Happy New Year Bangla Wishes, SMS, Shayari 2024 – হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছাবার্তা, মেসেজ ২০২৪

sudiproy877
12 Min Read

Happy New Year Bangla Wishes 2024

 দেখতে দেখতে 2023 শেষ হয়ে গেল । দুঃখ, দারিদ্র আর মহামারি অনেক কিছু ঘটেছে এই বছরে । অনেকেই এই বছরকে অভিশপ্ত বছরও মনে করেন । সে যাই হোক, বছর শেষে সবাই নতুন বছরের আনন্দে মেতে উঠেছে । New Year মানেই নতুন বছরের সেলিব্রেশন ।আর সেই সেলিব্রেশন আরো জমে ওঠে যখন প্রিয়জন বা বন্ধুরা SMS, Wish করে।  আপনিই বা পিছিয়ে থাকবেন কেন ? আপনিও পাঠিয়ে দিন বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছাবার্তা অথবা Facebook, Whatsapp এও দিতে পারেন Statu । তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি সেরা কিছু নতুন বছরের শুভেচ্ছা মেসেজ, স্ট্যাটাস । তো, দেরি না করে ঝটপট পড়ে ফেলুন ।
সব নতুন শুরুগুলোই
 একদিন না একদিন শেষ হয়ে যাবে…
 তাকে স্মৃতির মণিকোঠায় স্থান দেওয়ার
 সবচেয়ে ভালো উপায় হল
 এমন কিছু ভালো কাজ করা যাতে
 তা সারা জীবনের জন্যে তোমার মনে
 জীবিত থাকবে!
 হ্যাপী নিউ ইয়ার…2024

Happy New Year Bangla Shayari

সঞ্চারিত হাজার আশা হে শুভ নববর্ষ
 আশা করি বিশ্বাসে আসবে শান্তি চিত্তে আসবে হর্ষ।
 বিগত দিনের গ্লানিময়তাই জীবন হয়েছে তিক্ত,
 তোমার নব ঝর্ণা ধারায় কর এ জীবন সিক্ত।
 গৌরদ্যান হাজার ফুলের যেথা আছে মরুভূমি,
 হৃদয় থেকে ওঠে আশা সুর শূভেচ্ছা নিও তুমি।
Happy New Year Bangla Wishes, SMS, Shayari 2024 - হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছাবার্তা, মেসেজ ২০২৪
Loading...

হ্যাপি নিউ ইয়ার মেসেজ

সাফল্য ও আনন্দে ভরা আর একটা বছর অতিক্রান্ত হল…
 প্রত্যেক নতুন বছর নিয়ে আসে নতুন নতুন বাঁধা ও নতুন অনেক চ্যালেঞ্জ…
 এই নতুন বছর যেন তোমায় নতুন সব বাঁধা অতিক্রম করার সাহস ও ক্ষমতা
দেয়…
 হ্যাপী নিউ ইয়ার…2024
সূখের জন্য ‘স্বপ্ন’, দুঃখের জন্য ‘হাসি’,
 দিনের জন্য ‘আলো’, চাঁদের জন্য ‘নিশি’,
 মনের জন্য ‘আশা’,
 তোমার জন্য নতুন বছরে রইলো
 আমার ‘ভালোবাসা’…
 হ্যাপী নিউ ইয়ার..2024

Happy New Year Bangla SMS 2024

নতুন বছরের নতুন সূর্য
 বয়ে আনুক আপনার আনন্দ
 নতুন বছরের নতুন আলো
 জীবন হোক সবার ধন্য
 নতুন বছরের নতুন আশা
 সবাই মিলে বাধো সুখের বাসা
 (( হ্যাপি নিউ ইয়ার ))
নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু, যা হয়না যেন শেষ,
 নতুন বছরের অনেক সুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই sms ।
আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে,
 নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে ।
 মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে ,
 নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে ।
 *** হ্যাপি নিউ ইয়ার ***

হ্যাপি নিউ ইয়ার 2024 স্ট্যাটাস

Happy New Year Bangla Wishes, SMS, Shayari 2024 - হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছাবার্তা, মেসেজ ২০২৪
 
 
2023 এর অন্তিম 2024 এর প্রারম্ভ
এক বছরের শেষ এক বছর আরম্ভ
সুখ দুঃখ ,হাসি কান্না ,ভাল মন্দ
প্রথম গুলো ভরে যাক দ্বিতীয় গুলো বন্ধ
জীবন হোক মধূরময়
তালমিলিয়ে ছন্দ পায়
সুখের স্মৃতি ভরে যাক
ডাইরীর শেষে মিল থাক
মতৈক্য সম্মীলিত দলবদ্ধ বাস
অন্ধকার দেখার আগেই আলোর আভাস
রাখির মত জড়িয়ে, ধরে থাকব হাত
তোমার কথায় রাখব মনে সকাল দুপুর রাত ।। হ্যাপী নিউ ইয়ার ।।


Happy New Year Bengali Messages 

2024-র জন্যে আমার রেসলিউশন রেডি:
১) যতটা সম্ভব কাজ না করে টাকা কামানো..
২) যতটা সম্ভব পড়াশোনা না করেও স্মার্ট হওয়া
৩) কষ্ট না পেয়ে ভালবাসা..
৪) আর ভুঁড়ি না বাড়িয়ে ভুরি ভুরি খাবার খাওয়া!

