Dev : লোকসভা ভোটের আগে তৃণমূলের সাংসদ – অভিনেতা পদ থেকে দিলেন ইস্তফা

Mrinal Roy
2 Min Read

সামনেই লোকসভা ভোট আর এই লোকসভা নির্বাচনের আগে সাংসদ ও টলিউড স্টার দেব দিলেন ইস্তফা। তাঁর এইরকম ভূমিকায় তৃণমূল মহলে চাঞ্চল্যএবং চমক টলিউডেও। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ দেব অর্থাৎ অভিনেতা দীপক অধিকারী লোকসভা ভোটের আগে একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ দেব। তবে তিনি সাংসদ পদে আছেন। জেলা শাসককে চিঠি লিখেছেন দেব। শনিবার আচমকাই সাংসদ হিসেবে 3টি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা দেব৷ সাংসদ হিসেবে ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান ছিলেন দেব৷ সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ এছাড়াও ঘাটাল কলেজের সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিলেন দেব৷ ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি।

আচমকা দেব কেন তিন পদ থেকে ইস্তফা দিলেন, তা নিয়ে তৃণমূলের অন্দরেও জোর জল্পনা ছড়িয়েছে বলে জানা গিয়েছে৷ তবে বিষয়টি নিয়ে দেব নিজে কোনও প্রতিক্রিয়া না দেওয়ায় বিষয়টি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতারাও কেউ নির্দিষ্ট করে কিছু বলতে চাইছেন না বা কিছু বলতে পারছেন না৷ পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে দীপক অধিকারী অর্থাৎ দেব তিনটি চিঠি পাঠিয়েছেন যেখানে তার ইস্তফার কাগজ রয়েছে। শোনা গেছে, বিগত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, দেব হয়তো এবার রাজনীতি থেকে সরে দাঁড়াতে পারে৷ হয় তো অভিনয়েই তিনি তাঁর সম্পূর্ণ মন দেবেন৷ দেব যে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন সেই পদ গুলোর যে বিশেষ গুরত্ব সেটা নয়৷ কিন্তু লোকসভার ঠিক আগেই এই ইস্তফা দেখে অনেকেই অনেক বড় কিছুর আভাস পাচ্ছেন৷ আরো জানা গিয়েছে যে, দেব যে এদিন তিন পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বা দিয়েছেন সেটা তাঁর দলের কেউই জন্য না।

Kawasaki W175 Street Price, Launch Date, Mileage In India

বাজারে এলো পৃথিবীর সবথেকে স্মার্ট স্মার্টফোন Samsung S24 Ultra , জেনে নিন দাম ও ফিচার্স

Share This Article