Animal 17th Day Box Office collection
দেশজুড়ে যেন অ্যানিমাল নিয়ে উৎসব চলছে । হলিডে ছাড়াও ছবি রিলিজ করে যে বক্স অফিসে যে এমন তাণ্ডব করা যায় তা যেন প্রমাণ করে দিলেন পরিচালক Sandeep Reddy Vanga ।
যদিও এই ছবির সঙ্গে ক্ল্যাশ করে ভিকি কৌশলের ‘Sam Bahadur ‘ ও মুক্তি পেয়েছে ।
কিন্তু তাতে যে ছিটেফোটাও প্রভাব পড়েনি অ্যানিমাল এর বক্স অফিস কলকেশনে তা জলের মতো পরিষ্কার ।
প্রথম দিনেই রেকর্ড ওপেনিং করে ভেঙে দিয়েছে বহু পুরনো বড় স্টারদের ওপেনিং ডে কালেকশন রেকর্ড ।
Animal Box Office Collection Day 17 Worldwide
শাহরুখ খানের ছবি পাঠানের রেকর্ড ভেঙে দিয়ে 61 কোটি টাকার ব্লকবাস্টার শুরু করেছিলো রণবীর কাপুরের (Ranbir Kapoor) অ্যানিমাল।
তারপর যেন সেই রেকর্ড মেইনটেইন করেই চলেছে । দ্বিতীয়, তৃতীয় দিনেও বক্স অফিসে সমানভাবে তাণ্ডব ।
তো, চলুন দেখে নেওয়া যাক, Animal ছবির বক্স অফিস কলকেশন।
Day 1 [1st Friday] | ₹ 63.8 Cr |
Day 2 | ₹ 66.27 Cr |
Day 3 | ₹ 71.46 Cr |
Day 4 [1st Monday] | ₹ 20.14 Cr**(Mid dayReport) |
Day 5 | ₹ 37.47 Cr |
Day 6 | ₹ 30.39 Cr |
Day 7 | ₹ 24.23 Cr |
Day 8 | ₹ 23.34 Cr |
Day 9 | ₹ 16.00 Cr |
Day 10 | ₹ 27.00 Cr |
Day | ₹ 20.00 Cr |
Day 12 | ₹ 13.32 Cr |
Day 13 | ₹ 10 Cr |
Day 14 | ₹ 7.5 Cr |
Day 15 | ₹ 8.5 Cr |
Day 16 | ₹ 12.2 Cr |
Day 17 | ₹ 6.2 Cr** |
Total | ₹ 504 Cr** |
Animal Box Office Collection Worldwide
₹760 Crore. ** (17th Day Mid day Report)
- Ranbir Kapoor
- Bobby Deol
- Tripti Dimri
- Rashmika Mandanna
- Anil Kapoor
- Shakti Kapoor
- Leon Ung
আরো পড়ুন,
Animal Review: পারিবারিক যুদ্ধে রণবীরের রক্তাক্ত ‘ অ্যানিমাল’ কি পারবে ব্লকবাস্টার হতে?
Sam Bahadur Review: অ্যানিমালের দাপটেও দর্শকমহলে প্রশংসিত ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর’