এই ট্রেনের ভাড়া হলো মাত্র 925 টাকা ! ভাবছেন এ আবার কি ? এই ভাড়া তো বন্দে ভারত এক্সপ্রেসের থেকেও কম। আসলে আজ বছরের শেষে বাংলাকে নতুন বছরের গিফট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। মালদা থেকে ব্যাঙ্গালুরু অব্দি ছুটবে এই ট্রেন। অত্যাধুনিক ও বিশ্বমানের সুবিধা থাকবে এই ট্রেনে। অমৃত ভারত ট্রেনের পাশাপশি মোদী আরো ছয়টি নতুন বন্দে ভারত ট্রেনের ঘোষনা করেছেন । চলুন জেনে নেওয়া যাক, এই নতুন অমৃত ভারত এক্সপ্রেসে কি সুবিধা পাওয়া যাবে ।
Amrit Bharat Express Train Ticket Price
অমৃত ভারত এক্সপ্রেস হল ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ নতুন ট্রেন যা সাধারণ মানুষদের সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছে। নন-এসি ট্রেনে দ্বিতীয় শ্রেণীর অসংরক্ষিত কোচ এবং স্লিপার কোচ থাকবে। প্রতিটি প্রান্তে একটি 6,000 HP WAP5 লোকোমোটিভ সহ, নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি 130 কিলোমিটার গতির সম্ভাবনা সহ পুশ পুল প্রযুক্তিতে চলবে। 30 ডিসেম্বর 2023-এ, এই এক্সপ্রেস ট্রেনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যা ধাম জংশন থেকে উদ্বোধন করেছেন এবং এই প্রথম পরিষেবাটি দারভাঙ্গা শহর থেকে নয়াদিল্লির আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত 1 জানুয়ারী 2024-এ শুরু হবে। অমৃত ভারত এক্সপ্রেস ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত একটি নো-ফ্রিলস সুপারফাস্ট এক্সপ্রেস পরিষেবা। এটি একটি Non AC Sleeper Cum Unreserved Class পরিষেবা যা কম খরচে এবং দীর্ঘ দূরত্ব পরিবেশনের জন্য ডিজাইন করা হয়েছে। এই এক্সপ্রেস ট্রেন রাতে পরিষেবা দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে যা 800 কিলোমিটার (500 মাইল) এর বেশি দূরত্বে থাকা ভারতীয় শহরগুলিতে যাওয়ার জন্য। এই ট্রেনটি খুব দ্রুত গতিতে চলবে। তবে রেলওয়ে ট্র্যাকের গতির ক্ষমতা, একাধিক স্টপেজ এবং যানজটের কারণে পরিষেবাগুলির অপারেটিং গতি 110-130 কিমি/ঘন্টা (68-81 মাইল) পর্যন্ত রেখেছে।
Amrit Bharat Express Route
এই ট্রেনটি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস দ্বারা নির্মিত এবং 2টি লোকোমোটিভ রয়েছে, যা ভারতের বৃহত্তম লোকোমোটিভ উৎপাদন ইউনিটগুলির মধ্যে একটি, এবং 22টি কোচ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) দ্বারা তৈরি করা হয়েছে, যা ভারতীয় রেলের পাঁচটি রেক উৎপাদন ইউনিটের একটি। 22-কোচের ট্রেনসেটটি এক সাথে প্রায় 1,800 জন যাত্রীকে বহন করতে পারবে। বাকি ডিটেইলস নিচে দেওয়া হল
Overview
- Service type – SuperFast Express Train
- Status – Operational
- First service – 30 December 2023
Technical
- Rolling stock – Amrit Bharat (trainset)
- Track gauge – 1,676 mm (5 ft 6 in)
- Electrification – Locomotives – 25 kV 50 Hz AC via
- Overhead line
- Operating speed – 130 km/h (81 mph) (Maximum)
- Average length – 23.54 m (77.2 ft) (each) and 22 coaches
আরো পড়ুন,
Top 5 Smartwatches Under 5000: ফিচার্সে ভরপুর সেরা 5 টি স্মার্টওয়াচ 5000 এরও কম দামে
Upcoming Smartphones In December 2023 {Updated} ডিসেম্বরে আসছে তাক লাগানো এই ফোনগুলো