Ronit Roy Marriage: বছর শেষের আগে বলিউডে যেন বিয়ের ধুম পড়েছে। একদিকে সালমান খানের ভাই আরবাজ খান যেমন 56 বছর বয়সে এসে দ্বিতীয়বার বিয়ে করলেন । ঠিক তেমনি ভাবেই টেলিভিশন ও রুপোলি পর্দার অভিনেতা রণিত রায় (Ronit Roy) 58 বছর বয়সে এসে দ্বিতীয়বার তার স্ত্রীকে বিয়ে করলেন । ভাবছেন এ এবার কি ? রনিত রায় এই বয়সে বিয়ে করলেন ?
আসলে ঘটনা হলো, সম্প্রতি তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ ছবি ও ভিডিও পোস্ট করেছেন । যেখানে তাকে দেখা যাচ্ছে বর বেশে বিয়ের আসরে উপস্থিত হয়ে সাতপাক ঘুরছেন ।
Ronit Roy Marrige Video
অনেকেই ভাবছেন তিনি আবার কাকে বিয়ে করলেন তাও আবার এই বয়সে এসে ।
ঘটনা হলো, রনিত রায় স্ত্রী নিলম বোস (Neelam Bose) এর সঙ্গে বিয়ের 20 তম Anniversary সেলিব্রেট করেছেন ।
কিন্তু অভিনেতা শুধুমাত্র কেকে কেটে বিবাহ বার্ষিকী পালন করেননি । একাধাপ এগিয়ে পুরো বিয়ের আয়োজন করেছিলেন । ঘনিষ্ট বন্ধু ও অতিথিদের সঙ্গে আবার বিয়ের আসরে উপস্থিত হয়ে সাত পাক ঘুরেছেন এই দম্পতি ।
Ronit Roy Wedding
বিয়ের দুই দশক পরও তাদের ভালোবাসা অটুট । আবেগ ঘন কিছু ক্যাপশন লিখে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন । সেখানেই তার ভক্তরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
সাদা রঙের পাঞ্জাবি তে রণিত রায় আর লাল রঙের শাড়িতে স্ত্রী নিলম বোস নজর করেছেন অনেকেরই ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রনিত রায়ের 16 বছর বয়সী ছেলে অগস্থা বোস ।
গোয়ার এক রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । বলিউডের বেশ কিছু অভিনেতা, অভিনেত্রী ও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । অনুষ্ঠানের শেষে অভিনেতা নিজের স্ত্রীকে একটি লিপলক চুমু দিয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন । যা ইতিমধ্যেই যথেষ্ট ভাইরাল ফেসবুক থেকে ইনস্টাগ্রামে ।
আরো পড়ুন,
Dunki Movie: দর্শকদের কেন অপছন্দ হলো শাহরুখ-হিরানি জুটির ‘ডাঙ্কি’ ? জানুন আসল তথ্য
নিলম বোস রণিত রায়ের দ্বিতীয় স্ত্রী । আর আগে তিনি জোহানা মুমতাজ খান নামের এক মেয়েকে বিয়ে করেন ।
যদিও সেই বিয়ে মাত্র 6 মাস টিকেছিল।
তারপর দীর্ঘদিন একা থাকার পর নিলম বোস কে বিয়ে করেন । তাদের দীর্ঘ 20 বছরের দাম্পত্য জীবনের বেশ কিছু সুন্দর মুহূর্ত মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে দেখা যায় । তবে, তৃতীয় বার বিয়ের আসরে উপস্থিত হয়ে রনিত রায়কে বেশ উচ্ছসিত ই লাগছিলো ।
আরো পড়ুন,
Dunki Box Office Collection Day 5: ‘সালার’ ঝড়েও বক্স অফিসে ‘ডাঙ্কি’ কামালো এত কোটি টাকা
প্রকাশ্যে এলো অনুষ্কা শর্মার প্রেগন্যান্সি ভিডিও, শুভেচ্ছার ঝড় ভক্তদের