কয়েক মাস আগেই শাহরুখ খানের জওয়ান ‘Jawan’ ছবিটি সারা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছিলো। বলিউড বাদশা র অভিনয় দেখেছিলো বাংলাদেশে থাকা তার অসংখ্য ভক্তরা । ছবি রিলিজের দিন থেকেই জওয়ান বেশ ভালো ব্যাবসা করে বাংলাদেশ বক্স অফিসেও । ভারতের সঙ্গে একই দিনে ছবি রিলিজের ফলে পাইরেটেড ভাবে সিনেমা দেখার যে প্রবনতা অনেকের মধ্যে থাকে, সেটাও কমেছিল ।
বাংলাদেশের দর্শকদের বরাবর এক অভিযোগ থাকে, আর সেটা হলো বলিউড সিনেমা দেখতে অনেক ঝামেলা সহ্য করতে হয় । একেতো বেশিরভাগ সিনেমা বাংলাদেশে মুক্তি পাওয়া, তার ওপর নানা রকম নিয়ম কানুন রয়েছে। অগত্যা, ইন্টারনেটে পাইরেটেড সাইটের ওপর অনেকেই নতুন ছবি দেখে নেয় ।
বাংলাদেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স থিয়েটারে এমনিতেই টিকিটের অনেক বেশি দাম । আর হিন্দি সিনেমার ক্ষেত্রে সেই দাম 300 ছুঁই ছুঁই বা তারও বেশি হয়ে পড়ে ।
Dunki Bangladesh Release Date
চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরের 21 তারিখ ভারতের সঙ্গে বিশ্বজুড়ে (Worldwide) মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের নতুন ছবি ‘ ডাঙ্কি’ । বাংলাদেশের হল মালিকেরা চাইছেন এদেশেও ভারতের সঙ্গে একইদিনে রিলিজ হোক এই সিনেমা । কিছুদিন আগেই বাংলাদেশের তথ্য ও সম্প্রচার বিভাগে এই ছবির রিলিজের জন্য জমা করা হয়েছে ।
যদি এই মন্ত্রক থেকে রিলিজের জন্য ছাড়পত্র দেওয়া হয়, তবে বাংলাদেশ চলচিত্র সেন্সর বোর্ডে তা পাঠানো হবে।
ইতিমধ্যেই ভারতীয় সেন্সর বোর্ড থেকে এই সিনেমা রিলিজের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে।
পাঠান ও জওয়ানের দুর্দান্ত সাফল্যের পর বলিউডের বহু প্রতিক্ষিত ছবি হলো ‘ ডাঙ্কি ‘ । রাজকুমার হিরানির পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন, ভিকি কৌশল, তাপসী পান্নু, বোমান ইরানি, অনিল গ্রোভার এর মতো বড় তারকারা ।
Will Dunki Release In Bangladesh?
সম্প্রতি, রণবীর কাপুর অভিনীত ছবি ‘ অ্যানিমাল ‘ 8 ই ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছে । প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে ইতিমধ্যেই এই ছবিটি দারুন ব্যাবসা করেছে ।
দেশের বিভিন্ন প্রান্তের হল মালিকেরা জানিয়েছেন, Dunki খুবই বড় বাজেটের একটি ছবি । তাছাড়া, বাংলাদেশে শাহরুখ খানের লক্ষ লক্ষ গুণমুগ্ধ ভক্ত রয়েছে, Global Release এর সঙ্গে বাংলাদেশে মুক্তি পেলে ছবির ব্যাবসা দারুন হবে ।
Dunki Vs Salaar: Advance Booking কোন ছবির বেশি ? ‘ডাঙ্কি’ আর ‘সালারের’ ক্ল্যাশে কে এগিয়ে, জানুন
অবাক করা 10 টি আপডেট টক্সিক সিনেমার, নতুন চমক নিয়ে পর্দায় আসছে রকি ভাই ‘ ইয়াশ ‘
দর্শকদের তুমুল প্রত্যশা পূরণে কি সফল হবে শাহরুখ – রাজকুমার হিরানি জুটি ? যদিও হিরানির সব ছবি এখনো অব্দি বক্স অফিসে সফল । কিন্তু এই ছবির সঙ্গে বড়দিনের ছুটিতে ক্ল্যাশ করতে চলেছে দক্ষিণী পরিচালক প্রশান্ত নিলের ‘ সালার ‘। আর এই ছবিতে অভিনয় করেছে বাহুবলী স্টার প্রভাষ ।
এখন দেখার, ‘ ডাঙ্কি ‘ আর ‘ সালার ‘ এর যুদ্ধে কে জয়ী হয় ?
নীরজ পাণ্ডের বছরের শ্রেষ্ঠ রুদ্ধশ্বাস থ্রিলার!
বাংলাদেশে ‘তুফান’ নিয়ে আসছে শাকিব – রায়হান জুটি, জানুন বিস্তারিত