মকর সংক্রান্তির আগেই লঞ্চ হবে Poco X6 Pro, জেনে নিন দাম ও ফিচারস

Mrinal Roy
3 Min Read

Poco X6 Pro: Poco একটি নতুন সিরিজ ভারতে 11 জানুয়ারি 2024 এ লঞ্চ করবে বলে জানিয়েছে। যার নাম দিয়েছে Poco X6 Pro। এই নতুন স্মার্টফোনটি দুটি অপশনে লঞ্চ করবে Poco X6 আর Poco X6 Pro। এক রিপোর্ট অনুযায়ী, Poco X6 হতে পারে Redmi Note 13 Pro এর রিব্র্যান্ডেড সংস্করণ, আর Poco X6 Pro সম্ভবত Redmi K70e -এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। তবে এই বিষয় কোনও অফিসিয়াল তথ্য এখনও পর্যন্ত প্রকাশ করেনি। যাই হোক নিচে দেওয়া হল বাকি ডিটেইলস।

Poco X6 & Poco X6 Pro Price & Full Details

এই নতুন স্মার্টফোনটিতে থাকতে পারে একটি Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে LPDDR5 র‍্যাম এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজ। Poco X6 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এবং সেখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে একটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের শুটার থাকতে পারে।


অন্যদিকে Poco X6 Pro ফোনে থাকতে পারে একটি Mediatek Dimensity 8300 ultra প্রসেসর। এই নতুন ফোনে 12GB পর্যন্ত র‍্যাম এবং 512GB ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এই ফোনটি ভারতে লঞ্চ হতে চলা প্রথম ফোন হবে যেখানে Mediatek Dimensity 8300 ultra প্রসেসর থাকবে। এই ফোনে 6.67 ইঞ্চির একটি AMOLED 1.5K LTPS ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট 120Hz হতে পারে। Poco X6 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একটি 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকবে। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা আলট্রা ওয়াইড লেন্স এর সাথে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার থাকবে। এই ফোনে একটি 5500mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। Poco X6ফোন লঞ্চ হতে পারে কালো, ধূসর এবং হলুদ রঙে। আবার Poco X6 Pro ফোন কালো, নীল এবং সাদা রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ফোনটিকে 12GB + 512GB ভেরিয়েন্টে দেখানো হয়েছে যার দাম প্রায় 29,500 টাকা।

Poco X6 Pro 5G Specifications

General
Android v14
In Display Fingerprint Sensor
Display
6.67 inch, OLED Screen
1220 x 2712 pixels
446 ppi
HDR10+, 1800 nits (peak), AI Display, Eye Protection Mode, 1920Hz High-frequency PWM dimming
120 Hz Refresh Rate
Punch Hole Display
Camera
64 MP + 8 MP + 2 MP Triple Rear Camera with OIS
4K @ 24 fps UHD Video Recording
16 MP Front Camera
Technical
Mediatek Dimensity 8300 Ultra Chipset
3.35 GHz, Octa Core Processor
12 GB RAM
256 GB Inbuilt Memory
Memory Card Not Supported
Connectivity
4G, 5G, VoLTE
Bluetooth v5.4, WiFi, NFC
USB-C, IR Blaster
Battery
5500 mAh Battery
90W Fast charging

12GB RAM, 256GB স্টোরেজ নিয়ে লঞ্চ হবে Oppo এর এই নতুন ফোন, দাম জেনে অবাক হবেন

Best Earbuds Under 2000 In 2024: সবচেয়ে কম দামে সেরা 10 টি ইয়ারবাডস, জানুন দাম

Samsung S24 Ultra Released Date: বাজারে রাজত্ব করতে 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হবে এই ফোন, আতঙ্কে Apple

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.