200MP ক্যামেরা নিয়ে জানুয়ারির 4 তারিখে লঞ্চ হবে Redmi Note 13 Pro, জেনে নিন দাম ও ফিচারস

Mrinal Roy
3 Min Read

ক্রিসমাস এর বাজারে আবার নতুন অনাউজমেন্ট Xiaomi এর । আগামী 4 জানুয়ারি 2024 Redmi Note 13 Pro লঞ্চ হবে। জানা গেছে চিনে লঞ্চ হয়ে গিয়েছে এই ফোনটি এর পরেই ভারতে লঞ্চ হবে বলে জানিয়েছে কোম্পানি। এই সিরিজের ফোনটি দুটি অপশনে থাকবে। চলুন এর বাকি বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক।

Redmi Note 13 Pro Price & Full Details


ফোনটিতে একটি 6.67-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে যা 1080×2400 পিক্সেলের রেজোলিউশন দেওয়া থাকবে৷ Redmi Note 13 Pro 16GB RAM এর সাথে আসে৷ Redmi Note 13 Pro Android 13 চালায় এবং এটি একটি 5100mAh ব্যাটারির সাথে 67W টার্বো চার্জিং সমর্থন থাকবে। এই নতুন ফোনটি 17,399 টাকায় পাওয়া যাবে ভারতে।

Redmi Note 13 Pro 5G Launch Date

ক্যামেরাগুলির, এই ফোনটিতে পিছনে একটি 200-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সেলফির জন্য এটিতে একটি 16-মেগাপিক্সেল সেন্সর দেখা যাবে। Redmi Note 13 Pro চলবে MIUI 13 Android 13 এর উপর ভিত্তি করে এবং 512GB ইনবিল্ট স্টোরেজ প্যাকের সাথে। Redmi Note 13 Pro হল একটি ডুয়াল-সিম থাকবে যা ন্যানো-সিমমোবাইল গ্রহণ করে এবং এটি কালো, নীল, সিলভার এবং সাদা রঙে লঞ্চ করা হবে। Redmi Note 13 Pro-এর কানেক্টিভিটির মধ্যে রয়েছে Wi-Fi, GPS, Bluetooth v5.20, NFC, USB Type-C, 3G, এবং 4G সাপোর্টে থাকবে। ফোনের সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

iQOO 12 Vs OnePlus 12: কোন ফোনটি আপনার জন্য সেরা ? কেনার আগে জানুন ক্যামেরা, ব্যাটারি সহ সমস্ত ফিচারস

Redmi Note 13 Pro Specifications

Performance
Qualcomm Snapdragon 7S Gen 2
Octa core (2.4 GHz, Quad Core + 1.95 GHz, Quad
core)
RAM
8 GB RAM
Display –
6.67 inches (16.94 cm); OLED
1220×2712 px (446 PPI)
120 Hz Refresh Rate
Rear Camera
200 MP Wide Angle Primary Camera
8 MP Ultra-Wide Angle Camera
2 MP Macro Camera
4k @30fps Video Recording
Front Camera
16 MP Wide Angle Lens
Full HD @30 fps Video Recording
Battery
5100 mAh
67W Fast Charging; USB Type-C port
General
SIM1: Nano, SIM2: Nano
5G Supported in India
128 GB internal storage, Non Expandable
Dust Resistant, Water Resistant

আরো পড়ুন,

Top 5 Tech Gifts For Christmas: বড়দিন উপলক্ষ্যে প্রিয়জনকে দিন এই সেরা 5 টি টেক গিফট!

Xiaomi Mix Fold 3: ফোল্ডিং ফোনের দুনিয়াতে ঝড় আনতে চলেছে শাওমির এই ফোন, দেখুন ফিচারস

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.