Yashasvi Jaiswal: ডাবল সেঞ্চুরির পর ইতিহাসে জায়গা হলো যশস্বীর

Mrinal Roy
2 Min Read

কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী জয়স়ওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে যশস্বী ডাবল সেঞ্চুরি করলেন। আর 209 রান করে থামল তাঁর ইনিংস। 22 বছর বয়সে টেস্টে 200 রান করে ফেললেন যশস্বী জয়সওয়াল। আর একটুর জন্য কনিষ্ঠতম ভারতীয় হিসাবে দ্বিশতরানের রেকর্ডটা গড়া হল না জয়সওয়ালের। সেই রেকর্ড এখনও অক্ষত বিনোদ কাম্বলির নামে।

Yashasvi Jaiswal Double Century

Loading...

টেস্টে কনিষ্ঠতম ভারতীয় হিসাবে 200 রানের রেকর্ড ছিল বিনোদ কাম্বলির। সেটা অল্পের জন্য ভাঙতে পারলেন না যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার অর্থাৎ আজ সকালে দ্বিশতরান করতেই তিনি ঢুকে পড়লেন তৃতীয় স্থানে। প্রথম ও দ্বিতীযতে কাম্বলি এবং সুনীল গাওস্কর।

India vs England Test

যশস্বী জয়সওয়াল প্রথম দিন 179 রানে শেষ করেছিলেন । দলের মোট রানের 53% রান প্রথম দিনে একাই করেন যশস্বী । এরপর দ্বিতীয় দিনেও তিনি ঝলক দেখালেন। প্রথম দিনের ইনিংসে ছিল অধিকাংশ চার ও ছয়। দ্বিতীয় দিনও শুরু করলেন তিনি একইভাবে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া স্যুইপ শর্ট তিনি মারলেন। সামনে জেমস অ্য়ান্ডারসন থাকলেও তাঁকে ছাড়িয়ে মাঠের বাইরে পাঠালো বল।প্রথম দিনের পরেই হুংকার দিয়েছিলেন দ্বিতীয় দিনে তাঁর টার্গেট থাকবে 200 রান। যশস্বী যেভাবে প্রথম দিন শুরু করে ঠিক একই ভাবে দ্বিতীয় দিনটা সেভাবেই করলেন। আর দিনের প্রথম সেশনে 275 বলে নিজের 200 রান সম্পূর্ণ করলেন তিনি।

কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। যদিও তাঁর ইনিংস ডাবল সেঞ্চুরির পরে আর লম্বা হয়নি। 290 বলে 209 রান করে আউট হন। এবং তাঁর ইনিংসে ছিল 19টা চার ও 7টি ছয়। ভারতের রানের মধ্যে যশস্বী জয়স়ওয়াল একাই অধিকাংশ রান করলেন। এরসঙ্গে তিনি রেকর্ড তৈরি করলেন। তরুণ ওপেনার হিসেবে তিনি ডাবল সেঞ্চুরি করলেন। মাত্র 22 বছর বয়সে টেস্টে দ্বিশতরান করে ফেললেন যশস্বী। কাম্বলির রেকর্ড ছিল 21বছর বয়সে দ্বিশতরানের। 1993 সালে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধেই সেই 200 রান করেছিলেন কাম্বলি। গাওস্কর দ্বিশতরান করেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে 1971 সালে। সেই দুই নজির অক্ষত রইল।

আরো পড়ুন,

আমি বেঁচে আছি, পুনমের ইনস্টাগ্রাম ঘিরে চাঞ্চল্য

প্রথম দিনেই মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের অভিযোগ, চিন্তায় পড়ুয়ারা

Share This Article