‘ ? এর উত্তরে আদিত্য খুব স্মার্টলি জবাব দেয় । করণ ‘ তুমি আমাকে কোন সিক্রেট জিজ্ঞেস করো না, আমিও তোমাকে কোন মিথ্যে বলবো না ‘ ।

এই শোয়ের সাম্প্রতিক ফুল এপিসোড দেখুন Disney+ Hotstar থেকে।

আরো পড়ুন,

রাতারাতি জাতীয় ক্রাশ তৃপ্তি, অ্যানিমালের বোল্ড সিন কিভাবে বদলে দিয়েছে তার জীবন? রইলো তার তথ্য

মন ভালো করার গল্প, অসাধারণ অভিনয়ে অ্যানিমাল ঝড়েও দর্শকমহলে প্রশংসিত Nani – Mrunal

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.