India Vs Australia T20 Live Score
Ruturaj Gaikwad – ঋতুরাজ গায়কার বর্তমান সময়ে গুগল থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় ব্যাপক ভাবে ট্রেন্ড হচ্ছে।। IPL এর চেন্নাই সুপার কিংস দলের এই ওপেনার বহুবার বিভিন্ন ম্যাচ নিজের জাত চিনিয়েছেন।। আজ ভারতীয় দলের জার্সি গায়ে ও তার অন্যথা হলোনা।। ভারতের স্বপ্নের বিশ্বকাপ সেভাবে সফল হয়নি।। সারা টুর্নামেন্ট এ অপরাজিত থাকলেও ফাইনাল ম্যাচ এ অস্ট্রেলিয়ার কাছে হার এখনো পুরো দেশবাসির কাছে অনেকটা যন্ত্রনার।।
বিশ্বকাপ শেষ হতে না হতেই অস্ট্রেলিয়ার সঙ্গে শুরু হয়েছে T20 সিরিজ ।
যদিও এই সিরিজে ভারতীয় দলের ব্যাপক পরিবর্তন হয়েছে । টপ অর্ডারের সব খেলোয়াড় ই বিশ্রামে ।
Rohit, Virat, Subhman Gill হীন এই নতুন দলের অধিনায়ক Surya Kumar Yadav ।
India Vs Australia T20 Match
আগের দুই ম্যাচে জয়ের পর আজ প্রথমে ব্যাট করে ভারতের স্কোর দাড়ায় 222 ।
শুরুটা সেভাবে ভালো না হলেও ম্যাচের শেষ পর্যায়ে Ruturaj এর ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ভারতের বোর্ডে 222 রানের বিশাল স্কোর তৈরি হয় ।
ভারতীয় ইনিংসের শুরুতেই Yashashi Jaiswal 6 ও Ishan Kishan (0) রানে আউট হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ে জোড়া ধাক্কা লাগে ।
সেই ধাক্কা সামলাতে কিছুটা অবশ্য বেগ পেতে হয়েছে ভারতীয় ব্যাটারদের।
শুরুর 10 ওভারে সেভাবে রান না হলেও শেষ 8 ওভারে Ruturaj এর ঝড়ো ব্যাটিংয়ের সামনে অসহায় দেখায় অস্ট্রেলিয়ান বোলারদের ।
গত ম্যাচে Rinku Singh এর 9 বলে 31 রানের তুফানি ব্যাটিং আর আজ Ruturaj এর।
সামনেই T20 বিশ্বকাপের আগে ভারতীয় দলের নতুন স্কোয়াড যে বিশ্বজয় করতে প্রস্তুত তা বলাই বাহুল্য ।
Today Cricket Match Live Score
Ruturaj এখনো অব্দি ভারতীয় দলে সেভাবে সুযোগ পায়নি । এর আগে নেদারল্যান্ড সিরিজেও তার ব্যাট থেকে বেশ রান এসেছে ।
কিছুদিন বাদেই IPL শুরু হতে চলেছে । চেন্নাই এর জার্সি গায়ে আশা করি আবারো জ্বলবে Ruturaj এর ব্যাট ।
আরো পড়ুন,