20 Years Of Kal Ho Na Ho
বলিউড ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করলেন পরিচালক নিখিল আদভানি। ২০০৩ সালের ২৮শে নভেম্বর বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পেয়েছিল তার পরিচালিত সর্বপ্রথম মুভি “Kal Ho Na Ho“. প্রথম মুভি ব্যবসা সফল হয়েছিল। এরপর পরিচালনা করেছেন অনেক মুভি।
নিখিল আদভানি বলিউড ইন্ডাস্ট্রির একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হিসেবে পরিচিত। এছাড়াও তিনি একজন কাহিনীকার, লেখক, চিত্রনাট্যকর হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি Emmay Entertainment এর একজন ফাউন্ডার। মুভি পরিচালনার পাশাপাশি তিনি অনেক মুভির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন। প্রযোজনা করেছেন বেশ কিছু মুভি। ১৯৭১ সালে ২৮শে এপ্রিল ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছেন। বর্তমানে তার বয়স ৫২ বছর।
Kal Ho Naa Ho Release Date
28 November 2003
নিখিল ১৯৯৬ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে এসেছেন। ক্যারিয়ারে প্রথম দিকে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ১৯৯৮ সালে কারান জোহার পরিচালিত “Kuch Kuch Hota Hai“, ২০০০ সালে আদিত্য চোপড়া পরিচালিত “Mohabbatein” এবং ২০০১ সালে কারান জোহার পরিচালিত “Kabhi Khusi Kabhi Gham” মুভির সহকারী পরিচালক ছিলেন তিনি। এরপর ২০০৩ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বিভিন্ন ওয়েব সিরিজের ক্রিয়েটর ও পরিচালক তিনি। ২০০৩ সাল থেকে ২০২০ পর্যন্ত নিখিল আদভানি মোট ১০টি মুভি পরিচালনা করেছেন।
1️⃣ Kal Ho Na Ho [2003]☞ Hit
2️⃣ Salaam E Ishq [2007]☞ Disaster
3️⃣ Chandni Chowk To China [2009]☞ Disaster
4️⃣ Patiala House [2011]☞ Flop
5️⃣ Delhi Safari [2012]☞ Disaster
6️⃣ D-Day [2013]☞ Flop
7️⃣ Hero [2015]☞ Flop
8️⃣ Katti Batti [2015]☞ Flop
9️⃣ Batla House [2019]☞ Hit
🔟 Unpaused [2020]☞ Ott Release
নিখিলের মাত্র দুটি মুভি ব্যবসা সফল। ২০০৭ সাল থেকে ২০১৫ একটানা তার মুভি বক্স অফিসে মার খেয়ে গেছে। তিনি রোমান্টিক ড্রামা, মার্শাল আর্টস অ্যাকশন কমেডি, স্পোর্টস ড্রামা, মিউজিক্যাল কমেডি, অ্যাকশন থ্রিলার, রোমান্টিক অ্যাকশন, রোমান্টিক কমেডি এবং এন্থোলজি মুভি নির্মাণ করেছেন।
নিখিল আদভানির আপকামিং মুভি ২টি। ২০২৪ সালে সিনেমা হলে মুক্তি পাবে।
1️⃣ Delhi Safari 2
2️⃣ Vedaa ☞ John Abraham + Sharvari Wagh
আরো পড়ুন, ডাংকির নতুন গানে Taapsee Pannu র প্রেমে লুট পুট শাহরুখ খান
অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন পরমব্রত