হৃদমাঝারে ওয়েব সিরিজ রিভিউ, রেটিং, ডাউনলোড

Priyankush Maity
2 Min Read

আবু হায়াত মাহমুদ পরিচালিত দীপ্ত প্লে অরিজিনাল ড্রামা সিরিজ ‘হৃদমাঝারে’ এর ট্রেলার দেখেছিলাম হঠাৎ একদিন ইউটিউবে। তখন সিরিজটি দেখার প্রতি আগ্রহ হয়েছিলো। এমনিতেও আবু হায়াত মাহমুদ’র কাজ গুলো ব্যক্তিগতভাবে আমার কাছে ভালোই লাগে। ‘হৃদমাঝারে’ সিরিজটি নিয়ে আলোচনার আগে আর্টিস্টদের নিয়ে কিছু বলি। এখানে পরিচালক যাদের নিয়ে কাজ করেছেন সকলেই দারুণ অভিনয়শিল্পী। বিশেষ করে শ্যামল মাওলা এবং নাজিয়া হক অর্ষা। তাদের অভিনয় ব্যক্তিগত ভাবে আমার খুব পছন্দ। জুটি হয়ে মনে হয় আরও বেশি ভালো লেগেছে। এছাড়া আবু হুরায়রা তানভীর এবং আইশা খান যথেষ্ট ভালো করেছেন নিজেদের চরিত্র এবং স্ক্রিন টাইম অনুযায়ী। দেখতেও ভালো লাগছিলো।

হৃদমাঝারে সিরিজ রিভিউ

সিরিজে আমরা দেখতে পাবো ডাক্তারের ভিন্ন দুটি রূপ দুজনের মধ্যে। একজন ইমরান আরেকজন সজল। ইমরান যেমন ঠিক তেমনই বিপরীত চরিত্র সজলের। নীলা আর ইমরান’র মাঝে কথার চালটা প্রথমে সজলই চেলেছিলো। এরপর আস্তে আস্তে সমস্যা বড় হতে থাকে। কারণ ফারিয়া নামের নতুন একজন ডাক্তারের সাথে ইমরানের একটি সম্পর্ক গড়ে উঠছিলো। সজল ঘরে বা হাসপাতালে খুবই খারাপ আচরণ করতো। কর্মীদের সাথেও তার আচরণ ছিলো প্রশ্নবিদ্ধ। শেষটা অন্যরকম ছিলো।

হৃদমাঝারে ওয়েব সিরিজ ডাউনলোড

Loading...

অভিনয়ের দিক থেকে সকলে সাবলীল ছিলেন। বিশেষ করে শ্যামল মাওলা এবং অর্ষা। ভালো লেগেছে। কালারের কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার দুর্দান্ত ছিলো।

‘হৃদমাঝারে’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে -তে। ইচ্ছে হলে নিজেদের সময়মতো দেখে ফেলতে পারেন সিরিজটি।

আরো পড়ুন,

12th Fail Movie দেখে নতুন বছরের রেজোলিউশন তৈরি করলে সাফল্য আসবে নিশ্চিত!

বাংলাদেশে ‘তুফান’ নিয়ে আসছে শাকিব – রায়হান জুটি, জানুন বিস্তারিত

Share This Article