“পথে হলো দেরী” প্লাটফর্ম: CMV ইউটিউব চ্যানেল
এই রকম মনোমুগ্ধকর রোমান্টিক কাজ শেষ কবে দেখেছি ঠিক মনে পড়ছে না।সব দিক মিলিয়ে নি:সন্দেহে এই বছরের সেরা নাটক তাতে কারো দ্বিমত করার সুযোগ নেই।কারণ গল্প,অভিনয়,নির্মাণ,লুকেশান,মিউজিক,রোমান্স সব দিক মিলিয়ে একে বারে ফুল প্যাকেজ।
Pothe Holo Deri Full Natok Review
আদতে কাজটি রোমান্টিক হলে ও রোমান্টিকতার মোড়কে আরো অনেক কিছু তুলে ধরা হয়েছে।
১.এই বছর আর একটা কাজের নাম বলেন তো যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশটা কে এতো সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।এই একটা কারণেই কাজটি অবলীলায় দেখা যায়।এই রকম আরো ছোট ছোট কারণ আছে যেগুলা কাজটির মহত্ব কে আরো বাড়িয়ে তুলেছে।
২.পাহাড়ী গেড়া অঞ্চলের মানুষের জীবন ধারণের এক চুম্বক অংশ এবং তাদের ভাষাটাকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলা হয়েছে।
৩.টুরিস্ট লাভারদের জন্য এটা একটা বিগ ট্রিট।পর্দার ওপাশে থেকে ও টুরিস্ট প্রেমী মানুষের মনে একটা টুরিজম দোল খেলে যাবে।
৪.বিদেশী কোন সুন্দরী রমণীকে ও যে বাঙ্গালি এতিহ্যবাহী পোশাক শাড়িতেই তার আসল সৌন্দর্য ফুটে উঠে।আর যদি পুরাই বাঙ্গালিপনায় কানে একটা জবা ফুল গুঁজে দেওয়া শাশ্বত আগের যুগের সুন্দরীদের সাঁজের কথা আমাদের মনে করিয়ে দেয়।
Pothe Holo Deri Natok Cast
- Ziaul Faruq Apurba
- Tanjim Saiara Totini
- Manoj Pramanik
- Salha Khanam Nadia
সেই সাথে আরো ছোট ছোট কমিক সীন,রোমান্স,মায়া,সাহিত্য,ফ্যামিলি বন্ডিং সবি সুন্দর ভাবে ফুটিয়ে তুলা হয়েছে।
অপূর্ব-তটিনীর ন্যাচারাল রসায়ন,দুজনের চোখের মায়া ভরা চাহনী,তার সাথে যুৎসই মিউজিক,প্রিয় প্লে লিস্টে বার বার শুনার মত কিছু গান।সব কিছু মিলিয়ে একটা ফুল প্যাকেজ কাজ।
Pothe Holo Deri Full Natok Download
একটা কাজ দেখার জন্য আর কি লাগে?কাজটি যে কারো ভালো লাগবে।তাই দর্শক রেসপন্স ও হিউজ।💥💥
মাত্র ২ দিনে ৫ মিলিয়ন ভিউ অতিক্রম করে সেটাই জানান দিচ্ছে।মনে হয়না এর আগে সি এমভির কোন কাজ এতো অল্প সময়ে এতো ভিউ পেয়েছে।এই কাজটি ভিউয়ের উর্ধ্বে।এই ভিউটাকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই।ভালো কাজকে অযথা হেট না ছড়িয়ে সবারই সাপোর্ট করা উচিত। না দেখলে দেখে নেন।আশা করি ভালো একটা সময় কাটবে।
পথে হলো দেরি ফুল নাটক
আরো পড়ুন, বাংলাদেশে ‘তুফান’ নিয়ে আসছে শাকিব – রায়হান জুটি, জানুন বিস্তারিত