আগামী বছরটা যেন তোমার গত বছরের চেয়েও ভালো কাটে…সেই সমস্ত সুখ ও আনন্দ যা
তুমি গত বছরে পাও নি,তা যেন এই বছরে পাও..হ্যাপি নিউ ইয়ার…

হ্যাপি নিউ ইয়ার 2024 স্ট্যাটাস

আগামী বছরটি তোমার জীবনে যেন পৃথিবীর যাবতীয় খুশি নিয়ে আসে…সুখে কাটুক তোমার
আরো একটি বছর…
হ্যাপী নিউ ইয়ার…
আগের সব কষ্ট,
করে ফেল নষ্ট।
নতুন দিনে সবার প্রানে,
কেউ রেখনা দুঃখ মনে।
শুভ হোক নতুন দিন,
খুশী থাকো সারা দিন।
>>হ্যাপি নিউ ইয়ার 2024<<
 
আজ দেখ নতুন স্বপ্ন,
ভুলে যাও সব পুরনো কষ্ট।
আজ কর নতুন সব কল্পনা,
ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
এই কামনা করি আমি সারাটা ক্ষণ।
*হ্যাপি নিউ ইয়ার*

হ্যাপি নিউ ইয়ার 2024 পিকচার

Happy New Year Bangla Wishes, SMS, Shayari 2024 - হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছাবার্তা, মেসেজ ২০২৪
আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক
যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি নতুন বছর!
হ্যাপি নিউ ইয়ার…
আনন্দের বিস্ফোরক স্ফুলিঙ্গে ভার একটা অসাধারণ নতুন বছরের শুভেচ্ছা জানাই
তোমাকে ও তোমার পরিবারকে…
হ্যাপী নিউ ইয়ার..

হ্যাপি নিউ ইয়ার 2024 এসএমএস

আপনি হয়ে উঠুন সূর্যের মত উজ্জ্বল
জলের মতন শীতল
মধুর মতন মিষ্টি
আশা করি
এই শুভ নববর্ষে আপনার সব ইচ্ছা যেন পূর্ণ হয়…
হ্যাপী নিউ ইয়ার…
আমাদের পরিবারের তরফ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই নতুন বছরের অনেক অনেক
শুভেচ্ছা…
নববর্ষের প্রতিটি দিন হোক মঙ্গলময়…
আমার আর বেঁচে থাকা হল না । আর কটা মুহুর্ত আর বাকি, তার পর সব শেষ । আর কারনে
, অকারনে বিরক্ত করব না , জমা -খরচের হিসাবও নিতে আসবো না । আর এ মুখে ,
ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাড়াবোনা । আমার জন্য যাদের তোমায় হারাতে
হয়েছে , কাঁদাতে হয়েছে , কাঁদতে হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী । পারলে আমায়
ক্ষমা করো , নইলে আমি গিয়েও শান্তি পাবো না । জানো আমি কখনও তোমায় জেনে কষ্ট
দিইনি , তুমি বিশ্বাস করো । আজ শেষ সময় , আমার ইচ্ছা হচ্ছে তোমায় জড়িয়ে ধরে বলি
, আমি তোমায় খুবখুব ভালোবাসি , আমি বাঁচতে চাই আরো আরো সময় । কিন্তু আর তা হবার
নয় । নিয়তির কাছে আমি হেরে গেছি । হয়তো আমার জায়গাটা কাল অন্য কেউ নিয়ে নেবে ।
তবুও আমি শেষ বারের মতো বলবো ভালো থেকো , শুধু মনে রেখো । জীবনেতো আর হলো না ,
স্মৃতির মধ্যে । শুভ বিদায়…… নতুন জনের জন্য অনেক শুভেচ্ছা রইল । আর তাকে,
যদি আমায় মনে থাকে শুনিয়ো আমার কথা । আসি…. আমি 2024

