Oppo Reno 11 Pro: ভারতের খুব শীঘ্রই আসছে চলেছে Oppo নতুন স্মার্টফোন। শোনা যাচ্ছে, Oppo দুটি অপশনে পাওয়া যাবে Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro এই দুটি ফোন লঞ্চ হতে পারে। যদিও এখনও ফোনটির লঞ্চের কথা প্রকাশ করেনি। Oppo Reno 11 Pro ফোনটি চিনে লঞ্চ হয়ে গেছে। Oppo এই সিরিজটি ভারতে জনপ্রিয় ফোনটির ক্যামেরার জন্য এবারও Oppo ক্যামেরাতে কিছু নতুন করবে বলে আশা করা যাচ্ছে। এবার চলুন দেখে নেওয়া যাক ফোনটির ফিচার ও অ্যাবিলিটি।
Oppo Reno 11 Pro Price & Full Details
Oppo Reno 11 Pro ফোনটি একটি 6.74-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লের সাথে যা 1240×2772 পিক্সেল (FHD+) রেজোলিউশন দেয়। Oppo Reno 11 Pro একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে। এটি 12GB RAM এর সাথে আসে। Oppo Reno 11 Pro Android 14 সাপোর্টে এবং এটি একটি 4700mAh ব্যাটারি ব্যাকআপে আসবে। Oppo Reno 11 Pro ফোনটি ফাস্ট চার্জিং এ থাকবে।
ক্যামেরাগুলির ক্ষেত্রে, Oppo Reno 11 Pro পিছনের দিকে একটি ট্রিপল ক্যামেরা সেটআপে থাকবে একটি 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে; একটি 32-মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির জন্য এটিতে একটি 32-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। Oppo Reno 11 Pro ColorOS 14 এর Android 14 উপর ভিত্তি করে এবং 256GB ইনবিল্ট স্টোরেজ প্যাক করে। Oppo Reno 11 Pro হল একটি ডুয়াল-সিম মোবাইল যা ন্যানো-সিম এবং ন্যানো-সিম কার্ড সাপোর্ট করে৷ Oppo Reno 11 Pro ফোনটি মুনস্টোন, অবসিডিয়ান ব্ল্যাক এবং ফিরোজা সবুজ রঙে লঞ্চ করা হবে। ফোনটির দাম আশা করা যাচ্ছে 40,990 টাকা থেকে শুরু হবে।
Oppo Reno 11 Pro Specifications
Key Specs –
Android v14
Performance –
Qualcomm Snapdragon 8 Plus Gen 1
Octa core (3.2 GHz, Single Core + 2.5 GHz, Tri core + 1.8 GHz, Quad core)
12 GB RAM
Display –
6.74 inches (17.12 cm); OLED
1240×2772 px (451 PPI)
120 Hz Refresh Rate
Bezel-less with punch-hole display
Rear Camera –
Triple Camera Setup
50 MP Wide Angle Primary Camera
8 MP Ultra-Wide Angle Camera
32 MP Telephoto (upto 20x Digital Zoom, upto 2x Optical Zoom) Camera
LED Flash
4k @30fps Video Recording
Front Camera –
32 MP Wide Angle Lens
4k @30 fps Video Recording
Battery –
4700 mAh
80W Super Flash Charging; USB Type-C port
General –
SIM1: Nano, SIM2: Nano
5G Supported in India
256 GB internal storage, Non Expandable
Vivo র সারপ্রাইজ, লঞ্চ হলো 12GB RAM এর 5G ফোন, থাকবে 50MP ক্যামেরা আর শক্তিশালী ব্যাটারি
Best Earbuds Under 2000 In 2024: সবচেয়ে কম দামে সেরা 10 টি ইয়ারবাডস, জানুন দাম