বর্তমান সময়ে অনেকেই একটু ভালো মানের বাংলা কবিতার (Bangla Kobita) খোঁজ করে থাকেন । কিন্তু সমস্যা হলো, সোশ্যাল মিডিয়ার যুগে তো আজকাল প্রায় সকলেই কবি হয়ে উঠেছেন। যার ফলে একটু ভিন্ন স্বাদের কিন্তু ভালো মানের কবিতা আজকাল আর তেমন পাওয়া যায়না । তাই আমরা চেষ্টা করেছি, বিভিন্ন লেখক ও লেখিকার সেরা কিছু কবিতা একসঙ্গে পোস্ট করার। আশা করছি আপনার ভালো লাগবে । আর আপনি যদি লেখা পাঠাতে ইচ্ছুক থাকেন, তাহলে নিচে কমেন্টে লিখে জানান । তো, চলুন শুরু করা যাক ।
ভালো বাংলা কবিতা
গোপনে
– অশোক চক্রবর্ত্তী
এই হয়েছে ভালো
এই হয়েছে ভালো…….
জগতমাঝে সবার মাঝে
তুমিও আছ আমিও আছি
তুমি কেমন আমি কেমন কেউ তা জানিনা
শুধু রয়েছে দুজনার মাঝে এক দূঃসহ ব্যাথার বাঁধা।
বন্ধু ছিলাম এককালে অনেক যুগ আগের কথা
ভুলতে চেয়েছি পুরোন স্মৃতি এইতো মোদের জল্পনা
কেউ কারেও চিনবনা, কেউ কারেও ভাববনা
দেখা হলেও কেমন তুমি কেউ কারেও শুধাবনা।
আশেপাশের চেনাজানা কেউ জানেনা মোদের কথা
বিষাদমুখর সেই রাত্রি দিয়েছে ভেঙে আমার আশা
তুমি গিয়েছ অনেক দূরে সীমন্তিনীর বেশ ধরে
দিয়েছ ভেঙে মনটা আমার ভুলতে বলেছ তোমাকে আমায়।
আমি রয়েছি একাকী আলয় তোমার স্মৃতি ধরে
চোখ বুঝলেই তোমার হাসিমুখ এখনও পরে মনে,
ভুলবনা কোনদিন আমার ভালবাসা…. বড় জ্বালা গোপনে
জীবনের বাকী কটাদিন……..কিন্তু তুমিতো জানছনা!
এই হয়েছে ভালো ।
রোমান্টিক প্রেমের কবিতা
তোমাকেই বলছি
———- প্রতাপ মণ্ডল
অনেকদিন একটা প্রেমের কবিতা লিখি না…..
লিখতে চাইলেও বিরহ যেন কোথা থেকে চলে আসে!
কই! প্রেম তো আমি দেখতে পাইনা আমার আশেপাশে!
তাহলে কি করে লিখি বলতো প্রেমের কবিতা!
এই শোনো! হ্যাঁ… তোমাকেই বলছি
যাবো যাবো করে এখনও কেনো থেকে গেছো মনে?
কেনো তোমারই ভাবনা আসে থেকে থেকে, অবচেতনে?
আমি ভুলতে চাই আমার অতীত, আমি ভুলতে চাই তোমায়
আমি জানি, তুমি চাও আমিই যেন চলে যাই!যেতেই তো চাই….
তোমার চোখের সীমানা পার হয়ে মনের সীমানার বাইরে
ইচ্ছেমতো রাত জাগবো, আবার ইচ্ছে হলে জেগে উঠবো কাক ডাকা ভোরে!
সূর্য ওঠা দেখবো, দেখবো একটু একটু করে ব্যস্ত রাজপথ
কোনো তাড়া নেই, কেউ ডাকবে না আমাকে আদর করে
আমি চুপচাপ থাকবো বসে গালে হাত দিয়ে জানলার ধারে।
তারপর ধীরে ধীরে অস্ত যাবে ক্লান্ত সূর্য পশ্চিমাকাশে
আমি এই বেশ ভালো আছি, কাজ নেই আর ভালোবেসে!
আমি নিজের মনে নিজে থাকতে চাই, বিরহ আর ভালো লাগে না
তাইতো আমি আর একটাও প্রেমের কবিতা লিখি না…..
জনপ্রিয় বাংলা কবিতা
কবিতা – দেবীত্ব
– পল্লবী(রূপকথা)
আচ্ছা, শুধু কি বধ করলেই
মা দুর্গা হওয়া যায়?
