হিন্দিতে কমেডি ছবির অভাব নেই। কিন্তু কমেডি সিনেমার নাম এলেই যে অভিনেতাদের নাম সবার আগে মাথায় আসে তারা হলেন গোবিন্দা, অক্ষয় কুমার । পার্শ্বচরিত্রে জনি লিভার আর রাজপাল যাদবের তো কোন তুলনাই হয়না। দীর্ঘদিন থেকে শোনা যাচ্ছিলো এই সমস্ত অভিনেতাদের নিয়েই হাউজফুল 5 ছবিটি আসতে চলেছে । এবারে সেই খবরে জুড়েছে আরো কিছু বড় তারকার নাম । সানি দেওয়ল থেকে সঞ্জয় দত্ত কে কে রয়েছে এই বিশাল তারকা ঘটিত সিনেমায়? চলুন দেখে নেওয়া যাক।
Housefull 5 Star Cast
হাউজফুল ৫ এর পরিচালক হিসেবে থাকছেন দোস্তানা আর ড্রাইভ সিনেমার নির্মাতা তারুন মান্সুখানি
বাজেট ৩৫০ কোটি
UK তে ১৫ জানুয়ারি থেকে সিনেমা টির শুটিং শুরু হবে।
হাউজফুল ৫ এর স্ক্রিপ্ট রাইটার & প্রডিউসার সাজিদ
স্টেটমেন্ট দিয়েছেন যে,হাউজফুল ৫ স্টোরি টা অসাধারণ কিছু হতে চলেছে।হিউজ ভিএফএক্স ও থাকবে।
Housefull 5 Cast Name
- Akshay Kumar
- Sanjay Dutt
- John Abraham
- Mithun Chakraborty
- Dharmendra
- Sunny Deol
- Riteish Deshmukh
- Arjun Rampal
- Boman Irani
- Kriti Sanon
- Malaika Arora
- Nora Fatehi
- Rajpal Naurang Yadav
- Sanjay Mishra
- Jacqueline Fernandez
- Pooja Hegde
- Sonakshi Sinha
Housefull 5 Release Date
হাইজফুল ৫, ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে।
এত বড় হিউজ কাস্ট সামলানো অনেক বড় ব্যাপার। জানি না তারুন আর সাজিদ কি করবেন।হাউজফুল ৪ দেখার পর এই ফ্রাঞ্জাইজের প্রতি কোনো আগ্রহ ছিল না। হাউজফুল ৪ এ বেশি ইঞ্জয় করছিলাম জনি আর চাঙ্কির সিকুয়েন্স গুলা।
কিন্তু এই কাস্টিং জন্য আবারও অপেক্ষায় থাকলাম হাউজফুল ৫ এর।ভাল কিছুর অপেক্ষায়।
12th Fail Movie দেখে নতুন বছরের রেজোলিউশন তৈরি করলে সাফল্য আসবে নিশ্চিত!
বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে ভালোবাসার ছবি ‘বাবলি’ নিয়ে আসছে রাজ – শুভশ্রী