Panchayat Season 2 Review, Download Episodes – Amazon Prime Video
সারল্য হল TVF এর সিরিজের সবথেকে সুন্দর বৈশিষ্ট্য। আমরা OTT তে
এতো ধরণের সিরিজ দেখি কিন্তু কোথাও যেন সেই সারল্যই আমাদের মন ছুঁয়ে যায়।
‘Panchayet’ 1 দিয়ে ছোট্ট ফুলেরা গ্রামের যে সরল মানুষদের জীবন আমরা
সচীব জি অভিষেকের চোখ দিয়ে দেখেছি Panchayet 2.তেও TVF সেই সারল্য অটুট রাখতে
সক্ষম হয়েছে।
Cast :-
Jitendra Kumar, Raghuvir Yadav, Chandan Roy, Biswapati Sarkar, Neena Gupta & others.
Rating – 9.2/10
সত্যি বলতে ট্রেলার দেখে মনে হয়েছিল যে এই সীজনটা বোধহয় আগেরটার মতো হবে না।
তবে সত্যিই ভুল ভেবেছিলাম। এবার আমরা ফুলেরা গ্রামের বাসিন্দা হিসেবে গ্রামকে
আরো ভেতর থেকে চিনেছি, ঠিক অভিষেকের মতনই। তাই এর ছাপ পড়েছে প্রথমটির থেকেও
গভীরতর ভাবে।
ভালো লেগেছে প্রত্যেকের অভিনয়ও। জিতেন্দ্র কুমার যেভাবে অভিষেকের সংকোচ,
আক্ষেপ আর vulnerability ফুটিয়ে তুলেছেন তা চমৎকার। এবারে রঘুবীর যাদব বেশী নজর
কেড়েছেন, নীনা গুপ্ত ও যথাযথ। চন্দন রায়ের সারল্যে ভরা অভিনয় আবার আপনার
হৃদয় স্পর্শ করবে, ঠিক তেমনই ফয়জল মালিক। নবাগতা সনভিকা বেশ সাবলীল।
যেটা আলাদা ভাবে নজর কেড়েছে তাহল ওখানকার মানুষ, জীবনযাপন, সংস্কৃতি আর আচার
ব্যবহার গভীর আর authentic ভাবে তুলে ধরা হয়েছে। সংলাপে মেকি ব্যাপার নেই,
অকারণের চটক নেই বরং বেশ স্বতঃস্ফূর্ত মনে হয়েছে।
ব্যবহার গভীর আর authentic ভাবে তুলে ধরা হয়েছে। সংলাপে মেকি ব্যাপার নেই,
অকারণের চটক নেই বরং বেশ স্বতঃস্ফূর্ত মনে হয়েছে।
Panchayat Season 2 Download & Watch Online Episodes
ভালো লেগেছে সব উপকরণের স্বাদ অনুসারে ব্যবহার। রোম্যান্সের তর্কা দিতে গিয়ে অনেক শোই অতিপক্ক করে ফেলে সেখানে পঞ্চায়েত স্বাদ অনুসারে হালকা আঁচে যতটা প্রয়োজন ততটাই রেখেছে। তাড়াহুড়ো করে carried away হয়ে অতিরিক্ত কিছু রাখে নি।
প্রত্যেকটা চরিত্র বেশ ভালো করে, যত্ন নিয়ে লেখা। এমনকি যে চরিত্র কিছুক্ষণের জন্যও এসেছে তারও একটা purpose আছে।
একদিনে একবারে বসে শেষ করলাম। কে বলে শুধু cliff hanger এ episode ঝুলিয়ে রাখলেই টানা দেখতে হয়। মাঝে মাঝে এক একটা শো এমন একটা পৃথিবী তৈরি করে, এমন তার চরিত্রগুলো যে তাদের সাথে থেকে যেতে ইচ্ছে করে। অনেকক্ষণ।
আবার দীর্ঘ অপেক্ষা। Panchayat 3.