Pradhan Movie Review: অবশেষে সেই সুযোগ এলো! যখন আমি বলতে পারছি যে দেব শুধু চেষ্টা করেনি, ভালো অভিনয় ও ভালো সিনেমা করেছে! অভিজিৎ সেন ও দেবের আগের দুটো মুভি টনিক ও প্রজাপতি খুব সফল হলেও আমার একটুও ভালো লাগেনি। টনিক জাস্ট ওই গোত্র এবং সাঁঝবাতি র ফর্মুলা ও থিম হুবহু তুলে নিয়ে একটা ফিল্ম, আর প্রজাপতি ছিল মেরে বাপ পহেলে আপ এর বাংলা সিরিয়াল ভার্সন। তবে প্রধান বেশ অন্যরকম।
Pradhan Bengali Movie Review
যা যা ভালো লেগেছে:
চিত্রনাট্য ও পরিচালনা: পরিচালক অভিজিৎ সেন এবং চিত্রনাট্যকার শুভদীপ দাস যে ইউনিক কাজটা করেছেন সেটা হলো, ফ্যামিলি ড্রামা বানিয়েও তার মধ্যে বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তব পরিস্থিতি কে দেখিয়েছেন। এই জিনিসটা বাণিজ্যিক বাংলা সিনেমা থেকে প্রায় অবলুপ্ত, তবে এই বছর পুজোয় রক্তবীজ আর এখন খ্রিস্টমাস এ প্রধান সেটা নিয়ে আসলো। তার উপর এখানে দেবকে ওই একটা “সুপারস্টার” টাচ দেওয়া হয়েছে। বিভিন্ন এন্ট্রি, স্লো মোশন হাঁটা, পাঞ্চলাইন দিয়ে বেশ একটা জমাটি ব্যাপার! দেবের ব্যোমকেশ এ বিরসা দাশগুপ্ত যেটা করতে পারেননি, সেটা অভিজিৎ সেন করে দেখালেন।
Pradhan Movie Cast
- Dev
- Paran Bandyopadhyay
- Sabitri Chatterjee
- Anirban Chakraborty
- Soumitrisha Kundu
- Soham Chakraborty
দেব: এই অনেক দিন পর দেব একটি তার জন্য উপযুক্ত রোল পেলেন। এতদিন হয় ওই বৃদ্ধ অভিনেতার পাশে সহযোগী হিসেবে সিরিয়াল টাইপ রোল বা অপ্রয়োজনীয় মাস অবতারে দেখানোর চেষ্টায় সময় ব্যয় করেছেন। কিন্তু প্রধান সিনেমায় তার সেই পারিবারিক নাটকীয়তার দিক এবং তার তরকাচিত উপস্থিতি – এই দুইয়ের একটা ভালো সংমিশ্রণ ঘটেছে আর দেব নিজের চরিত্রে সম্পূর্ণ মানানসই হয়ে উঠেছেন।
Dunki Movie: দর্শকদের কেন অপছন্দ হলো শাহরুখ-হিরানি জুটির ‘ডাঙ্কি’ ? জানুন আসল তথ্য
অনির্বাণ চক্রবর্তী: বাংলা সিনেমায় ভালো ভিলেন চরিত্র পাওয়া দুষ্কর, কিন্তু আমাদের একেন বাবু কিন্তু সেই সাধ মিটিয়ে দিলেন! ক্যারেক্টার টাও বেশ ভালো, আর অনির্বাণ বাবু চুটিয়ে অভিনয় করেছেন।
পরাণ বন্দ্যোপাধ্যায় ও বাকিরা: পরাণ বন্দ্যোপাধ্যায় এই বয়স্ক চরিত্রে এখন অভ্যস্ত হয়ে গেছেন, ভালই লেগেছে। মমতা শঙ্কর, সৌমিতৃষা, খরাজ মুখার্জী, অম্বরীশ, কাঞ্চন মল্লিক প্রত্যেকে নিজেদের ছোটখাটো রোল এ সাবলীল। সোহম অনেকদিন পর একটা ঠিকঠাক মুভি তে ঠিকঠাক রোল পেলেন, উনিও ভালো কাজ করেছেন।
গান: টাইটেল ট্র্যাক সারা সিনেমায় বারবার বাজে, বিজিএম হিসেবে কাজ করে, বেশ ভালো। ফিরে এসো আর হয়েছে বলে কি শোন গান দুটিও শ্রুতিমধুর।
মিশ্র প্রতিক্রিয়া:
হাস্যরস: কিছু কিছু হাসির দৃশ্য ও সংলাপ হাসতে বাধ্য করে, আবার কয়েকটা একটু মাত্রাতিরিক্ত চরা দাগের। সেটা হাসির থেকে বেশি বিরক্তি উদ্রেক করে।
Pradhan Bengali Movie Download Link
যা যা ভালো লাগেনি:
বাগবান হ্যাংওভার: এই যারা গ্রাম বা মফস্বলের বাড়ি ছেড়ে, পরিবার বা ছোটবেলার বন্ধুবান্ধব ছেড়ে বাইরে শহরে চাকরি করছে, তাদের ভিলেনিফাই করা আর কতদিন চলবে! খুব সহজ একটা সেন্টিমেন্টে সুড়সুড়ি দেওয়ার সুযোগ – সফল ছেলে বাবা মা কে পাত্তা দেয় না, ব্যাস দর্শক কেঁদে ভাসাও! ট্রেলারে দেখে থাকবেন, পরাণ বাবু এবং মমতা শঙ্কর একটি ফ্ল্যাটের ভেতর ছেলের সঙ্গে কথা কাটাকাটি করছেন, পুরো সিনটা খুব অতিরঞ্জিত। ছেলেটা হঠাৎ আসে, আবার গায়েব থাকে, আবার সিনেমার শেষে আবির্ভূত হয়। কোনো ক্যারেক্টার আর্ক নেই।
বড় হলিডে উইন্ডো, সপরিবারে দেখে ফেলুন, ভালই লাগবে আশা করছি। দেবের পুরনো ফ্যানবেস, যারা দেব কে দেব বানিয়েছে তাদের জন্য এই সিনেমায় রসদ রয়েছে। মেরি ক্রিসমাস!
আবেগ আর নস্টালজিয়ায় মিঠুনের অ্যাওয়ার্ড উইনিং পারফরম্যান্স
58 বছর বয়সে তৃতীয়বার বিয়ে করলেন অভিনেতা রণিত রায়, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়