আজ প্রকাশ পেয়েছে যশ দাশগুপ্তর আপকামিং মেন্টাল মুভির অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার। মুভিতে যশের বিপরীতে নায়িকা হিসেবে নুসরাত জাহান রয়েছেন। মুভিটি নিবেদন করেছে YD Films. প্রযোজনা করেছেন যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান। এই মুভির মাধ্যমে তারা প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। মুভিটি পরিচালনা করেছেন বাবা যাদব। ২০২৪ সালে মুভিটি থিয়েটারে মুক্তি পাবে।
Mentaaal Yash Dasgupta
বাবা যাদব এর আগে বস, গেম, বাদশা দা ডন, বস ২, ভিলেন মুভি পরিচালনা করেছেন। বস ২ বাদে বাকি সব রিমেক। তিনি অঙ্কুশ হাজরা এবং শুভশ্রীকে নিয়ে আরেকটি নতুন মুভি “পাখি” নির্মাণ করেছেন। জিতের সাথে বস ৩ করার পরিকল্পনা করেছেন বাবা যাদব। এখনো অফিসিয়াল আপডেট আসে নাই।
Mental Bengali Movie Cast 2024
বাবা যাদব হঠাৎ করে মেন্টাল মুভি কেনো নির্মাণ করলেন। তিনি জিতের সাথে একাধিক কোলাবোরেশান করেছেন। মেন্টাল মুভির পোস্টারে যশ দাশগুপ্তকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাচ্ছে। মুভিটি বক্স অফিসে কেমন সাড়া ফেলবে তা মুক্তির পরপরই জানা যাবে। আর মুভিটি সম্ভবত ২০২৪ সালের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে অঙ্কুশ হাজরার মির্জা এবং জিতের বুমেরাং মুভির সাথে।
Mentaaal Bengali Movie Release Date
Eid 2024
নিজেদের প্রথম প্রযোজনা সংস্থা খোলার পর প্রথমবার কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন যশ এবং নুসরত। অভিনেত্রী বললেন, ‘‘অন্য কারও ছবিতে অভিনয় করার তুলনায় নিজেদের প্রযোজিত ছবিতে চাপ এবং দায়িত্ব বহু গুণ বেড়ে যায়, কিন্তু এই চাপটা নিতে ভাল লাগে । কারণ চাপের সঙ্গে থাকে মারাত্মক একটা চ্যালেঞ্জ এবং থ্রিল। অভিনেত্রী নুসরাত জানান, জীবনের প্রতি মুহূর্তেই আমাদের কিছু না কিছু চ্যালেঞ্জ থাকেই। এই কাজটি ও অনেকটা সেরকমই।
’’ এরই সঙ্গে যশ যোগ করলেন, ‘‘কেউ বিশ্বাস করবে কি না জানি না, আমরা এই ছবিটা নিয়ে এখন প্রায় সারা দিন কাজ করছি। সেই সঙ্গে নতুন নতুন জিনিসও শিখছি।’’
আরো পড়ুন,
Aashiqui 3 তে এবার কার্তিক – তৃপ্তির রোম্যান্স ! Tripti Dimri কি তবে ‘আশিকি 3’ এর নায়িকা?
রেকর্ড ভিউজ নিয়ে দর্শকমহলে প্রশংসিত অপূর্ব – তটিনী অভিনীত পথে হলো দেরি নাটক
Kabuliwala Movie Review: আবেগ আর নস্টালজিয়ায় মিঠুনের অ্যাওয়ার্ড উইনিং পারফরম্যান্স