Itel P55 5G: মাত্র 9 হাজার টাকার মধ্যে লঞ্চ হলো Itel P55 স্মার্টফোনটি। সত্যি শুনতে অবাক লাগে এত সস্তার ফোন তার ওপর 5G ফোন। ভারতে লঞ্চ হয়েছে এই নতুন ফোনটি গত 26শে সেপ্টেম্বর 2023 এবং বাজারে পাওয়া যাচ্ছে অক্টোবর মাসেই। Itel কোম্পানি জানিয়েছে এই ফোনটি প্রথম 5G সেট হবে যা এত কম দামে বাজারে পাওয়া যাবে। পুরো ভারত জুড়ে চালু হয়ে গিয়েছে নতুন স্মার্টফোনটি। ফোনটি একটি স্টোরেজ অপশনের লঞ্চ করা হয়েছে এই ফোনটি এবং দুটি রঙে কেনা যাবে এই ডিভাইসটি। বাকি ডিটেইলস নিচে দেওয়া হল।
Itel P55 5G Price & Full Details
Itel P55 5G 202 ফোনটি 90 Hz রিফ্রেশ রেট 6.60-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সহ আসে যা 720×1600 পিক্সেল (HD+) এর রেজোলিউশন অফার করে। Itel P55 5G একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসরে আছে। এটি 8GB RAM এর সাথে ইনবিল্ট স্টোরেজে 128GB যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 256 GB পর্যন্ত বাড়ানো সম্ভব। Itel P55 5G Android 13 চালায় এবং এটি একটি 5000mAh ব্যাটারি আছে যা ফাস্ট চার্জিং এর সাপোর্ট করে।
ক্যামেরার ক্ষেত্রে, Itel P55 5G রিয়ার প্যাক 50-মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির জন্য এটিতে একটি 8-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। Itel P55 5G Android 13 এর উপর চলবে। Itel P55 5G একটি ডুয়াল-সিম মোবাইল। এটি গ্যালাক্সি ব্লু এবং মিন্ট গ্রিন রঙে লঞ্চ করা হয়েছে। Itel P55 5G-তে রয়েছে Wi-Fi, GPS, Bluetooth v5.10, এবং USB Type-C। ফোনের সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, কম্পাস/ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভারতে এই নতুন ফোনটি Itel P55 5G এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে।
Itel P55 5G Specifications
Key Specs –
Android v13
Performance –
MediaTek Dimensity 6080
Octa core (2.4 GHz, Dual Core + 2 GHz, Hexa Core)
4 GB RAM
Display –
6.6 inches (16.76 cm); IPS LCD
720×1612 px (267 PPI)
90 Hz Refresh Rate
Bezel-less with waterdrop notch
Rear Camera –
Dual Camera Setup
50 MP (upto 10x Digital Zoom) Primary Camera
0.08 MP Camera
LED Flash
2k @30fps Video Recording
Front Camera –
8 MP
2k @30 fps Video Recording
Battery –
5000 mAh
18W Fast Charging; USB Type-C port
General –
SIM1: Nano, SIM2: Nano
5G Supported in India
128 GB internal storage, expandable upto 256GB
Vivo র সারপ্রাইজ, লঞ্চ হলো 12GB RAM এর 5G ফোন, থাকবে 50MP ক্যামেরা আর শক্তিশালী ব্যাটারি
200MP ক্যামেরা নিয়ে জানুয়ারির 4 তারিখে লঞ্চ হবে Redmi Note 13 Pro, জেনে নিন দাম ও ফিচারস