Hero Electric Bike: বাজারে আসলো অত্যাধুিক ফিচার্স সহ হিরোর ইলেকট্রিক বাইক, জানুন দাম

Mrinal Roy
2 Min Read

বাজারে আসলো নতুন ইলিট্রিক বাইক Hero Electric Splendor দারুন ব্যাটারি ও ফিচার সহ

Hero Electric Bike

আজকের দিন হলো জীবাশ্ম-জ্বালানিযুক্ত যানবাহন থেকে ব্যাটারি-চালিত যানবাহনে পরিবর্তনের সময়। এই ইলেট্রিক বাইক বাজারে আসার পর যেমন জীবাশ্ম জ্বালানি থেকে কিছুটা দূরে সরে আসা যায়। এর ফলে ভারতে ইলেকট্রিক যান স্পেসে, বিশেষ করে টু-হুইলার সেগমেন্টে অনেক নতুন বাইক লঞ্চ করা হয়েছে। যদিও এখনো রাস্তা ঘাটে তেলের ইঞ্জিনের বাইক বেশি দেখা যাচ্ছে ।

Activa, Splendor ইত্যাদি ব্র্যান্ডের নাম, যা ভারতের সবচেয়ে বেশি বিক্রিত দুই চাকার গাড়ি, তাদের নিজস্ব বৈদ্যুতিক সংস্করণ পেতে পারে। এই যানবাহন একদিনে এত বড়ো কোম্পানি হয়ে ওঠেনি অনেক বছর লেগেছে অনেক পরিশ্রম লেগেছে । এই কোম্পানি চাইবে যে পৃথিবীতে তৈল শক্তি কমে গেলেও তারা যেন এই বেশি বিক্রি হওয়া গাড়ি গুলি টিকিয়ে রাখতে পারে বৈদ্যুতিক শক্তি সহ।

আরো পড়ুন, 

Honda CB350 BABT Price, Speed: বাজার মাতাতে আসছে Honda র নতুন বাইক চিন্তায় Royal Enfield

Upcoming Electric Cars In India: Price, Mileage সবকিছু দেখে নিন 1 মিনিটে

Hero Electric Splendor এ ডাউনটিউব চ্যাসিসকে আবার একটু ভালো ক্যাপাসিটি সহ তৈরি করতে হবে যাতে এটি মোটরের জন্য একটি ব্যাটারি প্যাক এবং মাউন্টিং পয়েন্ট রাখতে পারে। ট্যাঙ্কে এখন একটি চার্জার সার্কিট, মাস্টার কন্ট্রোলার এবং অন্যান্য সহায়ক ইলেকট্রনিক্স থাকবে, যখন পাশের বাক্সে একটি মোটর কন্ট্রোলার থাকবে।

Hero Splendor Electric Bike Price

Loading...

Hero Electric Spendor এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফকেশন

হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক মোটরসাইকেল এখানে একটি নির্দিষ্ট 4kWh ব্যাটারিতে থাকবে যা একটি 9kW মিড-শিপ মাউন্ট করা বৈদ্যুতিক মোটরে শক্তি যোগায় যা একটি সাইলেন্ট বেল্ট ড্রাইভ ব্যবহার করে পিছনের চাকাগুলিকে চলতে সাহায্য করে। একটি সেকেন্ডারি 2kWh ব্যাটারি প্যাকের জন্যও জায়গা রয়েছে যা সমস্ত সম্ভাবনায় একটি অপসারণযোগ্য ইউনিট হতে পারে। অতিরিক্ত ব্যাটারি প্যাক একক-চার্জ পাওয়ার 50% পর্যন্ত বাড়িয়ে দেয়। ফুয়েল ট্যাঙ্কের ঢাকনা দিয়ে চার্জিং পোর্ট অ্যাক্সেসযোগ্য। ইলাস্ট্রেটর বিভিন্ন কনফিগারেশন সহ ডিফল্ট, ইউটিলিটি + রেঞ্জ এবং রেঞ্জ ম্যাক্স সহ eSplendor-এর চারটি ভিন্ন রূপও রয়েছে। এবার সবথেকে বড়ো দিক হলো বাইকটির প্রাইস বা দাম তো বাইকটি 1,20,000 টাকা থেকে শুরু হচ্ছে ।

আরো পড়ুন, 

Tata আনতে চলেছে এই ফ্যামিলি ইলেকট্রিক কার, দেখুন কত দাম

Share This Article