Dunki Movie: হিরানীর মুভিতে শাহরুখ কেন নতুন ক্যারেক্টারে হাজির হতে পারলেন না?
তবে কি তার সব বৈচিত্র্যময়তা শেষ?
মনে আছে ? মুন্না ভাই চরিত্রটির কথা! এই চরিত্রটি করার আগে সঞ্জয় দত্তকে কখনোই এমন চরিত্রে দেখা যায়নি। চরিত্রটিও ছিলো তার বয়সের সাথে মানানসই। তাইতো সঞ্জয়কে একেবারে নতুন রূপে এই চরিত্রে হাজির হতে দেখা গিয়েছিলো!
Dunki Flop Or Hit ?
রাঞ্চো চরিত্রটি করার সময় আমিরের বয়স ৪৩+ ছিলো, একজন কলেজ-স্টুডেন্ট চরিত্রের জন্য প্রথমত তিনি রাজিই হন নি। পরে হিরানী যখন তাকে কনভিন্সড করেন, তখন আমির রাঞ্চো চরিত্রের জন্য ওয়েট কমানো থেকে শুরু করে একজন স্টুডেন্ট চরিত্রের সকল হালচাল রত্ত করেছিলেন! মানে নিজেকে ভেঙেচুড়ে সেই রাঞ্চো হিসেবে হাজির হয়েছিলেন। তারপর এটার ইতিহাস সবার জানা।
পিকে! রাঞ্চোর মত বৈচিত্র্যময় ক্যারেক্টার করার পরেও আমিরের বৈচিত্র্যময় ক্যারিয়ারে পিকে মুভির আগে তিনি কখনোই পিকে চরিত্রের মত ক্যারেক্টার করেন নি! তাইতো পিকে চরিত্রের জন্য ১০০০+ পান খাওয়া/ ভোজপুরি ভাষায় কথা বলা/ চোখের পলক না ফেলা–এগুলো কিন্তু পিকে চরিত্রের জন্য আমিরের আইডিয়া ছিলো। এতেই বুঝা যায় চরিত্রটি নিয়ে তিনি কতটা ডেডিকেটেড ছিলেন। তাইতো হিরানীর সাথে দ্বিতীয়বার এসেও একেবারে ভিন্ন চালচলনের আমিরকে দেখা গিয়েছিলো! রাঞ্চোর মতো পিকে চরিত্রটিও আইকনিক!
এবার আসি সাঞ্জু চরিত্রে। এই মুভির আগে রনবীর কাপুরকে এতো এতো ভিন্ন ভিন্ন গেট-আপে কখনোই দেখা যায় নি। আর সে গেট-আপগুলোর জন্য রনবীর কাপুরের ডেডিকেশন ছিলো একেবারে অন্য লেভেলের! ফলাফল হিরানী মুন্না ভাই, রাঞ্চো, পিকের মতন রনবীরকেও আইকনিক ভাবে দেখালেন।
আরো পড়ুন,
The Freelancer Part 2 Review, Story:নীরজ পাণ্ডের বছরের শ্রেষ্ঠ রুদ্ধশ্বাস থ্রিলার!
তো এখানে খেয়াল করে দেখুন হিরানীর সাথে প্রত্যেকটি অভিনেতাই তাদের ক্যারিয়ারের সবচেয়ে ভিন্ন ভাবে নিজেকে হাজির করেছিলেন। তাইতো প্রত্যেকেই তাদের ক্যারিয়ার বেস্ট পারফরম্যান্স ডেলিভার করতে পেরেছিলেন!
অথচ ডাংকি মুভিতে হার্ডি চরিত্রটি শাহরুখ আগেই করে ফেলেছিলেন। তার জিরো মুভির বাউয়া সিং চরিত্রের সাথে হার্ডির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। পার্থক্য শুধু ছিলো হাইটে। তাছাড়া দুটি চরিত্রের মাঝে তেমন পার্থক্য নেই।
তাহলে শাহরুখ কেন হিরানীর সাথে নতুন চরিত্র উপহার দিতে পারলেন না?
Dunki Flop Or Hit Review
এখানে অবশ্য সবার আগে পরিচালকের দিকে প্রশ্ন ছুঁড়ে যায়। কিন্তু ডাংকির গল্পটি হিরানীর অন্য সব মুভির মতই ইউনিক!
মুন্নাভাই সিরিজে জেমি শের্গিল যেমন ম্যাজিক ক্রিয়েট করেছেন, সেরকম ম্যাজিক ভিকি কৌশলও ক্রিয়েট করেছেন।
এমন না হার্ডি চরিত্রে শাহরুখ খারাপ অভিনয় করেছেন। তিনি অন্য সব মুভির মত ভালো অভিনয় করেছেন। কিন্তু আলাদা কোনো ম্যাজিক ক্রিয়েট করতে পারেন নি। এখানে শাহরুখের গেট-আপেও অনেক কমতি ছিলো। মুখে এতো কড়া মেক-আপ সত্বেও তার বয়সের ছাপ ঢাকতে পারেনি। এবং বয়স্ক চরিত্রের গেট-আপও খুব একটা আকর্ষণীয় নয়।
মানে হার্ডি চরিত্রে না ছিলো জাদু কি ঝাপ্পি, না ছিলো রাঞ্চোর বুদ্ধিমত্তা, না ছিলো পিকের মত আলাদা ভাবনা, আলাদা চলন, বা না ছিলো রনবীর কাপুরের মতন পর্দায় সঞ্জয় দত্ত হয়ে উঠার আলাদা ডেডিকেশন। তাইতো হার্ডি চরিত্রে শাহরুখ স্পেশাল কোনো ম্যাজিকই ক্রিয়েট করতে পারেন নি।
তাইতো ডাংকি মুভিটি অন্য সব মুভির মত বেশ ভালো মুভি। কিন্তু আলাদা লেভেলের মুভি নয়।
আমি বলবো হার্ডি চরিত্রে শাহরুখ খান ব্যর্থ! এর থেকে এই চরিত্রে রনবীর কাপুরই যদি অভিনয় করতো, তাহলে আরেকটি কালজয়ী মুভি উপহার পাওয়া যেত!
আরো পড়ুন,
Yash Toxic Movie: অবাক করা 10 টি আপডেট টক্সিক সিনেমার, নতুন চমক নিয়ে পর্দায় আসছে রকি ভাই ‘ ইয়াশ ‘
Anushka Sharma Pregnancy: প্রকাশ্যে এলো অনুষ্কা শর্মার প্রেগন্যান্সি ভিডিও, শুভেচ্ছার ঝড় ভক্তদের