মা দুর্গার দশ হাত, সে কি শুধু নিধনের জন্য?
না, কখনোই নয়।
দেবীর দশ হাত দশদিক সামলানোর জন্য।
ঠিক যেমনটা আমাদের মায়েরা
যুগ যুগ ধরে করে আসছেন!
তারা ঘর সামলেছেন, বাইরেটাও সামলেছেন।
আমরা বোধহয় ভুলে যাই,
দেবীর একহাতে শঙ্খও থাকে!
যা দিয়ে পরিবারকে সুরক্ষিত করা হয়
রোগ জীবাণুর হাত থেকে।
যেমনটা মায়েরা সন্ধ্যে দেওয়ার সময় করেন!
শঙ্খ বাজিয়ে চারদিকটা পরিচ্ছন্ন করেন।
দেবীর দশ হাত নারীর দশ ক্ষমতাকে বোঝায়।
একজন নারী নিপুণ হাতে
যেভাবে সবদিক সামলাতে পারে,
আর কারোর সেই ক্ষমতা নেই সমাজে।
শুধু বধ করলেই কি মা দুর্গা হওয়া যায়?
যায় না..
যেদিন দশ হাতে সমস্তটা সামলাতে পারবে,
ঠিক আমাদের মায়েদের মতন,
সেদিন জানবে,
দেবীত্ব তোমার মধ্যেও আছে…
আরো পড়ুন, সেরা আধুনিক প্রেমের কবিতা
কালপুরুষ ও গোপন প্রেম
– টুলু গাঙ্গুলী
বিয়ের পঁচিশটা বছর পায়ে পায়ে আসা,
মান অভিমান ঝগড়া যত ভালোবাসা।
হিসাব নিকাশ নেইতো কিছুই নেইকো বোঝাপড়া,
কাজের পরে কাজ করে যায় ব্যস্ততায় ভরা।
তারি মাঝে সময় করে নিজের জন্য রাখা,
আকাশপানে চেয়ে কালপুরুষকে দেখা।
কি যে এক ভালো লাগা এটাও ভালোবাসা,
কষ্ট যত ভুলিয়ে দেওয়া আগামির প্রত্যাশা।
কিশোরীর প্রথম প্রেম আবেগ অনুভুতি,
যৌবনের লজ্জাহীন বেপরোয়া দুর্মতি।
তারও পরে তুমি শান্তি গোপন প্রেমে লীন,
এমন নারী নেই কালপুরুষ হীন।
সংসারেরে বঞ্চনা নয় নয়কো ছলনা তার ,
আরও বেশি পাওয়া প্রেম, হার মানা হার।
ভাবনায় ডুবে যাওয়া অবগাহনে স্নান,
সংসার বিনে সব কিছু ম্লান।
আবৃত্তির জন্য সেরা কবিতা
কবিতা: নারী
– অন্তরা
হ্যা আমরা নারী,
আমরাই পারি,
নয় মাসের দীর্ঘ অপেক্ষার পর
তীব্র যন্ত্রনা নিয়েও হাসিমুখে
এক নবজাতকের সৃষ্টি ।
হ্যা আমরা নারী
আমরাই তো পালন করি
ভাইফোঁটা আর রাখির মত দিনগুলি
হ্যা আমরাই নারী
কারোর মতে আমরাই লক্ষী
আবার কেউ বলে ডাইনি,
কেহ বলে দুর্গরুপেণ কালী
আবার কারো মতে আমরা সরস্বতী,
হ্যাঁ আমরা নারী।
আমরাই হতে পারি একাধারে সংসারী
আবার আমরাই হতে পারি শত্রুবিনাশী
হ্যা আমরা নারী
আমরা কখনো সীতা কখনো দ্রৌপদি
কখনো ভৈরবী কখনো চণ্ডী।
হ্যা আমরা নারী
কখনো বা অপালা,
মৈত্রেয়ী আর গার্গী
হ্যা আমরা নারী
আমরা কখনো বা গৃহিনী
আবার কখনো চাকুরিজীবী
হ্যা আমরা নারী
আমরা মায়াবী।
তবে অবলা অসহায়া ভেবে
আঘাত আনো যদি
উঠবে জেগে আরেক রূপ মহিষাসুর মর্দিনি।
কারন আমরা নারী ।
আমরাই পারি শিষ্টের পালন
আর দুষ্টের শাস্তি
হ্যা আমরাই নারী ।।
আরো পড়ুন,
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত