বছর শেষ হতে চলেছে কিন্তু এই বছরের শেষে আবারও Realme জানালো তারা নতুন V সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। এই নতুন ফোনটি অনেক কম দামে বাজারে আসবে। Realme এর নতুন ফোনটির নাম Realme V50 আর এই ফোনটি আগামী বছরের শুরুতেই অর্থাৎ January 2024 এই পাওয়া যাবে। আশা করা যায় ফোনটি খুব সস্তার মধ্যে ভালো হবে যা ক্রেতাদের সন্তুষ্টি করতে পারে। যাই হোক ফোনটি বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।
Realme V50 Price & Launch Date
Realme এর এই নতুন V50 ফোনটি দুটি কালার অপশনে থাকবে ব্ল্যাক ও গোল্ড এই দুটি কালারে। মোবাইলের ব্যাক সাইডে প্লাস্টিক ফ্রেমে মধ্যে ও সামনে গ্লাস থাকবে। স্ক্রীন সাইজ 6.6 ইঞ্চ এবং প্রসেসর Media Tek Dimensity 910 5G এর সাপোর্টে এবং octa core চিপসেট থাকবে। ফোনটি 6GB ও 8 GB RAM এর সঙ্গে 128GB ও 256GB এই দুই রকম অপশনে আসবে সঙ্গে OS অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্টও থাকতে পারে। Realme V50 ফোনটিতে একটি 5000mAh বিশাল ব্যাটারি ব্যাকআপ এর সাথে ফাস্ট চার্জিং এর সাথে আসবেন। ফোনটির পেছনের ক্যামেরা হবে 32MP + 8MP এবং সামনে 12MP এর একটি সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। আরো জানা গেছে এই ফোনটি 290ppi পর্যন্ত পিক্সেল ডেনসিটি থাকবে আর 720 × 1600 pixels রেজোলিউশন এর ফোনটি হবে। এখনো পর্যন্ত এর ফোনটির দাম ঘোষণা করেনি তবে আশা করা হচ্ছে 13,999 টাকা থেকে এই নতুন ফোনটির দাম শুরু হতে পারে।
বাজারে রাজত্ব করতে 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হবে এই ফোন, আতঙ্কে Apple
Realme V50 Specifications
General –
Colours Black, Gold
Sim Dual SIM (Nano-SIM, dual stand-by)
Design –
Body Material Glass front, plastic frame, plastic back
Thickness 8.1 mm
Weight 182 g (6.56 oz)
Display –
Display Protection Corning Gorilla Glass
Pixel Density 290 ppi
Screen resolution 720 x 1600 pixels
Screen size 6.6 inches
Performance –
Chipset MediaTek Dimensity 910 5G
CPU Octa-core (2×2.4 GHz Cortex-A76 & 6×2.0 GHz
Cortex-A55)
RAM 6GB / 8GB
Storage –
Card Slot microSDXC
Internal Storage 128GB / 256GB
Camera –
Front Camera 12 MP (wide)
Primary camera 32 MP, (wide), AF 8 MP, f/2.8, (depth)
Video Recording 1080p@30fps
Battery –
Type 5000 mAh; USB Type-C
More features –
Fingerprint Sensor Yes, (side-mounted)
Quick Charging Fast charging
সবচেয়ে কম দামে, ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে লঞ্চ হচ্ছে Apple কোম্পানির এই ফোনটি