Raj-Subhashree: বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে ভালোবাসার ছবি ‘বাবলি’ নিয়ে আসছে রাজ – শুভশ্রী

Priyankush Maity
3 Min Read

অনেকদিন থেকেই চলছিলো সমস্ত প্ল্যানিং । অবশেষে, প্রকাশ পেলো যে খুব শীঘ্রই আসতে চলেছে বুদ্ধদেব গুহ র উপন্যাস ‘ বাবলি ‘ রুপোলি পর্দায় ।
রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) ও আবির চট্টোপাধ্যায় জুটি ।
বুদ্ধদেব গুহ র রোমান্টিক উপন্যাস বাঙালি পাঠক মহলে যথেষ্ট জনপ্রিয় । এবারে এই গল্পকে দর্শকদের সামনে আনতে চলেছেন রাজ চক্রবর্তী ।

Babli Movie Raj Chakraborty

Loading...


স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি কে নিয়ে তার আগের ছবি ‘ পরিণীতা ‘ বক্স অফিসে দুর্দান্ত সফল । হৃত্বিক চক্রবর্তী ও শুভশ্রী জুটি দর্শককে অসম বয়সী প্রেমের যে দুর্দান্ত রসায়ন দেখিয়েছে তা দর্শকমহলে যথেষ্ট প্রশংসনীয় হয়েছে।
এবারে, শুভশ্রী হতে চলেছেন রাজ চক্রবর্তীর বাবলি । প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে যে 10 বছর পর আবার দেখা যেতে চলেছে রাজ চক্রবর্তী – আবির (Abir Chatterjee)জুটিকে।
সেই সঙ্গে প্রথমবার শুভশ্রী – আবিরকে দেখা যাবে অনস্ক্রিন রোমান্স করতে ।
মূল উপন্যাসে অভিরুপ চৌধুরী ও বাবলির ডিমাপুর যাত্রার পথে যে সুন্দর সংলাপ ও সম্পর্কের সমীকরণ দেখানো হয়েছে তা যদি রাজ চক্রবর্তী পর্দায় ফুটিয়ে তুলতে পারেন তাহলে এই ছবি ব্লকবাস্টার হতেই পারে, এমনটাই বলছেন বাবলির পাঠক মহল।
বুদ্ধদেব গুহ র বাবলি একটু মোটার দিকে, মুখ ও চোখ যে খুব সুন্দর তা নয় তবে যথেষ্ট মিষ্টি ও আকর্ষনীয়।
শুভশ্রীর বর্তমান লুকের সঙ্গে যা যথেষ্ট মিল রয়েছে।

Subhashree Ganguly New Movie

বছরের শুরুতেই এমন সুখবরে খুশি রাজ থেকে শুভশ্রী ভক্তকুল সকলেই । এর আগে শুভশ্রী গাঙ্গুলির একটি ওয়েব সিরিজ ‘ ইন্দুবালার ভাতের হোটেল ‘ যথেষ্ট আলোড়ন তৈরি করেছিলো বাঙালি দর্শক মহলে ।
অনেকেই ভেবেছিলেন এবারে শুভশ্রী বড় পর্দায় আবার ফিরবেন দ্রুত । কিন্তু কিছুদিন বাদেই জানা যায়, তিনি আবার প্রেগন্যান্ট। দ্বিতীয় সন্তান জন্মের পরই তিনি আবার কামব্যাক করতে চলেছেন বড় পর্দায় ।

সোশ্যাল মিডিয়াতে এই ছবির অ্যানাউন্সমেন্ট পোস্টার পোস্ট করে রাজ লিখেছেন ‘ ২০২৪ র সবথেকে বড় চমক বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে আসছে ভালোবাসার ছবি ‘ বাবলি ‘ ।

বুদ্ধদেব গুহ র উপন্যাস অবলম্বনে ছবি এর আগেও এসেছে । কিন্তু বাবলি নিয়ে সিনেমা এই প্রথমবার । এর আগে শোনা গিয়েছিলো এই প্রজেক্টটি হয়তো ওয়েব সিরিজ আকারে আসতে পারে । কিন্তু রাজ নিজে জানিয়েছেন সিরিজ নয় ছবি আকারেই আসছে ভালোবাসার ছবি ‘ বাবলি ‘ ।

ফ্যামিলি গল্পে নয়, অ্যাকশন হিরো দেবকে দেখবে দর্শক, প্রকাশ্যে পোস্টার টিজার

যশ-নুসরত এর ‘মেন্টাল’ ছবির পোস্টার প্রকাশ্যে, দেখে নিন রিলিজ ডেট

Share This Article