Honor india তে ফিরে এলো তাও আবার নতুন একটি স্মার্টফোন নিয়ে। Honor, যেটি কয়েক বছর আগে Huawei ত্যাগ করেছিল সেই Huawei আবার নিয়ে এলো দারুন ফিচার ও স্পেসিফিকেশনের সাথে Honor X8B যা বাজেটের মধ্যে একটি ভালো ফোন হতে চলেছে। Honor 90 ফোনটি এই বছর সেপ্টেম্বরে লঞ্চের মাধ্যমে বাজারে Honor এর কামব্যাক হলো। জানা গেছে খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে Honor X8B।
Honor X8b Price & Full Details
এই নতুন X8B ফোনটিতে WLAN এবং ব্লুটুথ সংযোগ থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে মিডনাইট ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার আর গ্ল্যামারাস গ্রীন কালারে পাওয়া যাবে। X8B-তে একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যা একটি Full HD+ রেজোলিউশন এবং 90 Hz রিফ্রেশ রেট অফার করে। ফোনটি Snapdragon 680 প্রসেসরের সাথে আসবে।
Honor X8b Display
ফটোগ্রাফির জন্য, X8B এর পিছনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে একটি 108MP প্রাথমিক ক্যামেরা, একটি 5MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে৷ সামনে, এটিতে একটি 50MP ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোন মডেলটি 35W ফাস্ট চার্জিং সহ একটি 4,500 mAh ব্যাটারি সহ প্যাক করা হয়েছে। মোবাইলটি পাওয়া যাবে 8GB RAM + 128GB Storage, 8GB RAM + 256GB Storage এবং 8GB RAM + 512GB Storage এর সাথে। এই ফোনটির দাম এখনো ঘোষণা করেনি Honor।
মাত্র 10000 টাকায় মিলছে আইফোনের মতো স্মার্টফোন Realme C53, চমকে যাবেন ক্যামেরা ও স্পেসিফিকেশন জেনে
Honor X8b Specification
Chipset : Qualcomm Snapdragon
CPU : Octa-core
RAM : 8GB
ROM : 256GB
Display Type : AMOLED
Screen Size : 6.78 inches
Resolution : 1240 x 2772 pixels,
Rear Camera : 108MP + 5MP + 2MP
Video : 4K@30fps, 1080p@30fps
Selfie Camera : 16 MP
Video : 1080p@30fps
Battery : Li-Po 5800 mAh, USB Type-C
General –
Technology : GSM / HSPA / LTE / 5G
Sim : Dual SIM (Nano-SIM, dual stand-by)
OS : Android 13
সবচেয়ে কম দামে, ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে লঞ্চ হচ্ছে Apple কোম্পানির এই ফোনটি
8999 টাকায় 50MP ক্যামেরা নিয়ে বাজার কাপতে লঞ্চ হলো লাভার এই ফোন, দেখুন স্পেসিফিকেশন