12th Fail OTT Release
ফেইলিউর হচ্ছে এমন এক অস্ত্র যা আপনাকে হয় ভাঙবে, নাহয় গড়বে। তবে এই অস্ত্র দিয়ে নিজেকে গড়বেন নাকি ভাঙবেন সেটার সিদ্ধান্ত একমাত্র আপনার হাতেই। আর প্রোপার মোটিভেশন আপনাকে গড়তে সাহায্য করবে। হার না মানা পরিশ্রম আর কঠোর অধ্যবসায় দিয়েই লক্ষ্যভেদ করা যায়।
12th Fail Real Story
মুভির প্লট ছোট করে বলি। Manoj Kumar Sharma গ্রামের ছেলে। ইচ্ছে ছিল কোনমতে ১২ ক্লাস পাশ করে গ্রামেই কোন ছোটখাটো জব করবে। কলেজের অথোরিটি তাদেরকে চিট করে পাশ করতে সাহায্য করে। কিন্তু একজন সৎ পুলিশ অফিসার Dushyant Singh এসে পরীক্ষায় চিট করা আটকে দেয়। বিধায় সে ফেল করে।
পুলিশ অফিসারের সততায় মুগ্ধ হয়ে অফিসারকে জিজ্ঞেস করে আমি আপনার মত হতে চাই, কিভাবে হব? জবাবে অফিসার তাকে বলে, চিটিং করা ছেড়ে দাও। ব্যস সেই মুহূর্ত থেকেই তার লক্ষ্য ঠিক করে ফেলে সে। এখান থেকেই মুভি আসল টার্ন নেয়। সে নিরলস পরিশ্রম শুরু করে দেয় তার লক্ষ্যে পৌছানোর জন্যে।
পরবর্তীতে সে কি তার লক্ষ্যে পৌছাতে পেরেছিল? নাকি মাঝপথে ব্যর্থ হয়ে ফিরে আসে? বা তার সাথে কি কি ঘটেছিল জানতে হলে দেখতে পারেন।
12th Fail Online Watch OTT
এগুলাকে বলে আসল মুভি। আমার দেখা এবছরের সেরা একটা মুভি। শিক্ষণীয় মুভি, সকলের দেখা উচিত। স্পেশালি যারা উচ্চাকাঙ্খী, লাইফে বড় লক্ষ্যে পৌছাতে চায়, সৎ থেকে জীবনের সব ইচ্ছাপূরণ করতে চায় তাদের অবশ্যই দেখা উচিত।
Vikrant Massey মুভিতে একবারে তার সেরাটা দিয়েছে, যাকে বলে ন্যাচারাল এক্টিং। লুক, ডায়লগ, এক্সপ্রেশন সব একদম পারফেক্ট ছিল। ফিমেইল লিডে Medha Shankar দারুণ ছিলেন। অন্যান্য যত ক্যারেক্টার ছিল সবাই সবার মত দারুণ অভিনয় করেছে।
12th Fail OTT Download
মুভির বিজিএম, সিনেমাটোগ্রাফি সব কিছুই ছিল সুন্দর। সহজ করে যদি বলি, তাহলে মুভিটা তার যথাযথ ম্যাসেজ দর্শকের কাছে পৌছাতে সক্ষম হয়েছে।
কোথায় দেখবেন ?
সিনেমাটি ২৯ শে ডিসেম্বর থেকে Disney+ Hotstar এ দেখা যাচ্ছে।
আরো পড়ুন,
Yash Dasgupta Mentaal Movie: যশ-নুসরত এর ‘মেন্টাল’ ছবির পোস্টার প্রকাশ্যে, দেখে নিন রিলিজ ডেট
Kho Gaya Hum Kahan Review: প্রাসঙ্গিক, বর্তমান সমাজের ভার্চুয়াল বিপদের গল্পে অনবদ্য অন্যান্য পান্ডে