অনন্যা পান্ডে! নিজের ইনোসেন্ট কথাবার্তার কারণে হরহামেশাই যিনি নেটিজেনদের কাছে ট্রল হন, সেই অনন্যা পান্ডেকে নতুন করে সিনেমায় দেখার আগ্রহ একবারও থাকে না!
Kho Gaya Hum Kahan Review
গল্পকার রিমা কাগতি, জোয়া আকতার, ইয়াশ সাহাই এবং আর্জুন ভারেইন সিং বর্তমান প্রজন্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যকার জটিল সমীকরণকে তুলে ধরেছেন “Kho Gaye Hum Kahan“-এর পর্দায়! সেখানে অনন্যা পান্ডে কতটুকু প্রাসঙ্গিক থাকবেন সেটিও একটি প্রশ্ন ছিলো!
কিন্তু, গল্পে আস্তে আস্তে ঢোকার পর অনন্যা পান্ডে’র অহনা চরিত্রটি যেন ওই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক লাগতে শুরু করলো। গল্পকারেরা সুন্দর করে চরিত্রটি লিখেছেন বলেই হয়তো! অহনা খুবই শক্ত এবং পুরোপুরি বর্তমান প্রজন্মের একটি জ্বলন্ত প্রতিচ্ছবি ছিলো! অহনা স্মার্ট, ইন্টেলিজেন্ট কিন্তু আর সবার মতো সেও ভালবাসতে চায়, তার থেকেও বেশি চায় ভালোবাসার মানুষটিও যেন তাকে ভালোবাসে, সময় দেয়, সব থেকে গুরত্বপূর্ণ এটেনশন চায়!
Kho Gaye Hum Kahan Cast
- Ananya Panday
- Siddhant Chaturvedi
- Kalki Koechlin
- Farhan Akhtar
- Malaika Arora
কিন্তু ইন্টারনেটের গ্যারাকলে এই এটেনশনের কালচারটা ঠিক কতটা ইতিবাচক? আমরা যদি আমাদের যাবতীয় কাজের প্রাধান্য ভুলে সেই societal validation এর পেছনে দৌড়াতে থাকি, সেটি যে স্বাভাবিক কোন জীবনযাত্রার মধ্যে পড়ে না, সেই ব্যাপারটি অহনা চরিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি!
অনন্যা পান্ডে ‘অহনা’ চরিত্রটিকে একদমই মূর্ত রাখতে পেরেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অহনার প্রতিটি দৃশ্যে তার আচার-আচরণ, কথাবার্তা, সবকিছু ছিলো কনভিন্সিং! খালি পিলি, লাইগার এর মতো সিনেমায় কাজ করার পর অনন্যার এরকম প্রত্যাবর্তন খুবই অবাক করা ছিলো!
নিচের ছবিতে দেখানো দৃশ্যে অহনা তার বয়ফ্রেন্ডের চিটিং স্বভাবকে নিয়ে তর্ক করতে করতে এক পর্যায়ে সে উপলব্ধি করে যে শুরুটা সেই করেছে, সেই এইরকম মানুষের এটেনশন চাওয়ার জন্য সামাজিক মাধ্যমে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছে বাস্তবে যেগুলো সে না! ক্লাইম্যাক্সে অহনার এই উপলব্ধি খুব দরকার ছিলো একই সাথে সেটিকে গভীরভাবে দেখানোটাও!
অনন্যা পান্ডে একদমই জাস্টিস করেছে অহনা চরিত্রের সাথে। আশা করি ভবিষ্যতেও সে তার কাজের ব্যাপারে এইরকমই দায়িত্বশীল হবে!
Kho Gaye Hum Kahan is streaming on Netflix!
Aashiqui 3 তে এবার কার্তিক – তৃপ্তির রোম্যান্স ! Tripti Dimri কি তবে ‘আশিকি 3’ এর নায়িকা?
Pradhan Movie Review: দেব – অনির্বাণ জুটিতে বাংলার ‘জওয়ান’ বানালেন অভিজিৎ সেন
নিয়মিত আপডেট পেতে ফল করুন আমাদের WhatsApp Channel