Poonam Pandey: মৃত্যু নিয়ে মশকরা করা পুনম পান্ডের 3 বছরের জেল ?

Priyankush Maity
3 Min Read

নীল ছবির অভিনেত্রী বাস্তব জীবনও যেন এক রহস্যময় চিত্রনাট্যর থেকে কোন অংশে কম নয় । গতকাল সকালে আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে তার মৃত্যুর খবর। তার নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এক ছবি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিলো পুনম আর আমাদের মাঝে নেই । আজ সকালে তার মৃত্যু হয়েছে ।
তারপরই সারা দেশ জুড়ে শুরু হয় তার মৃত্যু নিয়ে নানা আলোচনা । অনেক অনুগামীরাই শোক প্রকাশ করেন ।

Poonam Pandey Update

Loading...

কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই যেন সিনেমার মতোই তার আবার নতুন পোস্ট ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেখানে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন । দিব্যি ঠিক আছেন, তবে কি মৃত্যু নিয়ে মশকরা করাই ছিলো উদ্দেশ্যে ?
যদিও ভিডিও তে তিনি বলছেন, সারা দেশজুড়ে জরায়ু ক্যানসার নিয়ে আলোড়ন তৈরি করাই ছিলো তার উদ্দেশ্য। কিন্তু অনেকেই তা মানতে নারাজ । টুইটার (সাবেক এক্স) মাধ্যমে অনেকেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন । এক ব্যাক্তি লিখেছেন ‘ এই ধরনের নোংরা মানশকিতার মেয়েকে দ্রুত এরেস্ট করা হোক’। নিজের মৃত্যুকে কেউ মার্কেটিং করতে পারে তা বোধহয় পুনম ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয়।
অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে, এই ধরনের ভুয়ো খবর ছড়ানোর খবরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কি নেওয়া যায় ?
ভারতীয় আইন অনুযায়ী, ভুয়ো খবর ছড়ানোর অপরাধে জেল হতে পারে এই নীল তারকার । ভারতীয় আইনের IT ACT – 2000 এর ধারা 67 অনুযায়ী, কেউ যদি প্রথমবার সোশাল মিডিয়ায় গুজব বা ভুয়ো খবর ছড়ানোর জন্য দায়ী হয়, সেক্ষেত্রে তার তিন বছরের জেল ও পাশাপাশি 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে । এর এই ঘটনা বারবার করলে 5 বছরের জেল ও 10 লক্ষ টাকা জরিমানা হবে ।

Poonam Pandey Latest News


আজ সকালে পুনম ভিডিও প্রকাশ করে বলেছেন, আমি দুঃখিত, আমি যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমাপ্রার্থী । আমার উদ্দেশ্য ছিলো সবাইকে সচেতন করা। আমি গর্বিত যে আমার মৃত্যুর খবরে সবাই জরায়ু ক্যানসার (Cervical Cancer) নিয়ে জানতে পেরেছে।

এখন ঘটনা হলো, শুধুই কি সার্ভিক্যাল ক্যানসার নিয়ে আলোড়ন তৈরি করাই ছিলো তার উদ্দেশ্য ? নাকি প্রচারের আলোয় ফেরার জন্য ছিলো নিছক এক মশকরা ?

আরো পড়ুন,

আমি বেঁচে আছি, পুনমের ইনস্টাগ্রাম ঘিরে চাঞ্চল্য

Share This Article