রোমান্টিক প্রেমের কবিতা ২০২৪ | Romantic Premer Kobita

Samaresh Halder
4 Min Read

বাঙালি মাত্রেই কবিতা প্রেমী। আর যদি হয় প্রেমের কবিতা তাহলে তো কোন কথাই নেই। বর্ষার টিপটিপ বৃষ্টি হোক কিংবা শীতের রাতে কুয়াশাচ্ছন্ন আকাশ, রোমান্টিক এই মরশুমে আপনার জন্য রইলো কিছু সেরা প্রেমের কবিতা। 

রোমান্টিক প্রেমের কবিতা

অন্য প্রেমের উপাখ্যান 

তোর জন্য একটা জঙ্গল বানাবো রে পাগলী।
লাল হলুদ পলাশের বন।
সারি সারি লাল পলাশের মধ্যে হলুদ পলাশ কে বসাবো আদর করে।
সেই জঙ্গলে ঘুরে বেড়াবে একঝাঁক কৃষ্ণসার হরিন।
কয়েকটা সিপাহী বুলবুলি গাছে গাছে উড়ে বেড়াবে।
এক হরিয়াল দম্পতি তাদের প্রেমের কবিতা
লিখবে সেই জঙ্গলেরই কোন এক পলাশ ডালে বসে।

সেই পলাশের বনের পাশের একটা সবুজ
ঘাসের মাঠের মাঝবরাবর বসাবো
সাত লক্ষ মেরুন গোলাপ।
সবুজ মেরুন গ্যালারীর মতো।
রোমাঞ্চময়। আবেগঘন।
প্রজাপতি উড়ে বেড়াবে আপন মনে।

দেখিস পাগলী ,
ঠিক তুই এক ফাগুনের পড়তি বিকেলে
ওই পলাশের বনে বসে তোর ইস্টবেঙ্গলীয় মনন
থেকে ভালোবাসার দ্যুতি ছড়াবি আমাকে লক্ষ্য করে।
আর আমি সবুজ ঘাসের বুক থেকে এক গোছা মেরুন
গোলাপ নিয়ে ছুটে আসবো আমার
মোহনবাগানীয় ভালবাসার ডালি সাজিয়ে।
সেদিন ডার্বি হবে। সেদিন আবার ডার্বি হবে
ছোটনাগপুরের কোন এক পথে প্রান্তরে।।

অসময়ে বৃষ্টি
কলমে : সুমনা ঘোষ

শীতের বিকেলে এলোচুলে তুমি
ছিলে বারান্দাতে দাঁড়িয়ে।
ঝড়ো হাওয়ায়, উতলা মন
তোমাতে গেল হারিয়ে।
বহুদিন পরে ও, মনে হল এলে নবসাজে,
এক টুকরো বর্ষা হয়ে, হাজারো কাজের মাঝে।
মন খারাপের রাস্তা ভুলে, চলো আজ-
শেষ করি একসাথে, বাকি থাকা কাজ।
শহরজুড়ে ব্যস্ততা, ব্যস্ততা তোমারও
ভাবিনী এভাবে আসবে আবার কখনও।
মনে আছে, সেই বৃষ্টিভেজা দিনগুলো
আলোছায়ার লুকোচুরির স্বপ্নগুলো।

বহুদিন পর মাটি ভেজার গন্ধ,
পাগলমন মাতালসুরে তোমাতে মাততে দিচ্ছে ইশারা;
ছন্দ সুরের এদিন আসুক ফিরে বারবার-
আদর দিয়ে, ভালোবাসা দিয়ে বাঁধব শতবার।
অসময়ী বৃষ্টি ফিরিয়ে দিল আমার তোমায়,
একলা মন চাইছে তাই, বারবার ফিরে আসুক এই সময়।
হোক অসময়ে বৃষ্টি,
ভিজব দুজন।

গভীর প্রেমের কবিতা

Loading...

