India Vs South Africa: নাটকীয়ভাবে 0 রানে 6 ইউকেট ভারতীয় দলের, দক্ষিণ আফ্রিকা অলআউট 55 রানে

Mrinal Roy
3 Min Read

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ দেখে আপনার মনে হতে পারে আপনি কোন পাড়ার গলিতে বাচ্চাদের ক্রিকেট ম্যাচ দেখছেন।

India Vs South Africa 2nd Test


শুনে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট দক্ষিণ আফ্রিকার করা 55 রানের জবাবে ভারত গুটিয়ে গেলো 153 রানে । কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, শেষ 6 টি উইকেট পড়লো 0 রানে । দুপুরে চা বিরতির আগে ভারতের রান ছিলো 153 – 4 । পরে মাত্র 11 বলে পড়লো 6 ইয়কেট
আজ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এরকমই এক নাটকীয় ম্যাচ দেখলো ভারতীয় ক্রিকেট প্রেমীরা ।
দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে রীতিমতো তাসের ঘরের মতো গুটিয়ে গেলো ভারতীয় ব্যাটারা । রোহিত শর্মা, শ্রেয়স আইয়ারদের দেখে মনে হচ্ছিলো মাঠ ছেড়ে বেরিয়ে গেলে যেন বেচে যায়।

India Vs South Africa Test Match


দ্বিতীয় ইনিংসের শুরুটা কিন্তু খারাপ হয়নি ভারতীয় দলের। জয়সওয়াল আবারো ব্যার্থ শুরুতেই । কিন্তু শুভমন গিল ও রোহিত শর্মা বেশ ভালো শুরু করে। দীর্ঘক্ষণ বেশ আগ্রাসী নীতিতে ব্যাটিং করে এই জুটি।
কিন্তু অর্ধশত রানের কাছাকাছি এসেও রোহিত শর্মা আউট হয়ে যায় । তার আউটের পরই মাঠে নামে বিরাট কোহলি ।
কিন্তু তারপরই অঘটন ঘটে মাঠে । কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে যায় শুভমণ গিল । আর তার পরের ওভারে প্যাভিলিয়নে ফিরে যায় শ্রেয়স আইয়ার ।
এরপর মাঠে যা ঘটে তা যেন নাটকের শেষ দৃশ্যের মতো ।
মাঠে উপস্থিত দর্শক এরপর শুধু দেখছে ভারতীয় ব্যাটারদের আসা যাওয়া । আজকে ভারতীয় ব্যাটারদের রান নিন্মরুপ।

জয়সয়াল
রোহিত শর্মা৩৯
শুভমন গিল৩৬
বিরাট কোহলি৪৬
কে এল রাহুল
আইয়ার
জাদেজা
বুমরাহ
মহম্মদ সিরাজ
কৃষ্ণা
মুকেশ কুমার

India Vs South Africa Score

এর আগে দিনের শুরুতে মহম্মদ সিরাজ দক্ষিণ আফ্রিকার 6 উইকেট তুলে নেয় । এই নিয়ে তৃতীয়বার মহম্মদ সিরাজ এক ইনিংসে 5 টি উইকেট পেলো ।
দক্ষিণ আফ্রিকাও মাত্র 66 রানে গুটিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার হয়ে সবথেকে বেশি রান করেন উইকেট রক্ষক ব্যাটার ভেরেনের ।
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের এই বিপর্যয় কিন্তু প্রশ্ন তুলেছে অনেক বিশেষজ্ঞের ।
তরুণ ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকার তুখোড় এই বোলিং লাইন আপের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ার এই দৃশ্য বহুদিন মনে থাকবে ক্রিকেট বিশ্বের।

12th Fail Movie দেখে নতুন বছরের রেজোলিউশন তৈরি করলে সাফল্য আসবে নিশ্চিত!

Amrit Bharat Express: বাংলা পাচ্ছে প্রথম অমৃত ভারত এক্সপ্রেস, ভাড়া মাত্র ৯২৫ টাকা, জানুন বিস্তারিত

Sandeep Maheswari Vs Vivek Bindra Controversy: মোটিভেশনের নামে বউ পেটানোর দায়ে আটক বিবেক বিন্দ্রা! জানুন বিস্তারিত

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.