নতুন বছরের শুভেচ্ছা 2024

আমার ভাই, তোমার ভাই
হ্যাপি ভাই, হ্যাপি ভাই,
এবারের মাকা কি ?
নিউ ইয়ার ছাড়া আবার কি ?
 বিপুল ভোটে দিচ্ছে ডাক
হ্যাপি নিউ ইয়ার 2024 জিতে যাক।
আমার সকল প্রিয় বন্ধু ও শত্রুকে জানাই
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা…
তোমাদের নতুন বছর হয়ে উঠুক খুশির ভান্ডার..
হ্যাপী নিউ ইয়ার…
আমার সাথে প্রেম,শান্তি এবং আনন্দের দেখা হয়েছিল..
তারা চিরকালের মতন থাকার জন্যে একটা জায়গা খুঁজছিল…
আমি তাদেরকে তোমার ঠিকানা দিয়ে দিয়েছি..
আশা করি তারা ভালোভাবে তোমার কাছে পৌঁছে গেছে…
হ্যাপী নিউ ইয়ার..
আমি বলব না যে তুমি সফল হও..
আমি বলব না যে তুমি সুখী হও..
আমি বলব যে নতুন বছরে তোমার যেন একটি সুন্দর চরিত্রগঠন হয়…
যে চরিত্রবান হয় তার জীবন সবসময়ই সুখকর হয়…
হ্যাপি নিউ ইয়ার…
নতুন বছরের শুভেচ্ছা বার্তা
আমি মন থেকে কামনা করছি যে আমার সব বন্ধুরা যেন এই নতুন বছরটা সত্যিই খুব ভালো
ভাবে কাটায়…কিন্তু বন্ধুরা আমাকে যেন ভুলে যেও না..
হ্যাপ্পি নিউ ইয়ার…
আরে কি লিখবো বুঝেছিস
হ্যাপী নিউ ইয়ার 2024
ওকে,
এবার তুই লেখ
উদিত রবির প্রথম আলো,দূর করবে সকল কালো। বইবে মনে আনন্দধারা, সবাই হবে
বাঁধনহারা। দিনটি হোক তোমার তরে, মন ভরে উঠুক খুশির ঝড়ে।
হ্যাপি নিউ ইয়ার..

হ্যাপি নিউ ইয়ার 2024 ছন্দ

এই রাতে এইটা সবাই করে. কেউ ১২টার আগে করে, কেউ ১২টার পরে করে. কেউ ঘুমিয়ে
করে,কেউ জেগে করে. কেউ ১বার করে,কেউ বার বার করে, আবার কেউবা সারারাত করে.তা
তুমি কখন করবে
“উইশ”নিউ ইয়ার এর?. তা তুমি যখনি করোনা কেন আমি এখনই করছি
হ্যাপি নিউ ইয়ার…
একটা ছোট্ট “রিমাইন্ডার” সবার জন্যে…
শুধুমাত্র ক্যালেন্ডার টাই চেঞ্জ হয়েছে….
বউ,কাজ এবং তোমার লক্ষ্যগুলো কিন্তু একই আছে…

হ্যাপি নিউ ইয়ার 2024 পিক

Happy New Year Bangla Wishes, SMS, Shayari 2024 - হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছাবার্তা, মেসেজ ২০২৪
“Good Health, Good Luck and much Happiness Throughout the Year.” ― Happy New
Year 2024
“May God gift you a style to convert your dream into reality in this new
year.” ― Wish You a Happy New Year 2024
I raise my glass today in wishing everyone a well loved, enjoyable, happy
and successful new year, much love and Cheers!!! 🍻🍻
God, this year I want a fat bank account and a slim waistline. Last year you
switched them around. Please get it right this year. 😀 😀
It’s time for new hopes…new dreams… a new beginning… Welcome 2024 with
enthusiasm !! 😇😇
Thinks that 2024 is going to be the year when miracles happen, wishes are
granted and dreams finally come true. 2024 is going to be my year.
“Good Health, Good Luck and much Happiness Throughout the Year.” ― Happy New
Year 2024
“May God gift you a style to convert your dream into reality in this new
year.” ― Wish You a Happy New Year 2024
I raise my glass today in wishing everyone a well loved, enjoyable, happy
and successful new year, much love and Cheers!!! 🍻🍻
God, this year I want a fat bank account and a slim waistline. Last year you
switched them around. Please get it right this year. 😀 😀
It’s time for new hopes…new dreams… a new beginning… Welcome 2024 with
enthusiasm !! 😇😇
It’s a brand New Year! A new chance for new beginnings! Close the door to
all regrets, mistakes,and learn from it! Make the best of every day!
My new saying for the year..”that doesn’t work for me”
New Year’s Eve is finally here!! Tomorrow brings a whole new year and many
changes, chances, and new life!! Have a great New Year’s Eve everyone 🙂 💥
🎈 🎉
My wish to everyone in 2024 – May your worries be less, and your positives
more, and may nothing but happiness come through your doors.
Thinks that 2024 is going to be the year when miracles happen, wishes are
granted and dreams finally come true. 2024 is going to be my year.
New Year Wishes, SMS In Bengali
“Good Health, Good Luck and much Happiness Throughout the Year.” ― Happy New
Year 2024
It’s a brand New Year! A new chance for new beginnings! Close the door to
all regrets, mistakes,and learn from it! Make the best of every day!
My new saying for the year..”that doesn’t work for me”
New Year’s Eve is finally here!! Tomorrow brings a whole new year and many
changes, chances, and new life!! Have a great New Year’s Eve everyone 🙂 💥
🎈 🎉
My wish to everyone in 2024 – May your worries be less, and your positives
more, and may nothing but happiness come through your doors.
Thinks that 2024 is going to be the year when miracles happen, wishes are
granted and dreams finally come true. 2024 is going to be my year.
Tags – Wishes, SMS, Quotes
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.