অপূর্ব’র নাটক দেখার জার্নি শুরু হয়েছিল আমার ‘বড় ছেলে’ নাটকের মধ্য দিয়ে।।সেই চিরচেনা লুক, হেয়ার স্টাইল, হাতা ভাজ করা শার্ট- জিন্স প্যান্ট অসাধারণ কম্বিনেশন। তবে অপূর্বর মাঝে আমার একটা দিক ভালো লাগে সেটা হলো ভদ্রতা সে একজন ভদ্র নাট্য অভিনেতা।
Pothe Holo Deri Natok Download
গল্পটা যদি এমন হয় আগামীকাল আপনার এনগেজমেন্ট, ঠিক এইসময় আপনার অফিসের বস আপনাকে কল দিয়ে বলে চেয়ারম্যান স্যারের মেয়েকে আপনার টুরিস্ট লং ট্রিপে হৃদয় নগর নিয়ে যেতে হবে, জাস্ট রিয়েলাইজ কেমন হবে অনুভূতি (?)
.
অস্ট্রেলিয়ান সিটিজেন একজন মেয়ে কখনো দেশ ঘুরে দেখার সুযোগ হয়নি। তার স্বপ্ন দেশ ভ্রমণ করে হৃদয় নগর গিয়ে তার প্রিয় মানুষকে সারপ্রাইজ দিবে।। এই জার্নিকে কেন্দ্র করেই পরিচালক ‘জাকারিয়া শৌখিনের’ অসাধারণ নির্মাণ !
.
তবে সম্প্রতি রিলিজ হওয়া নাটকটি দেখে আমার হলিউড ‘Leap Year’ মুভির কথা মনে পড়ে গেলো, যারা দেখেছেন তারা বুঝবেন। কারণ, এই নাটকের থিম হলিউড মুভি ‘লিপ ইয়ার’ থেকেই নেয়া।
Pothe Holo Deri Natok Cast
- Ziaul Faruq Apurba
- Tanjim Saiara Totini
- Manoj Pramanik
- Salha Khanam Nadia
So beautiful, so elegant, looking like a wow! Just looking like a wow!! আসলেই ওয়াও, কারণ গল্পের প্লট যেভাবে সাজানো হয়েছে ঠিক সেভাবেই যত্ন করে প্রেজেন্টেশন করা হয়েছে। আর গল্পের সাথে লোকেশন আউটস্ট্যান্ডিং কম্বিনেশন ছিল। আর তটিনী মেয়েটা বরাবরই স্নিগ্ধ অনবদ্য পারফর্ম করেছে। তটিণী-র অভিনয় এক্সট্রা অর্ডিনারী ব্যাপার আছে। তবে এক্সপ্রেশন গুলো আরও বেটার ডিজার্ভ করে। তবে এই গল্পে সে বেশ ইমপ্রুভ করেছে। সেই সাথে অপূর্ব আর তটিনী কেমিস্ট্রি’ও ছিল অসাধারণ কম্বিনেশন।
খুনসুটি ঝগড়া, ঠাট্টা, হাসি, বন্ধুত্ব, বিনোদন এইতো জীবন। এক ঘন্টা ছয়ত্রিশ মি. দুর্দান্ত এডভেঞ্চার। সেই সাথে বোনাস হিসাবে ‘ইবলিশ’ ভার্সেস ‘হৃদয়হীনা’ কেমিস্ট্রি’ও ছিল দুর্দান্ত। গল্পটা থেকে শিক্ষা নেয়ার অনেক বিষয় আছে দুইজন ছেলে মেয়ে বিবাহিত না হয়েও একই ছাঁদের নিচে একই বিছানায় রাত কাটিয়ে কিভাবে একজন মেয়েকে প্রোপার সম্মানটুকু দেয়া যায়। পাবলিক ট্রান্সপোর্টে দাড়িয়ে থেকে একজন মেয়েকে কিভাবে সাপোর্ট দেয়া যায় মাইন্ড ব্লোইং কনসেপ্ট। গল্পে একটা অপ্রিয় তেলাপোকার ভূমিকা’ও ছিল অদ্ভুত সুন্দর।
আর মনোজ কবি চরিত্রে কানে জবা ফুল গুজার রহস্য বুঝলাম না। তবে এই কবি চরিত্র দেখে মনে পড়ে গেলো ‘প্রবার রিপন’ দা’র সেই বিখ্যাত উক্তি….কবি তার কাঙ্খিত নারীকে পাবে এমন নিয়ম পৃথিবীতে নেই। কবিরা নারীকে কামনা করে কিন্তু স্পর্শ পায় না।
গল্পে প্রতিটি কাস্ট, লুক, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি জাস্ট অনবদ্য পারফর্ম। স্ক্রিন প্লে সিনেমাটোগ্রাফি সহ বিজিএম মিউজিক আউটস্ট্যান্ডিং কম্বিনেশন। স্ক্রিপ্ট রাইটার সহ সকল কলাকৌশলীদের জন্য শুভকামনা।
পথে হলো দেরি নাটক ডাউনলোড
আরো পড়ুন,
Aashiqui 3 তে এবার কার্তিক – তৃপ্তির রোম্যান্স ! Tripti Dimri কি তবে ‘আশিকি 3’ এর নায়িকা?
Kabuliwala Movie Review: আবেগ আর নস্টালজিয়ায় মিঠুনের অ্যাওয়ার্ড উইনিং পারফরম্যান্স