তোমাকেই বলছি
———- প্রতাপ মণ্ডল

অনেকদিন একটা প্রেমের কবিতা লিখি না…..
লিখতে চাইলেও বিরহ যেন কোথা থেকে চলে আসে!
কই! প্রেম তো আমি দেখতে পাইনা আমার আশেপাশে!
তাহলে কি করে লিখি বলতো প্রেমের কবিতা!
এই শোনো! হ্যাঁ… তোমাকেই বলছি
যাবো যাবো করে এখনও কেনো থেকে গেছো মনে?
কেনো তোমারই ভাবনা আসে থেকে থেকে, অবচেতনে?
আমি ভুলতে চাই আমার অতীত, আমি ভুলতে চাই তোমায়
আমি জানি, তুমি চাও আমিই যেন চলে যাই!যেতেই তো চাই….
তোমার চোখের সীমানা পার হয়ে মনের সীমানার বাইরে
ইচ্ছেমতো রাত জাগবো, আবার ইচ্ছে হলে জেগে উঠবো কাক ডাকা ভোরে!
সূর্য ওঠা দেখবো, দেখবো একটু একটু করে ব্যস্ত রাজপথ
কোনো তাড়া নেই, কেউ ডাকবে না আমাকে আদর করে
আমি চুপচাপ থাকবো বসে গালে হাত দিয়ে জানলার ধারে।
তারপর ধীরে ধীরে অস্ত যাবে ক্লান্ত সূর্য পশ্চিমাকাশে
আমি এই বেশ ভালো আছি, কাজ নেই আর ভালোবেসে!
আমি নিজের মনে নিজে থাকতে চাই, বিরহ আর ভালো লাগে না
তাইতো আমি আর একটাও প্রেমের কবিতা লিখি না…..

রাতের রোমান্টিক কবিতা

প্রেমের কবিতা

আমি চেয়েছিলাম সত্যিই !
তোমাকে নিয়ে প্রেমের কবিতা লিখতে!
কবিতা লিখতে আমি কি সত্যিই পারি?
না কবিতা আমায় ঘিরে তৈরি?
আমি সব ছেড়ে চলে যেতে চাই ….
অনেক দূরে……
না পারি তোমায় ছেড়ে যেতে!
না কবিতা আমায় ছাড়ে!
বিছানায় শুয়ে রাত্রির অন্ধকারে,
যখন লিখতে বসি কবিতা!
তখন মনে হয় আমার….
তুমি এসে পাশে শুয়ে ছিলে কাছে!
ওই কবিতার সঙ্গে সারারাত থাকতে ইচ্ছে করে।
কবিতার প্রত্যেকটি লাইন..
এক একটি ফেলে আশা স্মৃতি!
তারই মাঝে এক বিন্দু জলকণা আমি।
এই পৃথিবীতে প্রেমও পচে গেছে
প্রেমের স্পর্শে মিথ্যের ছড়াছড়ি।

মিষ্টি প্রেমের রোমান্টিক প্রেমের কবিতা

প্রেমের কবিতা
– রাসমণি ব্যানার্জী

আমার ক্ষতে তুমি মলম দিতে এলে
খুব ভালো লাগলো
আমার প্রেমের রঙে তুমি কখন মিশে গেলে
হৃদয় জুড়ে ভালোবাসা জাগলো।
তোমার ও মুখে আমার
এক পৃথিবী ভালোবাসা সেঁটে দিলাম
তোমার কেমন লাগছে বলো?
তোমার প্রেমের ছোঁয়াতে রজনীগন্ধা হলাম
এবার দীঘায় ঘুরে আসি চলো।
ও রাধা তুমি গোবিন্দের ঘরনী নয়
তুমি অর্ধাঙ্গিনী নয় তুমি প্রেমিকা হয়েও
গোবিন্দের আগে তোমার নাম উচ্চারিত হয়
তুমি কি পরকিয়া প্রেম?
নাকি আজকের সভ্য সমাজের অবক্ষয়?
তোমার প্রেমের জ্বরে খুব ভিজতে ইচ্ছে করছে
এসো না জোৎস্না রাতে কুয়াশা মাখি
তোমার অপেক্ষায় থাকতে বড্ড ইচ্ছে করছে
প্রেমের কবিতা এখনো তো রইল বাকি।

আরো পড়ুন,

জীবনানন্দ দাশের প্রেমের কবিতা

শীতের প্রেমের কবিতা

সেরা আধুনিক প্রেমের কবিতা

Share This Article