Jaha Bolibo Shotto Bolibo Web Series Review, Cast, Real Story, Download & Watch Online

Priyankush Maity
2 Min Read

Jaha Bolibo Shotto Bolibo Review: “দাবার বোর্ড আর কোর্টের মধ্যে তফাৎ এটাই যে দাবার বোর্ডে হয় গুটি গুলো হয় সাদা নয় কালো, এর মাঝামাঝি কোন গ্রে অংশ নেই আর কোর্টে একটা বিশাল অংশই গ্রে”.. সত্যিটাকে যদি সাদা দিয়ে চিহ্নিত করি আর মিথ্যেটাকে কালো দিয়ে, এর মাঝেও অনেকখানি অংশ থেকে যায় ছাই রঙা থেকে যায়, সত্যি মিথ্যের এক অদ্ভুত মিশেল হয়ে। কোর্টরুম ড্রামা আমার বরাবরের ভীষণ প্রিয়।

Jaha Bolibo Shotto Bolibo Review


“যাহা বলিব সত্য বলিব” -র টিজারে যখন ডিফেন্স ল’য়ার হিসাবে টোটা রায় চৌধুরীকে বলতে শুনেছিলাম, “সিনহা নয় সিংহ” তখনই এটা যুক্ত হয়েছিল আমার দেখার তালিকায়। ছ’টা পর্ব শেষ করে এটুকুই বলব সপ্তাহন্তে অবশ্যই দেখে নিন পারেন সিরিজটি। সকলেই নিজের চরিত্রে যথাযথ। তবে সিংহভাগ এটেনশান কিন্তু নিয়ে গেছেন সেই সিংহ মশাই। দুর্ধর্ষ সংলাপ। ‘শূন্য’ গানটা আলাদা ভাবে দাগ কেটে যায়। কয়েকটা দৃশ্য এতটাই সুন্দর সেইগুলো মনে গভীর ভাবে গেঁথে যায়, সেগুলো নিয়েও আলাদা করে লেখা যায়। টিম “যাহা বলিব সত্যি বলিব”-র টিমকে ধন্যবাদ তাদের আন্তরিক এবং সাহসী প্রচেষ্টার জন্য।

Jaha Bolibo Shotto Bolibo Cast Name

Loading...

যদিও নির্মাতারা গল্পটাকে একবারও হুবহু বাপি সেনের ঘটনার পুনর্নির্মাণ বলে দাবি করেননি বরং বাস্তব দ্বারা অনুপ্রাণিত একটা কাল্পনিক গল্প হিসেবেই বলেছেন তবু আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে সিরিজের শুরুতে এবং শেষে যখন প্রয়াত বাপি সেনের নাম উল্লেখ করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তখন ক্লাইম্যাক্সের নাটকীয়তার বদলে বাস্তবের ঘটনার অনুসরণ করে চিত্ররূপ করলেও মন্দ হত না, afterall, Truth is stranger than fiction.💔
তবে, ক্লাইম্যাক্সের ঘটনাক্রমের পিছনে হয়তো রয়েছে অন্য ভাবনা। সত্যের মুখোমুখি হতে গিয়ে যাতে ভবিষ্যতে কেউ পিছিয়ে না যায় তাই ইচ্ছাকৃতই গল্পটাকে অন্য ভাবে ভাবা হয়েছে,এবং দেখানো হয়েছে।

যাইহোক আমার মতো খুঁতখুঁতে মানুষের অভ্যেসই হল, ” যতই দাও, ততই চাই, পোশায় আর না..”। সন্দিহান না হয়ে পরের মুখের ঝাল না খেয়ে দেখে নিন “যাহা বলিব সত্য বলিব”।

আরো পড়ুন,

12th Fail Movie দেখে নতুন বছরের রেজোলিউশন তৈরি করলে সাফল্য আসবে নিশ্চিত!

বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে ভালোবাসার ছবি ‘বাবলি’ নিয়ে আসছে রাজ – শুভশ্রী

Share This Article