Aashiqui 3 তে এবার কার্তিক – তৃপ্তির রোম্যান্স ! Tripti Dimri কি তবে ‘আশিকি 3’ এর নায়িকা?

Priyankush Maity
3 Min Read

Tripti Dimri: 2012 তে আশিকির তুম হি হো গান সবার মনে আছে ? এই গানের মাধ্যমেই ভারতের সঙ্গীত জগতের এক উজ্জ্বল তারকার জন্ম হয়েছিলো। তিনি অরিজিৎ সিং। তার আগেও বিভিন্ন গান তিনি গেয়েছিলেন কিন্তু পরিচিতি আসে তুম হি হো গানের মাধ্যমে । ভাবছেন এসব জেনে কি হবে তাইতো ? আসলে আশিকি ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা আশিকি 3 আসছে খুব শীঘ্রই । এবারে কিন্তু আর Aditya Roy Kapoor এবং Shraddha Kapoor জুটিকে একসঙ্গে দেখা যাবে না । নতুন গল্পে থাকছে নতুন অভিনেতা । নির্মাতারা ইতিমধ্যেই জানিয়েছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan) কে এবার দেখা যাবে মূল চরিত্রে ।

Tripti Dimri Aashiqui 3


যদিও রাহুল চরিত্রে আদিত্য রায় কাপুরের অভিনয়ে মুগ্ধ হয়েছিলো সিনেমা প্রেমীরা । কিন্তু গল্পের খাতিরেই নতুন নায়কের আবির্ভাব ।
কিন্তু কার্তিকের সঙ্গে জুটি কে বাঁধবে ? কিছুদিন আগে অব্দি শোনা যাচ্ছিলো কিয়ারা আদভানি হচ্ছেন আশিকি 3 এর নায়িকা। ‘ভুলভুলাইয়া 2′ বা ‘সত্য প্রেম কি কথা‘ তে তাদের অনস্ক্রিন রোমান্স বেশ ভালো লেগেছে দর্শকদের । সেই কথা মাথায় রেখেই উঠে এসেছিল তার নাম।অনেকই আবার ভেবেছিলেন জাহ্নৱী কাপুর কিংবা সারা আলী খান ও হতে পারেন এই ছবির নায়িকা ।

Tripti Dimri Upcoming Movies

কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, সবাইকে পেছনে ফেলে আশিকি 3 ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তৃপ্তি দিমরি (Tripti Dimri) । অ্যানিমাল সিনেমার দুর্দান্ত সাফল্যের পর প্রযোজনা সংস্থা তাকে আশিকি 3 র অফার দিয়েছেন বলে জানা যাচ্ছে । অ্যানিমাল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তার রোমান্স হৃদয় কেড়েছে অনেক তরুণের । রাশমিকা মান্দানা (Rashmika Mandanna) কে সরিয়ে এখন ভারতের জাতীয় ক্রাশ তৃপ্তি । এই লাইমলাইট কাজে লাগিয়েই হয়তো আশিকি 3 এর নির্মাতারা তাকে অফার দিয়েছেন।
যদিও অ্যানিমাল তৃপ্তির প্রথম সিনেমা নয় । গত বছর Netflix এ তার Qala ছবিটি বেশ সফল হয়েছিলো। স্বস্তিকা মুখার্জীর সঙ্গে কালা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন অনেকেই । কিন্তু সম্প্রতি অ্যানিমাল সিনেমায় তার অভিনয় আলোচনার কেন্দ্রবিন্দু তে এনে দিয়েছে তাকে। রশ্মিকা মান্দানা এই সিনেমার মূল নায়িকা হওয়া সত্বেও তৃপ্তি দিমরি কে নিয়ে আলোচনা বেশি ।

আরো পড়ুন,

রাতারাতি জাতীয় ক্রাশ তৃপ্তি, অ্যানিমালের বোল্ড সিন কিভাবে বদলে দিয়েছে তার জীবন? রইলো তার তথ্য

আশিকি 3 ছবিটি মুক্তি পাওয়ার কথা 2024 এর শেষ ভাগে । অনুরাগ বাসু (Anurag Basu) এর পরিচালনায় কার্তিক কি পারবে আগের দুই সফল ছবিকে পেছনে ফেলতে ?
তৃপ্তির সঙ্গে তার জুটিই বা কেমন হবে ? দেখার অপেক্ষায় দর্শকমহল। আশিকি 3 এর জন্য আপনার পছন্দের জুটি কোনটি ? নিচে কমেন্টে লিখে জানান ।

আরো পড়ুন,

আবেগ আর নস্টালজিয়ায় মিঠুনের অ্যাওয়ার্ড উইনিং পারফরম্যান্স

অবাক করা 10 টি আপডেট টক্সিক সিনেমার, নতুন চমক নিয়ে পর্দায় আসছে রকি ভাই ‘ ইয়াশ ‘

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.