Motorola Edge Plus 2023: বেস্ট কার্ভড ডিসপ্লে, বড় ব্যাটারি ও ফ্ল্যাগশিপ প্রসেসর নিয়ে লঞ্চ হলো এই ফোনটি, জানুন দাম ও Launch Date

Mrinal Roy
3 Min Read

Motorola নতুন নতুন অনেক বাজেটের স্মার্টফোন লঞ্চ করছে তবে এই Motorola Edge Plus নতুন ফোনটি দারুন ফিচার ও স্পেসিফিকেশনে আছে। এই ফোনটি অন্যান্য ফোনের তুলনায় অনেকটা হালকা যা সহজেই হাতে ক্যারি করা যেতে পারে। এই ফোনটি যদিও দুবছর আগে লঞ্চ হয়েছে তাও নতুন অনেক দামি ফোনের সাথে টক্কর দিচ্ছে। ফোনটি একটি কালার অপশন গ্রে রং এ 5G সাপোর্টে আছে।

Motorola Edge Plus 2023 Price & Full Details

Loading...


ফোনের ক্যামেরা আপনাকে দুর্দান্ত ছবি তুলতে সাহায্য করে কারণ এটির পিছনে 108 MP + 16 MP + 8 MP ক্যামেরা রয়েছে। সামনে একটি 25MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে যাতে আপনি কিছু আশ্চর্যজনক সেলফি তুলতে এবং ভিডিও কল করতে পারেন। এতে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1080 x 2340 পিক্সেল।মোবাইলটি 49,999 টাকার পাওয়া যাচ্ছে বাজারে আকর্ষণীয় বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশনে।
এছাড়াও, মোবাইলটি Android v10 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে 5000 mAh ব্যাটারি রয়েছে যা আপনাকে সিনেমা দেখা, গেম খেলতে আরও অনেক কিছু করতে দেখেতে সাহায্য করে তাও আবার 1বার চার্জেই। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8125 এর সাথে আছে, 8GB RAM এবং 256 GB স্টোরেজ আছে। গরিলা গ্লাস 5 প্রটেকশন সহ 90Hz রিফ্রেস রেটের থাকছে।

Motorola Edge Plus Specification

  • Android v10
  • Performance : Octa core (2.84 GHz, Single Core + 2.42 GHz, Tri core + 1.8 GHz, Quad core)
  • Prosessor : Qualcomm Snapdragon 865
  • RAM : 12 GB RAM
  • ROM : 256GB
  • Display : 6.7 inches (17.02 cm); OLED
  • 1080×2340 px (385 PPI)
  • 90 Hz Refresh Rate
  • Rear Camera : 108 MP Primary Camera
  • 16 MP Ultra-Wide Angle Camera
  • 8 MP Telephoto (upto 10x Digital Zoom,
  • upto 3x Optical Zoom)
  • 6k @30fps Video Recording
  • Front Camera : 25 MP
  • Full HD @30 fps Video Recording
  • Battery : 5000 mAh
  • 18W Turbo Power Charging; USB Type-C port
  • General –
  • SIM1: Nano
  • 5G Supported in India
  • 256 GB internal storage, Non Expandable
  • Water Resistant

Motorola Edge Plus 2023 Release Date

December 15, 2023

Motorola Edge Plus 2023 Key Specs

PerformanceOcta core (3.2 GHz, Single Core + 2.8 GHz, Quad core + 2 GHz, Tri core)Snapdragon 8 Gen 28 GB RAMDisplay6.67 inches (16.94 cm)395 PPI, P-OLED165 Hz Refresh RateCamera50 MP + 50 MP + 12 MP Triple Primary CamerasDual LED Flash60 MP Front CameraBattery5100 mAhTurbo Power ChargingUSB Type-C Port

আরো পড়ুন,

iPhone SE 4 Design, Released Date: সবচেয়ে কম দামে, ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে লঞ্চ হচ্ছে Apple কোম্পানির এই ফোনটি

Samsung S24 Ultra Released Date: বাজারে রাজত্ব করতে 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হবে এই ফোন, আতঙ্কে Apple

Share This Article