iPhone 16 Pro Release Date: বড় চমক! মারাত্মক ডিজাইন নিয়ে লঞ্চ হবে আইফোন 16 প্রো, জানুন কবে ?

Mrinal Roy
3 Min Read

iPhone 16 Pro Release Date

Apple কোম্পানি আবার আর একটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে iPhone 16 Pro Max। এই নতুন ফোনটি আগামী বছর অর্থাৎ 2024 লঞ্চ করবে বলে জানিয়েছেন। এই iPhone 16 Pro Max থাকছে অনেক পরিবর্তন। ফোনটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রসেসর এর সাথে আসবে এবং এই iPhone এ থাকছে Type C চার্জার। এর সাথে আরো অনেক ফিচার যোগ করবে বলে জানিয়েছেন কোম্পানি। তাই এই নতুন iPhone 16 Pro Max এ বাকি ফিচার ও স্পেসিফিকেশন নিচে দেওয়া হল।

iPhone 16 Pro Price


Apple 2024 সালে iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max এই দুটি ফোনের টেট্রাপ্রিজম টেলিফোটো লেন্স থাকবে আশা করা হচ্ছে৷ Apple iPhone 16 Pro এর ডিসপ্লে আকার 6.3 ইঞ্চি এবং iPhone 16 Pro Max যথাক্রমে 6.1 ইঞ্চি এবং 6.7 ইঞ্চি থেকে 6.9 ইঞ্চি পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে এর সাথে 120Hz রিফ্রেশ রেট দেখা যাবে। ফোনটিতে আরো ভালো ও দ্রুত 5G সাপোর্টের Snapdragon X75 এর ব্যবহার দেখা যেতে পারে। এছাড়াও ভালো সংযোগের জন্য এই ফোন WiFi 7 এর সাপোর্ট দেখা যাবে। ক্যামেরা অনেকটা 15 Pro Max এর মতই হবে শুধু জুম অনেকটা আপগ্রেড হবে। আইফোন 16 ফোনে A18 pro বায়োনিক প্রসেসরের ব্যবহার করা হবে। ফোনটিতে রয়েছে 4200mAh ব্যাটারি এর সাথে টাইপ C চার্জার এর সাথে। ফোনটি যেহেতু অনেক RAM ও ROM এর অপশনে থাকবে তাই এর দামও RAM ও ROM অনুযায়ী কম – বেশি হবে। সম্ভবত ফোনটি 1,59,900 টাকা থেকে শুরু হবে।

সবচেয়ে কম দামে, ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে লঞ্চ হচ্ছে Apple কোম্পানির এই ফোনটি

iPhone 16 Pro & Pro Max Specifications

Display :
6.7 inch, Super Retina XDR OLED Screen
1800 x 3200 pixels
460 ppi
120 Hz Refresh Rate
Dynamic Island Display
Camera :
48 MP + 48 MP + 12 MP Triple Rear Camera with OIS
4K @ 60 fps UHD Video Recording
12 MP Front Camera
Prosessor :
Apple Bionic A18 Pro Chipset
Hexa Core Processor
RAM & ROM :
8 GB RAM
128 GB Inbuilt Memory
Memory Card Not Supported
Connectivity :
4G, 5G, VoLTE
Bluetooth v5.4, WiFi, NFC
USB-C v4.0
Battery :
4200 mAh Battery
Fast Charging :
15W MagSafe Wireless Charging

iPhone 16 Pro Specs

Display

  • 6.12 inch, Super Retina XDR OLED ScreenSmall
  • 1200 x 2666 pixels

Camera

  • 48 MP + 12 MP + 12 MP Triple Rear Camera with OISAverage
  • 4K @ 60 fps UHD Video Recording
  • 12 MP Front Camera

আরো পড়ুন,

আইফোনের মতো ফিচার নিয়ে জলের দামে লঞ্চ হলো Infinix Smart 8 Pro স্মার্টফোন, জানুন দাম ও স্পেসিফিকেশন

200MP ক্যামেরা নিয়ে জানুয়ারির 4 তারিখে লঞ্চ হবে Redmi Note 13 Pro, জেনে নিন দাম ও ফিচারস

ফোল্ডিং ফোনের দুনিয়াতে ঝড় আনতে চলেছে শাওমির এই ফোন, দেখুন ফিচারস

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.