অবশেষে Tiger 3 সিনেমাটি মুক্তি পেল OTT তে। গত বছর অর্থাৎ 2023 দীপাবলিতে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল বড় পর্দায় তবে সেরকম কোন সারা না পাওয়াতে OTT তে রিলিজ করলো। শোনা গেছে সালমান খানের (Salman Khan) বড়ভক্তরা গত দীপাবলিতেই বাজি ফাটিয়েছে সিনেমাহলে। তবে OTT তে রিলিজ হওয়ার পরেই দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে। এবার হয়তো OTT তে রিলিজ হওয়ার পর আরো জনপ্রিয় হতে পারে সালমান খানের এই টাইগার থ্রি সিনেমাটি। তো এই সিনেমাটি কোন প্লাটফর্মে দেখা যাবে? কিভাবে দেখা যাবে জেনে নিন।
Salman Khan Tiger 3 Movie OTT Release
Tiger 3 সিনেমাটি ইতিমধ্যেই অ্যামাজন প্রাইমে (Amazon Prime) দেখা যাচ্ছে। সিনেমাটি বক্স অফিসে 466 কোটি টাকা ব্যাবসা করার পর অবশেষে Amazon Prime Video তে দেখা গেল টাইগার 3। আগেই সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেওয়া হয়েছিল এই সিনেমাটি Amazon Prime Video তে দেখা যাবে। তবে আজকে অর্থাৎ 7 January 2024 এ রিলিজ করলো এই সিনেমাটি। আগেই সোশ্যাল মিডিয়াতে ভাইজানের নতুন চেহারা দেখা মাত্রই ভাইরাল হয়। এই সিনেমাটি নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল প্রচুর তবে শুধু সালমান খানের জন্য নয় সাথে রয়েছে ক্যাটরিনা কাইফের ও ইমরান হাশমিও। আজ থেকে, টাইগার 3 তামিল এবং তেলেগুতে ডাব সহ হিন্দি ভাষায় প্রাইম ভিডিও এবং 240 টিরও বেশি দেশ এবং অঞ্চল জুড়ে একচেটিয়াভাবে স্ট্রিম করার জন্য থাকবে। এক থা টাইগার এবং টাইগার জিন্দা হ্যায় এর পরে টাইগার 3 হল বিখ্যাত টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ। গল্পটি টাইগার (সালমান খান), তার সঙ্গী জোয়া (ক্যাটরিনা কাইফ) এবং একজন অসন্তুষ্ট সন্ত্রাসী আতিশ রেহমানকে (ইমরান হাশমি) ঘিরে তৈরি হয়েছে।
Tiger 3 OTT Release Date
সালমান খানের কেরিয়ার গ্রাফ বর্তমানে খুব একটা সুখকর নয়। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যদিও টাইগার থ্রি ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে বিরাট একটা আগ্রহ দেখা গিয়েছিলো। বড় বাজেট, শাহরুখ খানের ক্যামিও এন্টি সবই ছিলো কিন্তু তবুও দুর্বল গল্পের অভাবে দর্শকদের সেইভাবে পছন্দ হয়নি ছবিটি । প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল 2025 এ টাইগার, পাঠান এক ছবিতে দেখা যাবে। কিন্তু এই ছবির ব্যাবসায়িক সফলতা আশানুরূপ না হওয়ায় সেই প্রজেক্ট কিছুটা পিছিয়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। বক্স অফিসে সফল না হলেও টাইগার থ্রি OTT তে যথেষ্ট সাড়া ফেলবে এমনটাই মনে করছেন অনেকে।
আরো পড়ুন,
বিশাল স্টার কাস্ট নিয়ে রিলিজ হবে হাউজফুল 5, দেখুন কে কে রয়েছে ছবিতে
ছুটি কাটাতে বিকিনি লুকে পার্নো মিত্র, সুস্পষ্ট দেখা যাচ্ছে বক্ষযুগল, সঙ্গী কে ?