‘The Kashmir Files’ Movie Review, Story | কাশ্মীর ফাইলস | IMDb, Anupam Kher

Bongconnection Original Published
4 Min Read

 ‘The Kashmir Files’ Movie Review | কাশ্মীর ফাইলস | IMDb, Anupam
Kher 

'The Kashmir Files' Movie Review | কাশ্মীর ফাইলস | IMDb, Anupam Kher
Loading...


The Kashmir Files Movie Review 

Loading...
প্রথমেই বলে রাখি এটা কোন সিনেমা নয়, কাশ্মীরে হাজারো হিন্দু পন্ডিতদের ওপর ঘটে
যাওয়া বর্বর, পাশবিক অত্যাচারের এক জ্বলন্ত ইতিহাস ।
বর্তমান সময়ের বিভিন্ন পরিচালকরা (Bollywood) যেখানে হিট ফর্মূলা মার্ডার Mystery বা থ্রিলার বানাতে ব্যাস্ত সেখানে
পরিচালক Vivek Agnihotri কাশ্মীরে ঘটে যাওয়া এক বাস্তব নিষ্ঠুর ও
পাশবিক ঘটনাকে ফুটিয়ে তুলেছেন পর্দায় । 
 সিনেমায় প্রফেসর রাধিকা মেনন র মুখে একটা স্টেটমেন্ট আছে ” ভলে হি সংবিধান,
সরকার উনকি হো, মাগার ইকো সিস্টেম তো হামারা হ্যায়”!! 
এই একটা ডায়লগ প্রমান করে দেয় যে কতটা অসহায়ভাবে কাশ্মীরি পন্ডিতদের ওপর নির্যাতন
করা হয়েছে । 

The Kashmir Files Movie Cast

Anupam Kher, Mithun Chakraborty,
Darshan Kumar, Mrinal Kulkarni, Aman Iqbal, Pallavi Joshi
& others.
ধরুন আপনি খেতে বসেছেন পরিবারের সদস্যদের সঙ্গে, হঠাৎ করেই একদল মানুষ আপনাকে
খাওয়ার টেবিল থেকে হিড়হিড় করে টানতে টানতে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিল। আপনি
কোথায় যাবেন তার ঠিক নেই, কিন্তু আপনাকে ভিটে ছাড়তেই হবে। জাস্ট ভাবুন…..
জাস্ট ভাবুন….. নরপিশাচের গুলিতে আপনার স্বামীর ঝাঁঝরা বুক থেকে নিঃসৃত রক্ত
মাখা ভাত খেতে হচ্ছে, শুধুমাত্র দুটো একরত্তিকে বাঁচিয়ে রাখার জন্য।
যে মাস্টারমশাই কে আমরা গুরু মেনে থাকি, সেই মাস্টারমশাইকে পা দিয়ে পিষে ফেলছে
তারই শিষ্য।জাস্ট ভাবুন…..
মহিলাদেরকে খুবলে খাচ্ছে মানুষ রূপী জানোয়ারগুলো, কিন্তু কিছু করার নেই। তাঁদের
স্বামী, বাবা, ভাই চুপ করে আছে, অঝোরে কাঁদছে কিন্তু জানোয়ারদের হাত থেকে
বাঁচাতে পারছেনা।
একের পর এক মন্দির ধ্বংস করা হচ্ছে, ভারতীয় পতাকা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু
সবাই চুপ কারোর কিছু করার নেই, মুখ খুললেই বুক ঝাঁঝরা হয়ে যাবে।
নরপিশাচ গুলো অনবরত বলে চলেছে কাশ্মীরি পন্ডিতদের উদ্দেশ্যে – রালিভ তালিভ ইয়া
গালিভ। হয় ধর্মান্তরিত করো, নয়তো পালিয়ে যাও আর নাহলে মৃত্যু বরণ করো। যেটার
কোনোটাই পন্ডিতদের কাছে সহজ ছিল না, নিজেকে অন্যের কাছে বিকিয়ে দেওয়া মোটেও সহজ
কাজ নয়। বা হঠাৎ করেই ভিটে ছেড়ে অন্যত্র চলে যাওয়া একেবারেই সম্ভব নয়। 


স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাথায়
বিষ ইনজেক্ট করা হচ্ছে। ব্রেইনওয়াশ করে চোখে কাপড় বেঁধে রাখা হয়েছে, যাতে
যুবসমাজ আসল নকলের ফারাক না করতে পারে।

কাশ্মীর ফাইলস মুভি রিভিউ 

আজাদির নাম করে যুব সমাজকে ভারত বিদ্বেষী তৈরি করা হচ্ছে, জানোয়ার তৈরির শিক্ষা
দেওয়া হচ্ছে প্রতিনিয়ত।আজাদির মূল মন্ত্র ছিল – ‘Kashmir mein agar rehna hai,
Allah-ho-Akbar kahna hoga’ ‘kashmir banega Pakistan ’ ইত্যাদি।
দ্যা কাশ্মীর ফাইলস এর কোনো রিভিউ হতে পারেনা, কারণ এটি কোনো সাজানো গল্প নয়। এ
এক সত্যিকারের ঘটনার উপস্থাপনা, যা দেখলে গা শিউরে উঠবে। কতটা অনিশ্চিত,অসহায়
অবস্থার মধ্য দিয়ে মানুষগুলোর দিন কেটেছে তা মুভিটা দেখলেই বোঝা যাবে।🙂
আমরা টিম বং কানেকশনের তরফ থেকে এই ছবিকে কোন রেটিং এ আবদ্ধ করছি না । হাজারো
মানুষের রক্তগাঁথা কে কাটাছেড়া করার মতো দুঃসাহস আমাদের নেই ।
শুধু এটুকু বলবো, তাবর তাবর বলিউড তারকারা যেখানে এই ছবিতে অভিনয় করাকে
প্রত্যাখান করেছেন সেখানে দাঁড়িয়ে অনুপম খের (যিনি নিজে একজন কাশ্মীরি পন্ডিত)
বুঝিয়ে দিয়েছেন অভিনয় কাকে বলে ।
সেই সাথে Mithun Chakraborty অনবদ্য ।
'The Kashmir Files' Movie Review | কাশ্মীর ফাইলস | IMDb, Anupam Kher
সবশেষে একটাই কথা, এই সিনেমাটি দেখুন । হলে গিয়ে দেখুন । আপনি হিন্দু কিংবা
মুসলিম যেই হোন না কেন, ধর্মের ওপরে মনুষ্যত্ব বিরাজমান ।
তাই সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন । ছবি দেখতে দেখতে আপনি কাঁদবেন, কথা দিচ্ছি
…….
আরো পড়ুন,

Share This Article