108MP Camera এবং 5300mAh ব্যাটারি সহ বাজারে লঞ্চ হলো এই নতুন স্মারটফোন Honor Magic 6 Lite। Honor তাদের Magic সিরিজের নতুন একটি ফোন বার করলো। Honor অনেকদিন বাজারে দেখা যায়নি তবে বছরের শেষেই Honor পর পর ফোন লঞ্চ করেই চলেছে তাও আবার দুর্দান্ত ফিচারের সাথে। Honor Magic 6 Lite ফোনটি এমাসেই বাজারে দেখা গেছে। যাই হোক এই নতুন স্মার্টফোনটির ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
Honor Magic 6 Lite Price & Full Details
Honor Magic 6 Lite ফোনটি 120 Hz রিফ্রেশ রেট 6.78-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সহ 2652×1200 পিক্সেল (FHD+) রেজোলিউশন দেখা যাবে৷ Honor Magic 6 Lite একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 8GB RAM এর সাথে আসে। Honor Magic 6 Lite Android 13 চালায় এবং এটি একটি 5300mAh ব্যাটারি ও 35W ফাস্ট চার্জিং ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ক্যামেরা, Honor Magic 6 Lite পিছনের দিকে একটি 108-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা একটি 5-মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফির জন্য এটিতে একটি 16-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। Honor Magic 6 Lite এ MagicOS 7.2 Android 13 এবং 256GB ইনবিল্ট স্টোরেজে রয়েছে। Honor Magic 6 Lite হল একটি ডুয়াল-সিম মোবাইল যা ন্যানো-সিম এবং ন্যানো-সিম কার্ড আছে৷ এটি পান্না সবুজ, মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ কমলা রঙে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম শুরু হয়েছে 34,999 টাকা থেকে।
Honor Magic 6 Lite Specifications
General :
Android v13
In Display Fingerprint Sensor
Display :
6.78 inch, AMOLED Screen
1200 x 2652 pixels
429 ppi
120 Hz Refresh Rate
Camera :
108 MP + 5 MP + 2 MP Triple Rear Camera
1080p @ 30 fps FHD Video Recording
16 MP Front Camera
Technical :
Qualcomm Snapdragon 6 Gen 1 Chipset
2.2 GHz, Octa Core Processor
RAM :
8 GB RAM
ROM :
256 GB Inbuilt Memory
Memory Card Not Supported
Connectivity :
4G, 5G, VoLTE
Bluetooth v5.1, WiFi, NFC
USB-C v2.0
Battery :
5300 mAh Battery
35W Fast Charging
বড় চমক! মারাত্মক ডিজাইন নিয়ে লঞ্চ হবে আইফোন 16 প্রো, জানুন কবে ?
200MP ক্যামেরা নিয়ে জানুয়ারির 4 তারিখে লঞ্চ হবে Redmi Note 13 Pro, জেনে নিন দাম ও ফিচারস