হ্যাপি নিউ ইয়ার কবিতা 2024 – Happy New Year Bengali Poem – নতুন বছরের কবিতা

Bongconnection Original Published
5 Min Read

Happy New Year Bangla Kobita 2024

বাঙালি মাত্রেই কবিতা প্রেমী । যেকোন উৎসব অনুষ্ঠান হোক কিংবা নতুন বছর । সব
কিছুকে ঘিরেই বাঙালির কবিতার আনাগোনা । তাই নতুন বছরের প্রারম্ভেই আপনার জন্য
রইলো নতুন বছরের বেশ কিছু কবিতা

হ্যাপি নিউ ইয়ার কবিতা

Loading...
নতুন বছরের আগমন
ঐ আকাশে তারার ঝলক
সবার দেখতে লাগে ভালো ,
নতুন বছরের আগমনে
মোদের হৃদয় করবে আলো ।
মনটা সবার শান্ত হবে
হয়তো নতুন সময় দেখে ,
ভালো জানবো সবাইকে যেন
সেই মায়া ভরা চোখে ।
চলার পথে কত সে বাঁধা
কত ছিল আবার পাওয়া ,
হারানো সব বেদনা-রা চাই
একটু নতুন সুখের ছোঁয়া ।
কত প্রিয়লোক কত যে স্বজন
আমরা হারিয়েছি চলার ক্ষনে ,
নতুন-রা আবার এসেছে মোদের
আলো জ্বেলে সবার মনে ।
হারানো ব্যাথায় ভাঙ্গা এ হৃদয়
সামলাতে যেনও পারি ,
নতুন আলোতে নতুন বছরে
সুখ যেনো আসে ভরি ।

Happy New Year Bengali Poem

নতুন আলো
     আসছে এবার বড়দিন।
তাই তো মোদের খুশির দিন।।
    হইহই করে কাটাবো যে যীশুর জন্মদিন।
সান্টা এসে দেবে যে উপহার সব শিশুকে সেই দিন।।
  কেকের মজা নেবে যে সবাই মিলে,
আনন্দে কাটাবে যে সবাই হিল্লোল তুলে।
     মাতবে সবাই সকল দুঃখকে ভুলে।।
তারপরেতে আসবে যেনো নতুন বছর।
     সেই খুশিতে সবাই যে মাতোয়ারা।।
একত্রিশের রাত্রিবেলা বিদায় দেবো পুরাতন বছরকে।
     পয়লা তারিখে সবাই মাতবো চড়ুইভাতি তে।
তাইতো সবাই মিলে মাতো সবে,
    উৎসবের দিন গুলি যে এসেই গেছে।
সবাই মিলে বলি সবে,
   নতুন বছরে সব ভালো যে হবে।।
সব রোগ, ব্যথা, যন্ত্রণা মুক্তি পাবে।
   নিরোগ হয়ে সুখে-শান্তিতে বাঁচবো সবে।
নতুন বছরের নতুন সূর্য উঠবে যবে,
    সকল কালিমা দূর যে হবে।।
Also read,
Happy New Year Bangla Kobita

নতুন বছরের কবিতা ২০২৪

নিউ ইয়ার 
নতুন বছরে জাগিল প্রাণ নতুনের নিমন্ত্রণে;
নতুন সাজে সাজিল ধরণী নতুনের আগমনে।
আয়, সবে আয়- মিলিরে ভাই নতুনের মেলায় প্রাণে;
নব-আনন্দে নবান্নের দান, সোনা’রঙ ধানের ঘ্রাণে।
পুরাতনেরে ভুলিতে আজই সাজি নতুনের সাজে;
নতুন বছরে উদয় ধ্বনী বাতাসে-বাতাসে বাজে।
নতুন বছরের বারোটি মাস ছয় ঋতুর মনেতে বাস;
ঘুচাক অতীত দুঃখ-জ্বালা, মিটুক নতুন আলোর আশ।
বঙ্গে বঙ্গে- নব উৎসবে, প্রাণ ভরুক নব-কলরবে;
নবান্নের গান গাই নব প্রাণে-আয় ছুটে ভাই সবে।
নতুন বছরের নতুন আলো হাসুক অরুণের গগনে;
শেষ হোক নৈরাশ- আঁধার কালো, দীন-দৈণ‍্য হননে।
আয়, সবে আয় হাতে-হাত ধরে ছুটি নতুনের আহ্বানে;
নতুন বছরে জাগিল প্রাণ নতুনের নিমন্ত্রণে।।

নতুন বছরের শুভেচ্ছা কবিতা

বর্ষ যায় বর্ষ আসে
**************
প্রতি দিন শেষে বদল হয় দিন,
সাতদিনে বদল হয় সপ্তাহ
৩৬৫ দিন পরে পাল্টে যায় ক্যালেন্ডার
নতুন বছরের জন্য বাদ্য বাজিয়ে আবাহনে মত্ত হই,
আহারে কত যেন কষ্ট করে বর্ষ বিদায় দেয়া
কত উদগ্রীব হয়ে নতুন বছরের আগমন।
প্রতি বর্ষ শেষে গনকেরা ভবিষ্যৎ বানী করেন
আগামী সাল ফুলে ফুলে মোটা হবে কারো কারো পকেট,
কারো কারো ভাগ্য আঙ্গুল ফুলে কলাগাছ হবে
কারো কারো কপালে জুটবে রাজচক্র,
কেউ কেউ বক্রপথে জুটাবে খেতাব,
লাঠি আর পেশীর মেল বন্ধনে হবেন রাজাধিরাজ,
শাসনে ত্রাসনে সকলকে কোনঠাসা,
মুখে কুলুপ এঁটে নিরবে পথ পাড়ি দেবে কেউ কেউ,
গনকেরা আরো ভবিষ্যৎ দেখান কারো কারো
সেকেন্ড হোমে আলিশান প্রাসাদ উঠবে কারো
কালো কালো অর্থনীতির সুবাদে
বিদেশি ব্যাংকের লকার গুলো ভরে যাবে মনি মুক্তা মানিক্যে
বাড়ির সেলার গুলো লাল নীল পানীয়ে উদরপূর্তির আশ্বাস
আমাদের মেম্বররা পাজেরো হাকিয়ে রাজপথ উজালা করবেন,
আহা কেউ কেউ ট্রাকবহরে নতুন ১০ টা যোগ করবেন,
ভাগ্য গননার সঠিক হলে শিকে ছিড়বে দাস বাবুদের
আমরা সংখ্যা লঘু ভাগ্যের দোহায় টেনে যাব
ম্রিয়মান জীবন যাপন আর দারিদ্র জীবনসংগ্রামকে
পাথেয় করে বর্ষ গুলো বিমর্ষ চিত্তে পার করে দেব।
বর্ষ যায় বর্ষ আসে,
পরিসংখ্যানের ২০ শতাংশ ক্রমে ক্রমে ৭০ শতাংশে পৌছাবে,
কেবলি উন্নয়নের গান শুনে দিনাতিপাত করবো।
Also read,
Happy New Year 2024 Golpo
Loading...
Happy New Year 2024 Bengali SMS, Wishes & Status

Share This Article