Dunki Vs Salaar: Advance Booking কোন ছবির বেশি ? ‘ডাঙ্কি’ আর ‘সালারের’ ক্ল্যাশে কে এগিয়ে, জানুন

Priyankush Maity
4 Min Read

প্রথম প্রশ্ন, এটাই কি বছরের সবচেয়ে বড় ক্ল্যাশ?

  • ইয়েসস..অন্তত স্টারডম, রিলিজ আর ইন্ডাস্ট্রি বিচারে!

পরের প্রশ্নটাই সবচেয়ে সহজ!
কোনটা এগিয়ে?

  • টিকেটের সংখ্যা আর মূল্যে ভারতে প্রায় সমান, ওভারসিজে ‘ডাঙ্কি’!

তবে শেষ প্রশ্নটাই সবচেয়ে গোলমেলে তবে প্রেডিক্টেবল!
কোনটা হিট/ফ্লপ/সুপারহিট বা ব্লকবাস্টার হবে!

  • লিখে রাখতে পারেন কোনটাই ব্লকবাস্টার হবে না, ‘ডাঙ্কি’ সুপারহিট হবে আর ‘সালার’ সেমিহিট হবে!

প্রশ্ন আসবে, যুক্তি কি?
এটা যুক্তি না, এখন পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষনে আন্দাজ।

Dunki Vs Salaar Advance Booking

** ‘ডাঙ্কি’র বাজেট ৮৫ কোটি রুপি মাত্র (শাহরুখ ও রাজু হিরানির পারিশ্রমিক আর পাবলিসিটি ব্যয় বাদে), বিশ্বাস না হলেও এটাই সত্য এটি শাহরুখের গত ৬-৭ টা সিনেমার মধ্যে সবচেয়ে কম বাজেটের সিনেমা। এর শুট হয়েছে ৭৫ দিন, যেখানে শাহরুখ ছিল ৬০ দিন। লোকেশন, একশন ও কাস্টিং প্রডাকশন মিলে হিরানি খুব নিরাপদে হেঁটেছেন, বাড়তি খরচ হতেই দেন নি। যেখানে ‘জাওয়ান’ ছিল ৩০০ কোটি আর ‘পাঠান’ ছিল ২২৫ কোটি রুপির সিনেমা। ‘জাওয়ান’, ‘পাঠান’ হিট থেকে ব্লকবাস্টার করতে ৭০০-১১০০ কোটির মতই ব্যবসা করতে হতো, তা করেছেও। কিন্তু ‘ডাঙ্কি’র ক্ষেত্রে সেই চাপ একেবারেই নেই কেননা ৫০০ কোটি হলেই এটা ব্লকবাস্টার হয়ে যাবে। তারপরও ‘সালার’ একইসময় আসছে বিধায় সেফলি ধরলেও ৫শ কোটির আশপাশে বিজনেস করবে, বেশি হতেই পারে। বলে রাখি, ‘জিও স্টুডিওস’ র কাছে টিভি আর ওটিটি রাইট অলরেডি বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশিতে। তাই ফ্লপ হবার কোন চান্স নেই।

আরো পড়ুন, The Freelancer Part 2 Review, Story:নীরজ পাণ্ডের বছরের শ্রেষ্ঠ রুদ্ধশ্বাস থ্রিলার!

*** ‘সালার’ বাজেট ৪০০ কোটি রুপি, যেখানে প্রভাস একাই নিচ্ছে ১০০ কোটি, ‘মালায়লাম’ বেল্টে দারুন টিকেট বিক্রি হলেও পৃথ্বিরাজ ৫ কোটি রুপির বেশি নেয় নি। সিনেমার ৩০ মিনিট পর প্রভাসের এন্ট্রি হলেও ফ্রেন্ডশিপের গল্প থাকায় প্রভাসের ইমপ্যাক্ট থাকবে বেশ ভালোই তবে ‘কেজিএফ’ এর সাথে লিংক না থাকার সম্ভাবনা বেশি। ‘সালার’ হিন্দি বেল্টে খুব একটা সুবিধা করতে পারবে না তা এখনই বোঝা যাচ্ছে। খুব একটা প্রচারণাও করে নি টিম। এবার বাজেট বিচারে হিট হতেও আয় করতে হবে নিচে ৬০০-৭০০ কোটি রুপি, যা ওভারসিজে একটু টাফ হয়ে গেলো। দেশে সাউথ বেল্টে ভাল করলেও এডভান্স বুকিংয়ে অতটা হাইপ নেই যেটা ‘কেজিএফ’এর সময় ছিল।

Dunki Vs Salaar Who Will Win

Loading...

ভক্তদের প্রত্যাশার জায়গা থেকে জেনে রাখা ভাল, ‘ডাঙ্কি’ রাজু হিরানির বাকি সিনেমার মত শুধু লাভ, ক্রাই, ড্রামা ফরম্যাটে হবে না। এখানে এক্সট্রা ইমোশন ও একশন থাকতে যাচ্ছে আগের যেকোন হিরানি মুভির থেকে বেশি। ওভারসিজ সেন্সরে সিনেমাটি ‘স্ট্যান্ডিং অভেশন’ পেয়েছে এবং রিভিউতে জানা গেছে পাঞ্জাবি শিখ ও NRI দের একটা বড় অংশের সিনেমাটি কয়েকবার দেখতে হতে পারে। শাহরুখ থাকায় হিরানি এক্সট্রা হিরোইজম রেখেছেন, ভাষা ও ‘হার্ডি’র বয়সের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও। শাহরুখ সবচেয়ে কম সময়, কম প্রচারণা ও কম বাজেট দিয়েছে এই সিনেমার জন্য এবং সেটা বুঝে শুনেই। কারন এটা ট্রেলার বা গান দেখে না, ওয়ার্ড অফ মাউথ ও রিয়েকশন দেখেই দর্শক টানবে। আর হিরানির মতে, সিনেমার ট্রেলারে খুব অল্পই দেখানো হয়েছে।

অবাক করা 10 টি আপডেট টক্সিক সিনেমার, নতুন চমক নিয়ে পর্দায় আসছে রকি ভাই ‘ ইয়াশ ‘

দেব, সৌমিতৃষার রোমান্স শুরু ‘হয়েছে কি বলি শোন’ গান দিয়ে!

Share This Article