লোকসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। সমস্ত রাজনৈতিক দল নিজেদের ভোটব্যাঙ্ক মজবুত করার লক্ষ্যে নানা কৌশল অবলম্বন করেই চলেছে । কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিজেপি (BJP) আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বাংলার নেতাদের এমন এক পরামর্শ দিলেন যা শুনে অবাক হয়েছেন অনেকেই ।
চলতি সপ্তাহে বিজেপির কার্যকারিনি বৈঠকে বাংলার সমস্ত গেরুয়া নেতাদের সেই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডে । ভাবছেন কি এমন নির্দেশ ?
Lok Sabha Election 2024
আসলে বাংলার গেরুয়া নেতৃত্ব কে একটি সিনেমা দেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
সম্প্রতি এই সিনেমাটি OTT প্ল্যাটফর্ম Disney + Hotstar এ মুক্তি পেয়েছে । ছবির নাম ভ্যাকসিন ওয়ার ।
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন, অনুপম খের, নানা পাটেকর সহ অনেক অভিনেতা, অভিনেত্রী ।
প্রসঙ্গত, ভারতের করোনা আবহে ভ্যাকসিন নিয়েই এই ছবির গল্প । কিভাবে করোনা কালে ভারত এই ভ্যাকসিন আবিষ্কার করে সেই রিয়েল স্টোরি এই ছবিতে দেখানো হয়েছে । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছে বাংলার কন্যা রাইমা সেন (Raima Sen) । তিনি আবার ঘটনাক্রমে বিজেপির সবথেকে বড় প্রতিপক্ষ তৃণমূল দলের প্রাক্তন সাংসদ মুনমুন সেনের মেয়ে ।
যদিও ব্যাপারটি কাকতালীয়, কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেকেই ট্রোল করছেন বিজেপি কে।
তাছাড়া, এই ছবির যিনি পরিচালক তাকে নিয়ে বির্তকের শেষ নেই । ছবিটির পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। কয়েক মাস আগেই তার পরিচালিত ছবি ‘The Kashmir Files’ নিয়ে দেশজুড়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিলো।
দুর্গাপুজোর সময় অর্থাৎ 28 শে সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘The Vaccine War’ ছবিটি । বড় পর্দায় বক্স অফিসে তেমন সফল না হতে পারলেও অনেকের বেশ পছন্দ হয়েছে এই ছবিটি । ভারতের কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর অধ্যাপক বলরাম ভার্গবের বই ‘Going Viral’ গল্পের ওপরে নির্মিত হয়েছে এই ছবিটির চিত্রনাট্য ।
আর এই ছবিতেই সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন ।
যদিও বক্স অফিসে সফল হয়নি এই ছবিটি । তবে OTT রিলিজের পর অনেকেই অবশ্য ছবিকে নিয়ে নানা কথা জানিয়েছেন বিভিন্ন মাধ্যমে । এবারে দেশের প্রধানমন্ত্রী বাংলার নেতাদের সেই ছবি দেখার বার্তা দিয়েছেন ।
আসলে এই ছবির মধ্যে এমন এক বার্তা রয়েছে, যা রাজনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ন ।
প্রধানমন্ত্রী মোদীর এই পরামর্শকে অবশ্য বিরোধীরা অন্য নজরে দেখছেন। তৃণমূলের এক সাংসদ জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলাতে খারাপ ফল হবে, তাই মোদীবাবু আগাম সমস্ত গেরুয়া নেতাদের বিনোদন দিতে চাইছেন ।
আরো পড়ুন,
ব্লকবাস্টার ছবি ’12th Fail’ রিলিজ হয়েছে OTT প্ল্যাটফর্মে, জেনে নিন কোথায় দেখবেন ?
দেব – অনির্বাণ জুটিতে বাংলার ‘জওয়ান’ বানালেন অভিজিৎ সেন