টি টোয়েন্টি বিশ্বকাপে কখন শুরু হবে ভারতের ম্যাচ ? দেখুন আইসিসির সূচি

Mrinal Roy
3 Min Read

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনেক আগেই প্রকাশিত হয়ে গেছে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার সময় প্রকাশ করেনি আইসিসি। আজকে সব বিস্তারিত জানিয়ে দিল আইসিসি। কখন থেকে শুরু হবে ভারতের ম্যাচ? চলুন জেনে নিই

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আগেই প্রকাশিত হয়ে গেলেও ম্যাচ শুরু হওয়ার সঠিক সময় এত দিন জানা যায়নি বা আইসিসি প্রকাশ করেনি। বৃহস্পতিবার অর্থাৎ আজকে তা জানিয়ে দিল আইসিসি। শুধু এই নয়, টিকিট বিক্রির দিনও ঘোষণাও হয়েছে এবং টিকিটের দাম রাখা হয়েছে মানুষের সাধ্যের মধ্যেই।

T20 World Cup 2024 Time Table

T20 বিশ্বকাপের গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে ভারত। প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত 8টা থেকে। আর স্থানীয় সময় সকাল 9.30টা থেকে। অর্থাৎ বলা যায় সকাল সকালই মাঠে নেমে পড়বে রোহিত শর্মা ও তার দল। আইসিসি এর দেওয়া তথ্য অনুযায়ী, ভারত প্রথম তিনটি ম্যাচ খেলবে নিউ ইয়র্কের মাঠ গুলিতে। আর চতুর্থ ম্যাচটি রয়েছে ডালাসে। 5 June আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। এবং পরে 9 June পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ইন্ডিয়া টিম। এইবার নতুন দুটি দল যুক্ত হয়েছে এই ক্রিকেট খেলাতে আমেরিকা ও কানাডা। 12 June আমেরিকা (USA) আর 15 June কানাডার (Canada) বিরুদ্ধে খেলবে ভারত। আবার, দেখা গেছে ভারত বনাম পাকিস্তানের সব ম্যাচই এমন সময়ে দেওয়া হয়েছে যাতে দু’দেশের ক্রিকেটপ্রেমী দর্শকেরা খুব সহজেই দেখতে পারেন। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটি করে ম্যাচ রয়েছে সকালে। ভারতের ‘প্রাইম টাইম’-এ ম্যাচগুলি দেওয়া হয়েছে, যে সময়ে আইপিএল শুরু হয়ে থাকে। তার জন্য অবশ্য সকালে কড়া রোদে খেলতে হবে রোহিতদের। সাধারণত টি-টোয়েন্টি ম্যাচ রাতে খেলেই অভ্যস্ত সব দলের এবং দর্শকরাও রাতে দেখতেই বেশি পছন্দ করে তাই দর্শকদের সুবিধার্থে বিশ্বকাপে নামতে হবে সকালেই।

T20 World Cup 2024 Tickets

দর্শকদের জন্য সবচেয়ে ভালো খবর টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকেই অর্থাৎ আজ থেকেই। কিন্তু এ দিন থেকে টিকিট কাটা যাবে না। আইসিসি জানিয়েছে সব দর্শক যাতে খেলা দেখতে পান তার জন্যে ‘ব্যালট’ প্রক্রিয়ার মাধ্যমে টিকিট বিক্রি করবে আইসিসি। 7 February, অ্যান্টিগার এর স্থানীয় সময় রাত 11:59 পর্যন্ত খেলা দেখার জন্য ব্যালটে নাম তোলা যাবে। 22 February থেকে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। ব্যালটে নাম লেখানোর পর সেই ম্যাচ এর খবর ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন কোন ম্যাচে সংশ্লিষ্ট দর্শক টিকিট কেটেছেন। একজন দর্শক একটি ম্যাচে দেখার জন্য সর্বোচ্চ 6টি টিকিট কাটতে পারবেন। সবকিছু মিলিয়ে সর্বোচ্চ 6টি ম্যাচের টিকিট কাটতে পারবেন। প্রায় 500 টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের দাম। 2078 টাকা পর্যন্ত দাম উঠতে পারে এই টিকিটের অর্থাৎ বোঝা যাচ্ছে সস্তাতেই খেলা দেখতে পারবেন দর্শকেরা।

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.