মাত্র 10000 টাকায় মিলছে আইফোনের মতো স্মার্টফোন Realme C53, চমকে যাবেন ক্যামেরা ও স্পেসিফিকেশন জেনে

Mrinal Roy
2 Min Read

বর্তমানে ভারতে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের স্মার্টফোন রয়েছে।এখন মোবাইল কোম্পানিগুলি কম দামে অনেক ফিচার যুক্ত স্মার্টফোন লঞ্চ করে চলেছে। গ্রাহকদের মধ্যে আধুনিক ক্যামেরা যুক্ত স্মার্টফোনের চাহিদা খুবই বেশি। এই কথা মাথায় রেখে Realme একটি C সিরিজের Realme C53 লঞ্চ করেছে। এই ফোনটি এবছরই 2023 june মাসে বাজারে রিলিজ হয়েছে। এক বিশাল ব্যাটারি ব্যাকআপ এর সাথে দুটি কালার অপশনে গোল্ড ও ব্ল্যাক এ থাকবে। চলুন জেনে নেওয়া যাক এর ফিচার ও স্পেসিফিকেশন।

Realme C53 Price & Full Details


ভারতে Realme C53 ফোনের দাম 10,999 টাকা। এই ফোনটি অল্প দামের মধ্যে পাবেন 5,000mAh ব্যাটারি সাথে 18W ফাস্ট চার্জিং সেই সঙ্গে 108MP প্রাইমারি ক্যামেরা। এই Realme C53 কোম্পানি দুটি ভ্যারিয়েন্ট মডেল লঞ্চ করেছে। এর 8GB + 128GB দাম রাখা হয়েছে 10,999 টাকা এবং এর 6GB + 128GB দাম রাখা হয়েছে 9,999 টাকা। C53 ফোনে একটি 6.78 ইঞ্চির 90Hz ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন-টু-বডি রেশিও 90.3%। এই ফোনে 560 নিটস পিক ব্রাইটনেস রয়েছে ও একটি অক্টা-কোর চিপসেট এর সাথে। ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে একটি 108 মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা দিয়ে তৈরি। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Realme C53 ফোনে একটি 8 মেগাপিক্সেলের AI সেলফি ক্যামেরা রয়েছে।

Lava Yuva 3 Pro: 8999 টাকায় 50MP ক্যামেরা নিয়ে বাজার কাপতে লঞ্চ হলো লাভার এই ফোন, দেখুন স্পেসিফিকেশন

Realme C53 Specification


Android v13
Performance : Octa core (1.8 GHz, Dual Core + 1.8 GHz,
Hexa Core)
Prosessor : Unisoc T612
RAM : 6 GB RAM
Display : 6.74 inches (17.12 cm); IPS LCD
720×1600 px (260 PPI)
90 Hz Refresh Rate
Rear Camera : 108 MP Wide Angle Primary Camera
Full HD @30fps Video Recording
Front Camera : 8 MP Wide Angle Lens
Battery : 5000 mAh
18W Quick Charging; USB Type-C port
General –
SIM1: Nano, SIM2: Nano
5G Not Supported in India
64 GB internal storage, expandable upto 2 TB

Motorola Edge Plus 2023: বেস্ট কার্ভড ডিসপ্লে, বড় ব্যাটারি ও ফ্ল্যাগশিপ প্রসেসর নিয়ে লঞ্চ হলো এই ফোনটি, জানুন দাম ও Launch Date

iPhone SE 4 Design, Released Date: সবচেয়ে কম দামে, ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে লঞ্চ হচ্ছে Apple কোম্পানির এই ফোনটি

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.