Anushka Sharma Pregnancy: প্রকাশ্যে এলো অনুষ্কা শর্মার প্রেগন্যান্সি ভিডিও, শুভেচ্ছার ঝড় ভক্তদের

Priyankush Maity
3 Min Read

Anushka Sharma Pregnancy: বিরাট কোহলি – অনুষ্কা শর্মা (Anushka Sharma) কি আবার বাবা মা হতে চলেছেন? এমন খবর কিন্তু গত কিছুদিন থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে ।
বিরাট পত্নী কি সত্যি সন্তান সম্ভবা নাকি সবটাই জল্পনা ?
এই প্রশ্নের উত্তর ঘুরপাক খাচ্ছে ফেসবুক থেকে টুইটার (এখন এক্স) বিভিন্ন সামাজিক মাধ্যমে ।

Anushka Sharma Pregnancy News

Loading...


গতকাল অনুষ্কা শর্মা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিও আপলোড করে এবং তারপর থেকে কোহলি দম্পতির দ্বিতীয় সন্তান আসার জল্পনা যেন আরো কিছুটা প্রকট হয়েছে ।
তো, কবে আসছে বিরাটের দ্বিতীয় সন্তান ?
এই প্রশ্নের উত্তর হয়তো সঠিকভাবে কারো কাছেই নেই । বিভিন্ন সংবামাধ্যমে এই খবর একের রকম ভাবে প্রচারিত হচ্ছে ।
কিছুদিন আগেই বিরাট – অনুষ্কা র একটি ছবি ভাইরাল হয় যেখানে তার বেবি বাম্প বেশ কিছুটা দেখা যাচ্ছিলো।
যদিও পরবর্তীতে জানা যায়, এই ছবিটি একটি এডিট করা ছবি ।
কিন্তু গতকাল অনুষ্কা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট (Pregnancy Test Kit) এর বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করে । তারপর থেকেই নেটজেন দের মধ্যে আবার শুরু হয়েছে এই নিয়ে গুঞ্জন ।
বিরাট ভক্তরা তার সামাজিক মাধ্যমে র কমেন্টে সেকশনে গিয়ে শুভেচ্ছা জানাতে শুরু করেছে ইতিমধ্যেই ।

Anushka Sharma 2nd Baby

2021 এ তাদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। সেইসময় ও অনুষ্কা শর্মার প্রেগন্যান্সি নিয়ে বেশ কিছু জল্পনা দেখা গিয়েছিল । বিরাট কন্যার জন্মের পর তার অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেয় বিভিন্ন সামাজিক মাধ্যমে ।
সম্প্রতি এই খবর প্রচারিত হওয়ার পর বিরাট বা অনুষ্কা কেউ ই এই খবর নিয়ে কোন মন্তব্য প্রকাশ করেনি ।
বিরাট কোহলি এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতিতে ব্যাস্ত ।

আরো পড়ুন,

অবাক করা 10 টি আপডেট টক্সিক সিনেমার, নতুন চমক নিয়ে পর্দায় আসছে রকি ভাই ‘ ইয়াশ ‘

অর্জুন-মালাইকার বিয়ে কবে? করণ জোহরের শোয়ে জানালেন Arjun Kapoor

কিছুদিন আগে শাহরুখ খান ও অনুষ্কার একটি এয়ারপোর্ট ভিডিও ভাইরাল হয়, যেখানে ও অনুষ্কার বেবি বাম্প দেখা গিয়েছিলো ।
তবে, কবে আসবে তাদের ঘরে দ্বিতীয় সন্তান ? এই পশ্নের সঠিক উত্তরের অপেক্ষায় বিরাট থেকে অনুষ্কা সকলের ভক্তকুল ই।

আরো পড়ুন,

Dunki Vs Salaar: Advance Booking কোন ছবির বেশি ? ‘ডাঙ্কি’ আর ‘সালারের’ ক্ল্যাশে কে এগিয়ে, জানুন

রাতারাতি জাতীয় ক্রাশ তৃপ্তি, অ্যানিমালের বোল্ড সিন কিভাবে বদলে দিয়েছে তার জীবন? রইলো তার তথ্য

Share This Article