Vivo র সারপ্রাইজ, লঞ্চ হলো 12GB RAM এর 5G ফোন, থাকবে 50MP ক্যামেরা আর শক্তিশালী ব্যাটারি

Mrinal Roy
3 Min Read

Vivo V30 Lite: খুব তাড়াতাড়ি ভারতে নতুন একটি স্মার্টফোন আসতে চলেছে। আশা করা হচ্ছে আগামী বছর অর্থাৎ 5 june 2024 বাজারে আসবে। ভিভো তাদের ভি সিরিজের নেক্সট জেনারেশনের একটি নতুন ফোনে কাজ করছে যা Vivo V30 সিরিজের ওপরে। এই সিরিজে একসাথে তিনটি ফোন আসবে Vivo V30, Vivo V30 Pro এবং Vivo V30 Lite নামের তিনটি ফোন লঞ্চ করা হবে। চলুন জেনে নেওয়া যাক এর ফিচার ও স্পেসিফিকেশন।

Vivo V30 Lite Price & Full Details :


স্মার্টফোনটি Qualcomm এর Snapdragon 695 চিপসেট চলবে এবং 44W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে সাথে একটি 4,800mAh ব্যাটারি থাকবে। এটি একটি 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর এবং একটি 64-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমে দেখা যাবে এবং এটি দুটি রঙে ফরেস্ট ব্ল্যাক এবং রোজ গোল্ড কালারে দেখা যাবে। Vivo V30 Lite 5G দাম প্রায় 44,100 টাকা থেকে শুরু হবে। Vivo V30 Lite নতুন স্মার্টফোনটিতে 6.67-ইঞ্চি ফুল-HD+ (2,400 x 1,080 পিক্সেল) AMOLED প্যানেল থাকবে যার রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত এবং 1150 nits এর সর্বোচ্চ উজ্জ্বলতা এবং Adreno 619 GPU-এর সাথে যুক্ত। এটি 12GB LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 ইনবিল্ট স্টোরেজ অফার করে। হ্যান্ডসেটটি Android 13-ভিত্তিক FuntouchOS 13 বুট করে।

ক্যামেরা বিভাগে, Vivo V30 Lite 5G একটি 64-মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, একটি 8-মেগাপিক্সেল সেন্সর এবং পিছনে একটি LED ফ্ল্যাশের পাশাপাশি একটি 2-মেগাপিক্সেল সেন্সর থাকবে। সামনের ক্যামেরাটিতে একটি 50-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এটি 5G, 4G VoLTE, Wi-Fi 802.11, ব্লুটুথ 5.1, NFC এবং GPS সংযোগ অফার করে। নিরাপত্তার জন্য, হ্যান্ডসেটটি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকবে। এটি ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধের জন্য একটি IP54 রেটিং সহ আসে।

Vivo V30 Lite Specifications :

Loading...

Key Specs –
Android v13
Performance
Qualcomm Snapdragon 695
Octa core (2.2 GHz, Dual Core + 1.8 GHz, Hexa Core)
RAM
12 GB RAM
Display
6.67 inches (16.94 cm); AMOLED
1080×2400 px (395 PPI)
120 Hz Refresh Rate
Bezel-less with punch-hole display
Rear Camera
64 MP Wide Angle Primary Camera
8 MP Ultra-Wide Angle Camera
LED Flash + Aura Light
Front Camera
50 MP
Battery
4800 mAh
44W Flash Charging; USB Type-C port
General –
SIM1: Nano
5G Supported in India
256 GB internal storage, Non Expandable
Dust Resistant, Water Resistant

 

মাত্র 8000 টাকায় 256GB স্টোরেজ 12GB RAM ও আইফোনের মতো ফিচারস নিয়ে লঞ্চ হবে এই স্মার্টফোন! জানুন লঞ্চ ডেট 

iPhone 16 Pro Release Date: বড় চমক! মারাত্মক ডিজাইন নিয়ে লঞ্চ হবে আইফোন 16 প্রো, জানুন কবে ?

Xiaomi Mix Fold 3: ফোল্ডিং ফোনের দুনিয়াতে ঝড় আনতে চলেছে শাওমির এই ফোন, দেখুন ফিচারস

Share This Article