OnePlus Ace 2 Pro: One Plus নিয়ে এলো দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশনের এক স্মার্টফোন One Plus Ace 2 Pro। ফোনটি আজকে অর্থাৎ 6 January 2024 লঞ্চ করলো । OnePlus Ace 2 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে ফোনটি হল, OnePlus 11R এবং OnePlus 11-র মতোই। এই ফোনটিতে থাকছে বিশাল RAM ক্যাপাসিটি। এই ব্র্যান্ডের ফোনগুলি আগের থেকেই RAM ও স্টোরেজের দিক থেকে এগিয়ে আছে এবং আগেও দেখেছি তাদের ফোনগুলোর হাই র্যাম ও স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া। যাই হোক এবার দেখে নেওয়া যাক এই ফোনের ফিচারস ও স্পেসিফিকেশন।
One Plus Ace 2Pro Price & স্পেসিফিকেশন
OnePlus Ace 2 Pro ফোনটি 120 Hz রিফ্রেশ রেট 6.74-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সহ আসে যা 1,240×2,772 পিক্সেল (FHD+) এর। এই ফোনটিতে একটি অক্টা-কোর Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে। এটি 12GB RAM এর সাথে আসে এবং Android 13 চালায় এবং এটি একটি 5000mAh এর ব্যাটারি থাকবে। OnePlus Ace 2 Pro সুপার VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরাগুলির ক্ষেত্রে, OnePlus Ace 2 Pro পিছনের দিকে একটি ট্রিপল ক্যামেরা সেটআপে আছে একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা রয়েছে; একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির জন্য এটিতে একটি f/2.4 অ্যাপারচার সহ একটি 16-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। OnePlus Ace 2 Pro ফোনে 256GB ইনবিল্ট স্টোরেজ আছে এবং ডুয়াল-সিম (GSM + CDMA এবং GSM) মোবাইল যা ন্যানো-সিম এবং ন্যানো-সিম কার্ড গ্রহণ করে৷ সব সিম কার্ডে 4G সহ 5G সাপোর্ট করে। এটি অরোরা সবুজ এবং টাইটানিয়াম অ্যাশ গ্রে রঙে লঞ্চ করা হয়েছে। এটি ভারতের বাজারে 34,499 টাকায় পাওয়া যাবে।
One Plus Ace 2 Pro Specifications
Key Specs –
Android v13
Performance –
Qualcomm Snapdragon 8 Gen 2
Octa core (3.2 GHz, Single Core + 2.8 GHz, Quad core + 2 GHz, Tri core)
12 GB RAM
Display –
6.74 inches (17.12 cm); AMOLED
1240×2772 px (451 PPI)
120 Hz Refresh Rate
AGC Dragontrail Protection
Bezel-less with punch-hole display
Rear Camera –
Triple Camera Setup
50 MP Wide Angle Primary Camera
8 MP Ultra-Wide Angle Camera
2 MP Macro Camera
LED Flash
4k @30fps Video Recording
Front Camera –
16 MP Wide Angle Lens
Screen flash
Full HD @30 fps Video Recording
Battery –
5000 mAh
150W Super VOOC Charging; USB Type-C port
General –
SIM1: Nano, SIM2: Nano
5G Supported in India
256 GB internal storage, Non Expandable
Smartphone Battery Tips: স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সেরা 5 টি উপায় (টিপস) | মোবাইল ব্যাটারি
মকর সংক্রান্তির আগেই লঞ্চ হবে Poco X6 Pro, জেনে নিন দাম ও ফিচারস