প্রজাতন্ত্র দিবসের আবহে বলিউড কোন সিনেমা রিলিজ করবে না, তা কি হয় ? এই বছরেও তার অন্যথা হয়নি । মুক্তি পেয়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ফাইটার । মূল চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরের মতো বলিউডের তাবর তাবর অভিনেতারা ।
কিছুদিন আগেই এই ছবির টিজার রিলিজ হয়, সেখানে হৃত্বিক ও দীপিকার কেমিস্ট্রিকে দারুন ভাবে দেখানো হয়েছিলো। কিন্তু ট্রেইলারে পুরো মারধার ও দেশভক্তিকে ফুটিয়ে তুলেছিলো প্রযোজনা সংস্থা ।
Fighter Movie Review
এবারে, চলুন জেনে নেওয়া যাক সিনেমা কেমন হলো ? পরিচালক সিদ্ধার্থ আনন্দের এর আগের ছবি পাঠান বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। কিন্তু এই ছবি কি আদৌ সেই তকমা পাবে ?
ছবির পজেটিভ পয়েন্ট হলো স্বয়ং হৃত্তিক রোশন । বড় পর্দায় তাকে দেখতে সত্যি অসাধারণ লাগে । বিশেষত একশন দৃশ্যে তার দুর্দান্ত লুকস আপনাকে চোখ আটকে রাখবে পর্দায় । সেই সঙ্গে ছবির চিত্রনাট্য আপনাকে ইমোশনাল করতে বাধ্য ।
সত্যি বলতে, ট্রেইলার দেখে কেউ ভাবতে পারবে না যে পুরো ছবির মধ্যে এতো ইমোশনাল পয়েন্ট রয়েছে ।
Fighter Cast
- Hrithik Roshan
- Deepika Padukone
- Anil Kapoor
- Karan Singh Grover
স্টোরি
ছবির গল্প আমাদের চেনা এবং পরিচিত । কাশ্মীরে ভারতীয় জওয়ানদের ওপর যে হামলা হয়েছিল সেই ঘটনার আদলে ছবির গল্প লেখা হয়েছে ।
সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারতীয় বায়ু সেনার একদল অফিসার ড্রাগন নামের এক নতুন ইউনিট গঠন করে । কিভাবে এই দল সেই প্রতিশোধ নেবে এবং ব্যাক্তিগত পরিসরে তাদের কি কি ক্ষতি হবে তা নিয়েই ছবির গল্প চলতে থাকে । এই গল্পের অনেকটাই আপনারা ট্রেইলারে হয়তো দেখে থাকবেন।
ছবির গল্পে আপনি যদি অভিনব কিছু আশা করেন তাহলে আপনি হয়তো হতাশ হবেন । সেই চিরচেনা বলিউড স্টাইলে এই ছবির গল্প লেখা হয়েছে। যদিও এই বাজেটে যথেষ্ট ভালো VFX ও এডিটিং হয়েছে ।
অনেকেই ছবির ট্রেইলার দেখে ভেবেছিলেন হলিউড স্টার Tom Cruise এর ব্লকবাস্টার ছবি Top Gun এর কপি । কিন্তু আদতে তা নয়, কিছু একশন দৃশ্যে হয়তো কিছুটা মিল রয়েছে তবে টপ গান ছবির কপি নয় তা হলফ করে বলা যায় ।
ফাইটার মুভি রিভিউ
এবারে আসি ছবির নেগেটিফ পয়েন্টে । ছবির সবথেকে বড় ও নেগেটিভ পয়েন্ট হলো এই ছবির রাইটিং । সেই একঘেয়ে ভারত – পাকিস্তানের শত্রুতা আবারো ফিরে এসেছে ফাইটারের গল্পে । বলিউডকে এই বারবার রিপিটেট এই ফর্মূলা থেকে বেরিয়ে আসা উচিৎ । পাকিস্থান শত্রু রাষ্ট্র কিন্তু তাই বলে সব ছবিতে একইভাবে দেখানো বড় একঘয়ে ব্যাপার । হলিউড যেখানে AI কে ভিলেন বানিয়ে দিচ্ছে বলিউড সেই ইন্ডিয়া – পাকিস্থান দ্বন্দ কেই গল্প আকারে চালিয়ে দিচ্ছে । ছবির দ্বিতীয় নেগেটিভ হলো এই ছবির মূল ভিলেন । তাকে এতটাই কম দেখানো হয়েছে যে,মাঝে মাঝে তাকে ইনভিসিবল ভিলেন মনে হচ্ছিলো । তৃতীয় নেগেটিভ হলো ছবির মিউজিক । বহুদিন বাদে হৃত্বিকের কোন ছবিতে এত বাজে মিউজিক হয়েছে ।
ছবির গল্প যাই হোক, দূর্দান্ত VFX, স্ক্রিনে হৃত্বিকের ক্যারিশমা দেখতে আপনি একবার কিন্তু থিয়েটারে ঘুরে আসতেই পারেন । তবে 3D তে দেখবেন কিনা সেটা আপনার একান্তই ব্যাক্তিগত চয়েজ । কারণ এই ছবি 2D তে দেখলেও ভালোই লাগে ।
ছুটির আবহে বলিউড মশলায় মাখা ইমোশনাল গল্পে ভারত মাতা কি জয় বলতে একবার দেখে আসুন ফাইটার, মন্দ লাগবে না।
আরো পড়ুন,
দৃশ্যম এর ধাঁচেই মোহনলালের নতুন ক্রাইম থ্রিলার ছবি ‘নেরু’ প্রশংসিত দর্শকমহলে
ডার্ক কমেডি থ্রিলার গল্পে অনবদ্য ‘ মেরি ক্রিসমাস ‘ মন ছুঁয়ে যাওয়া অভিনয় ক্যাটরিনা, বিজয়ের